গেম তো খেলেন তবে আপনি আপনার কম্পিউটার এর সবটুকু পাচ্ছেন ??আসুন দেখি

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

এই সফটওয়্যার এমন না যে আপনার কম্পিউটার এ যেসব গেম চলে না বা রিকয়ারমেন্ট মিলে না ওগুলো চালায় দিবে , শুধু অযথা প্রসেস বন্ধ করবে ও আরও অনেক কিছু করবে । 

 

আসসালামুয়ালাইকুম । অনেক দিন পর পোস্ট করতে বসলাম । তো আপনাদের সবার কি অবস্থা ?? আশা করি ভালো আছেন । আমিও মোটামুটি বালই আছি ।

তো আমরা সবাই কন বেশি গেম খেলি । অনেক সময় দেখি গেমের রিকয়ারমেন্ট কম্পিউটার এর সাথে মিল হলেও গেম স্টকায় আটকায় (ল্যাগ ) চলে । এই সময় যা করতে ইচ্ছা করে কিছু টা এরকমঃ

আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সফটওয়্যার যা আপনার কম্পিউটার এর গেম খেলার সময় সবটুকু দিবে । এই সফটওয়্যার টি অযথা প্রসেস বন্ধ করে আপনার র‍্যাম ও সিপিউ র কর্মবৃদ্ধি করে ।শুধু তাই নয় এর আরও অনেক ফিচার আছে যেমন আপনি আপনার সব গেম এক জায়গায় রাখতে পারেন । গেমগুলো বেশ সুন্দর ভাবে সাজিয়ে রাখা  যায় । আপনি গেমের ডিরেক্টরি গুল ডিফ্রেগ করতে পারেন । আপনার গ্রাফিক্স বা অন্য কোনও ড্রাইভার এর হালনাগাদ লাগলে সফটওয়্যার টি নিজেই বলে দিবে । ও আরেকটা জিনিস তো বলতে ভুলেই গেলাম , এটি স্ক্রিন কেপচার এর জন্য ও খুব ভালো । জি ঠিক শুনেছেন , এটি দ্বারা আপনি খুব উচ্চ মানের স্ক্রীন শট নিতে পারেন আবার ভিডিও ও করতে পারেন । ভিডিও ও ছবির মান আবার কমিয়েও নিতে পারেন । এটি নিজে নিজেই আপনার অ্যান্টিভাইরাস এ গেমং মোড (যদি থাকে ) তাহলে চালু করে দিবে । ইন্টারফেস সফটওয়্যারটির সত্যিই চমৎকার !!! খুবিই সোজা । আবার যেসব ছবি তুলবেন, ওগুলা গ্যালারি তে খুব সুন্দর করে দেখতে পারবেন । এতো সব ফিচার তাহলে দাম নিশ্চয়ই চড়া ???? জি না এটি একটি ফ্রী সফটওয়্যার , সফটওয়্যার এর নাম রেজার গেম বুস্টার । এটি বিখ্যাত কোম্পানি রেজার বানিয়েছে । এক কথায় আমার তো অসাধারণ লাগলো তাই আপনাদেরও ডাউনলোড করে দেখা উচিৎ ।

প্রথমে razerzone.com/gamebooster এ যান এবং সফটওয়্যার টি ডাউনলোড করুন । ডাউনলোড শেষ হলে সফটওয়্যার টি ইন্সটল করে আপনার রেজার এর অ্যাকাউন্ট দিয়ে প্রবেশ করুন , না থাকলে বানিয়ে নিন ।

শেষমেশ কিছু এরকম লাগবে দেখতে

ধন্যবাদ

 

Level 0

আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল কিন্তু ওই softwere নিজে কত তুকুcpu use করে ????

    Level 0

    @dipu09: 0.0001% amar i5 e