গেমস জোন [পর্ব-১৪৩] :: The Incredible Hulk

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

সবুজ রংয়ের বিশাল দেহের অধিকারী! কে? হাল্ক! দ্যা ইনক্রেডিবল হাল্ক একটি ভিডিও গেম যা মার্ভেল এর সুপারহিরো “হাল্ক” কে নিয়ে নির্মিত এবং ২০০৮ সালের ছায়াছবির কাহিনীর উপর বানানো হয়েছে।

গেমটি ২০০৮ সালের জুন মাসে বিশ্বব্যাপি মুক্তি দেওয়া হয়। গেমটিতে রয়েছে ফ্রি-রোম বা মুক্ত ভাবে ঘোরাফেরা করার সুবিধা। গেমটিতে হাল্ক এর বিভিন্ন চরিত্র এবং শত্রুর চরিত্রে রয়েছে এবোমিনেশন, ইউ-ফোর্স, বি-বিশ্ট, দ্যা ইনক্লেব এবং আমেরিকার আর্মি।

২০০৮ সালের হাল্ক ছায়াছবির কাহিনীর উপর গেমটি নির্মিত বলে ছায়াছবিটির বিভিন্ন চরিত্র গেমটিতে ব্যবহার করা হয়েছে।

নির্মাতা:

এডজ অফ রিয়েলিটি,

এ্যামেজ এন্টারটেইমেন্ট

প্রকাশক:

সেগা

খেলা যাবে:

মাইক্রোসফট উইন্ডোজ,

প্লে-স্টেশন ২,

প্লে-স্টেশন ৩,

এক্সবক্স ৩৬০,

নিনটেনডু ডিএস,

উইই

মুক্তি পেয়েছে:

জুন, ২০০৮ সালে

ধরণ:

একশন,

স্যান্ডবক্স

সিস্টেম রিকোয়ারমেন্টস:

পেন্টিয়াম ৪ ১.৮ গিগাহার্জ গতির প্রসেসর,

১ গিগাবাইট র‌্যাম,

১২৮ মেগাবাইট বিল্ট-ইন এজেপি,

৭০০ মেগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,

উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ২ অপারেটিং সিস্টেম,

ডাইরেক্ট এক্স ৯.০সি সাথে শেডার মডেল ২.০

খেলার যোগ্য চরিত্র সমূহ:

 প্রতিটি চরিত্রের আলাদা আলাদা বৈশিষ্ট রয়েছে 

এবোমিনেশন
ক্ল্যাসিক হাল্ক
ধূসর হাল্ক
আইরনক্ল্যাড
মাইস্ট্রো
প্রফেসর হাল্ক

গেমটিতে তোমাকে হাল্ক এর ভূমিকায় খেলতে হবে। গেমটিতে ফ্রি-রম সুবিধা থাকায় মিশনের বাহিরেও স্বাধীন ভাবে ঘোরাফেরা করা যাবে। মূল মিশনের পাশাপাশি রয়েছে সাইড মিশন এবং অসংখ্য মিনিগেমস। গেমটি তোমাকে খেলতে হবে বিভিন্ন ক্যামেরা ভিউতে। গেমটিতে ফার্স্ট পারসন ভিউ ব্যাতিত সকল ভিউ রয়েছে যা প্লেয়ারের চাহিদা মতো ব্যবহার করা যাবে।

গেমটিতে মারামারি করার জন্য হাল্ক এর রয়েছে ইউনিক কিছু ফাইটিং কমম্বো। এইসব কমম্বোর পাওয়ার আপগ্রেড করা যাবে বিভিন্ন কাজ পূরণ করে। যেমন হাল্ক স্ম্যাশ এর ফুল পাওয়ার একটিভ করতে হলে হাল্ক অর্থ্যাৎ তোমাকে ২৫ হাজার জিনিস ভাঙ্গতে হবে!!

