গেমস জোন [পর্ব-১৪৯] :: অপারেশন ফ্ল্যাশপয়েন্ট: রেড রিভার (২০১১)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

আজ বেশি কিছু লিখতে পারলাম বলে দুঃখিত! ১৫০ তম পর্বের জন্য বিশাল টিউন লিখছি তো তাই!  এই পর্বটি গত বছরের শুরু দিকে করেছিলাম তবে টেকটিউনসে এখনো শেয়ার করিনি। তাই শেয়ার করছি। তবে লক্ষ্য রাখবে যে, এটি গত বছরের টিউন। তখন অতো বিশাল টিউন দিতাম না। তবে গেমটি নিয়ে সামনে বিস্তারিত টিউন করার ইচ্ছে আছে।

নিয়ে এলাম গেমস জোনের নতুন পর্ব। আপনারা তো জানেনই আমার পছন্দের গেমস হলো শুটিং। তাই আজকের পর্বে থাকছে আরেকটি মিলিটারী শুটিং গেমস।

আজকের গেমস অপারেশন ফ্ল্যাশপয়েন্ট: রেড রিভার।

অপারেশন ফ্ল্যাশপয়েন্ট: রেড রিভার এর ফার্স্ট পারসন শুটার ভিডিও গেমস যেটি মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩ এবং এক্স.বক্স ৩৬০ এর জন্য ডেভেলপ করেছে কোডমাস্টার। গেমটি অপারেশন ফ্ল্যাশ পয়েন্ট: ড্রাগন রাইজিং গেমটির সিকুয়্যাল।

Developer:

Codemasters

Publisher:

Codemasters

Platforms:

Microsoft windows,

PlayStation 3,

Xbox 360

Release Date:

April – June, 2011

Genre:

Tactical Shooter

Mode:

Single Player

Co-op (4 players)

Ratings:

BBFC: 15

ESRB: M

PEGI: 18

Trailer Video:

http://www.youtube.com/watch?v=8aRbR8xv8m4

http://www.youtube.com/watch?v=xdXPXIMumcw

http://www.youtube.com/watch?v=LiQrR4XBjP8

http://www.youtube.com/watch?v=wynpaq4sl-I

System Requirements

Minimum:

WinXP SP2,

Intel Dual Core 2.4Ghz,

1GB Ram,

512MB Graphic

5.3GB Free HDD

Recommended:

Win7,

Quad Core 2.6GHz,

2GB Ram,

1GB Graphic,

5.3GB Free HDD,

Direct X 9.0c with Shader model / Pixel Shader 3.0

অপারেশন ফ্ল্যাশপয়েন্ট: রেড রিভার একটি ট্রাকট্রিক্যাল শুটার। এখানে আপনি চাইলে একা একা ক্যাম্পেইন খেলতে পারবেন অথবা আপনার ৪ জন বন্ধুকে নিয়েও ক্যাম্পেইন খেলতে পারবেন। তবে গেমটি কম্পটেটিভ মাল্টিপেয়ার, মিশন এডিটর এগুলো সার্পোট করে না। আপনাকে ৪টি সোল্ডার ক্লাশ এর মধ্যে যেকোন একটিকে বেছে নিতে হবে। মারিন, রাইফেলম্যান, গ্রেণেডিয়ার অথবা স্কাউট এবং অটো রাইফেলম্যান। প্রত্যেক ক্লাশ নিজস্ব ওয়েপন এবং স্কিল বহন করে। গেমটি খেলতে খেলতে এক্সপেরিয়েন্স পয়েন্ট অর্জন করবেন আপনি। যেটি ওয়েপন আনলক, স্পেশাল স্কিল আনলক ইত্যাদি লক করা আইটেম আনলক করবে।

গেমটি একেবারেই বাস্তব ভিক্তিক। এখানে আপনি মাত্র একটি গুলি খেয়েই মরে যেতে পারেন। এ জন্যই গেমসটি আমার পছন্দের। সিঙ্গেল প্লেয়ার ক্যাম্পেইন কে ৩টি ভাগে বিভক্ত করা হয়েছে।

গেমটির পটভূমি ২০১৩ সালে তাজিকিস্তান  এ। যেখানে আপনাকে আউট’ল ২ ব্রাভো হিসেবে খেলতে হবে। এটি একটি ইউ.এস মারিন কো. ফায়ারটিম যারা তাজিকিস্তানে একটি ফিকশনাল কনফিক্ট এ অংশ নিয়েছে।

একটি জঙ্গি সংস্থা যেটি ইস্ট তুর্কিস-ান ইসলামিক মুভমেন্ট নামে পরিচিত তারা একটি মরটাল এ্যাটাক করে ইউ.এস. এর আফগানিস-ান এর একটি ক্যাম্প এ। যার ফলে ইউ.এস. আউট’ল কে নির্দেশ দেয় ওই জঙ্গি সংস্থাকে গুড়িয়ে দিতে। এরপর শুরু হয় খোঁজ। গ্রামের পর গ্রাম, বিভিন্ন জঙ্গি এয়ারফিল্ড ইত্যাদি চালু হয় খোঁজ। প্লেয়ার হিসেবে আপনি পাবেন সার্জেন্ট ডেইমেন নক্স, সার্জেন্ট ম্যাকগ্রি, সার্জেন্ট ওলিয়াম কিরবি, সার্জেন্ট সোরেনসোন, লে.ক্যা. ডানিয়েল টেইলর ইত্যাদি কে।

Download (3.8GB):

Single Link:

http://www.mediafire.com/?ahphtf9out6ob

Password = freesoftwarepc.biz

Or Try Part by Part:

http://www.pchelplinebd.com/wap/index-wap2.php/www.7-zip.org/www.pchelplinebd.com/index-wap2.php?p=40419

Torrent:
thepiratebay.se/torrent/6332427

OR

kat.ph/operation-flashpoint-red-river-reloaded-t5409755.html

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরো ডিটেলস দিলে ভাল হত

আমার পিসিতে গ্রাফিক্স কার্ড নাই ব্রো। কনফিগ হল কোর আই ৩, ৩.৩০গিগাহার্টয, র‍্যাম ২ জিবি, ওএস উইন্ডোজ ৮। এই গেম টা কি খেলা যাবে আমার পিসিতে?