গেমটির ফ্রি-রমে যদি তুমি ভাঙ্গচুর করো তাহলে আমেরিকার পুলিশ আসবে। এরপর তোমার ওয়ান্টেড লেভেলের উপর ভিক্তি করে সেনাবাহিনী থেকে এডভান্স আর্মি তোমার পিছে লাগতে পারে।

গেমটিতে যেমন ছোট ছোট শত্রু আছে তেমনি বিশাল বিশাল আকার এবং শক্তির শত্রু রয়েছে। এক কথায় ছোট বড় সবারই গেমটি ভালো লাগবে।

গেমটিতে রয়েছে অটোমেটিক পারফরমেন্স সিস্টেম। গেমটি তোমার পিসি কার্যক্ষমতার উপর ভিক্তি করে নিজে নিজেই গেমটির গ্রাফিক্স ইফেক্টস নিয়ন্ত্রণ করবে। তবে কোর ২ ডুয়ো আর ৫১২ মেগাবাইট গ্রাফিক্স থাকলেই সবোর্চ্চ গ্রাফিক্স এর মজা নেওয়া যাবে।

দেড় মণের ঘুষি খেয়ে তো মাথা ঘুরাবেই!!
এই নে খা!
হাল্ক এর ঘুষিতে ভূমিকম্প!!!!
পাওয়ার পাঞ্চ
হাল্ক এর এক একটা লাফ ১০ তলার উঁচুর সমান!
শুয়ে থাক! উঠলেই . . .
ওই! কেডায় আমারে ঢিল মারে রে?
খেল খতম!
ওই দাঁড়া আমি আইতেছি!
তুইইইইই আমারে রাগিয়ে দিয়েছিস
মামা লাগছে নি!

ডাউনলোড:

http://4shared.com/file/_OCsNSCb/

or

http://depositfiles.com/files/1ht9wphm5

পাসওর্য়াড যদি থাকে তাহলে সোর্স দেখতে পারো:

প্রথম লিংক: http://www.valazeroth.com/2012/07/the-incredible-hulk-2008-full-game-rip-rar/

দ্বিতীয় লিংক: http://tech2.in.com/video/galaxy-note/269692/vYbYr7V7m56twdiGuoe1ppeJvK7JorSXuKi5pbiqqISlh9qr/the-incredible-hulk-2008-download-pc-game-here

সবাইকে গেমস জোন এবং টেকটিউনস এর অফিসিয়াল ফেসবুক পেজের মেমবার হতে আমন্ত্রণ জানাচ্ছি। কারণ আর কিছু দিনের মধ্যেই অনেকগুলো নতুন ফিচার আমরা পেজে যোগ করবো।

গেমস জোন এবং টেকটিউনস এর ফেসবুক গেমিং পেজ:

http://www.facebook.com/games.zone.bd

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

DepositFIles er The Hulk এর size ৩২৫ এমবি, এটা ডাউনলোড করলেই কি হবে নাকি সাথে 4Shared এর টা ও ডাউনলোড করতে হবে? ২ সাইটে ২ রকম ফাইল সাইজ, ২ টা কি এক গেমের ২ই পার্ট নাকি যেকোন একটা ডাউনলোড করে Extract করেই খেলা যাবে?

    দুইটা লিংক আলাদা আলাদা! দুইটা পার্ট নয়। যেকোনো একটি ডাউনলোড করলেই হলো

প্রত্যেকটা টিউন এ ছবিগুলোর সাথে কথা গুলো পড়ে হাঁসতে হাঁসতে পেটটা বেথা হয়ে যায় 😆 :lol : 😆

Level 0

game wala plez help me . amar bajet 4000-6000 tk valoo grafix card kente chai help ..

আমার কম্পিউটার এর কনফিগারশন:
গিগাবাইট মাদারবোর্ড(নাম ভুলে গেছি)
কোর আই৩ ৩.১০ গিগাহার্টজ স্পিডের প্রসেসর
এনভিডিয়া জিটি-৪৪০ ১জিবি
র্যাম ৪জিবি
Windows Seven Ultimate 32bit
আমার কম্পিউটারে কি GTA IV বা EFLC চলবে?
একবার EFLC ই্ন্সটল দিয়ে ছিলাম ধাক্কায় ধাক্কায় চলে। আমি ভাবছি উইন্ডোজ সেটাপ দিয়ে আবার install দিব। আপনার টিউনটি অসাধারণ।

Level 0

vai download to korlam but install to korte parsi na. pls help.

Vai Hulk er passord ki??????