গেমস জোন [পর্ব-১৫৯] :: Insane 2 (২০১১) ছোট্ট গেম কিন্তু বড়ই মজার!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

রেসিং গেমস জগতে অফরোড (Offroad) রেসিং গেমস খুবই দূর্লভ! সেই ছয় বছর আগে একটি অফরোড রেসিং গেম খেলেছিলাম। আসলে অফরোড রেসিং গেমসগুলো তেমন ব্যবস্যা করতে পারে না বলেই এই টাইপের রেসিং গেমস খুব কমই বাজারে আসে। তবে ইনসেইন সিরিজটি এর উল্টে! আজ গেমস জোনে নিয়ে এসেছি সাইজে ছোট একটি মজার রেসিং গেম ইনসেইন ২।

 

নির্মাতা এবং প্রকাশক:

গেম ফ্যাক্টরী ইন্টারএকটিভ

মুক্তি পেয়েছে:

অক্টোবর, ২০১১

খেলা যাবে:

শুধুমাত্র পিসিতে

ধরণ:

অফরোড রেসিং

সিস্টেম রিকোয়ারমেন্টস:

কমপক্ষে:

ডুয়াল কোর ১.৮ গিগাহার্জ গতির প্রসেসর,

২ গিগাবাইট র‌্যাম,

২৫৬ মেগাবাইট জিফোর্স ৭৯০০জিটিএক্স অথবা রাডিয়ন এক্স১৯০০ গ্রাফিক্স কার্ড,

১.৫ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,

ডাইরেক্ট এক্স ৯.০সি সাথে শেডার মডেল ৩.০

ভালো ভাবে খেলতে হলে:

কোর ২ কোয়াড ২.৬ গিগাহার্জ গতির প্রসেসর,

৪ গিগাবাইট র‌্যাম,

৫১২ মেগাবাইট গ্রাফিক্স কার্ড,

১.৫ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,

ডাইরেক্ট এক্স ৯.০সি সাথে শেডার মডেল ৩.০

ইনসেইন ২ গেমটি একটি অফরোড রেসিং গেম। গেমটিতে তোমাকে রাস্তার বাহিরে মানে অফরোডে ড্রাইভ করতে হবে। এটি কোনো প্রফেশনাল গেম নয়, সবাই গেমটি খেলতে পারো। তবে গেমটি খেলে আমি খুবই মজা পেয়েছি তাই গেমস জোনে টিউন করলাম গেমটি নিয়ে। গেমটিতে তুমি গাড়ি হিসেবে পাবে 4x4s, SUVs, Pickups, Buggys & বড়সড় ট্রাক। প্রত্যেকটি শ্রেণীর গাড়ির বৈশিষ্ট্য এক এক রকম।

তবে যাই হোক গেমটির গ্রাফিক্স বড়ই চমৎকার লেগেছে আমার কাছে। কাঁদাপানি রেসটি আরো মজার!

গেমটিতে দুই ধরণের রেস রয়েছে। একটি হলো ল্যাপ (Lap) রেস এবং আরেকটি হলো নকআউট রেস। ল্যাপ রেসে যেকেউই জিততে পারো তবে নকআউট রেস একটু কঠিন আর কি! আর গাড়িগুলোর হ্যান্ডেল তো ভালই। তবে সমস্ত রেসগুলোতে তোমাকে চেকপয়েন্ট গুলোতে হয়ে যেতে হবে। মানে হলো বিশাল একটি মাঠে তোমাকে ছেড়ে দেওয়া হবে। রেস হবে চেকপয়েন্ট ভিত্তিক।

আরেকটি মজার বিষয় হলো এর পারসূট মোড। এই মোডে তোমাকে পয়েন্ট সংগ্রহ করতে হবে। হেলিকপ্টার হতে পয়েন্ট ছুঁড়ে মারা হবে এবং তোমাকে গাড়ি চালিয়ে সবাই আগে পয়েন্ট সংগ্রহ করতে হবে।

ফিচারসমূহ:

> মোট ১৮ টি গাড়ি

> ২০টি পটভূমি

> টোটাল ১৮০টি রেস ইভেন্ট

> ৪টি ভেন্যূ (ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এবং এটল্যান্টিক)

> ১০টি গেম মোড

রেটিং:

গ্রাফিক্স ৭.৫/১০,

সাউন্ড ৫/১০,

কনট্রোল ৯/১০,

গেমপ্লে ৮/১০,

মজা ১০/১০! হাহাহাহা!

রেডি ! সেডি! গো!

ইইই! ট্রাক উল্টায়ে গেল!
হার্ড র্টান
কাঁদার মধ্যে!
ধুলাবালি একটু বেশি গেমটিতে!
লম্ফ!

ডাউনলোড:

thepiratebay.sx/torrent/6742300/

SINGLE LINK

Wupload

http://linksafe.me/d/ac7af3a387

——————————-

1 GB LINK

Fileserve

http://linksafe.me/d/4c7b73f57b

http://linksafe.me/d/31be6051a3

——————————-

Filesonic

http://linksafe.me/d/a7d35f376d

http://linksafe.me/d/f00c6572af

——————————-

Wupload

http://linksafe.me/d/94957730b8

http://linksafe.me/d/e6069a8105

——————————-

Rapidshare

http://linksafe.me/d/3dd4ff6405

http://linksafe.me/d/d40386bfe1

——————————-

x7

http://linksafe.me/d/1e07b91582

http://linksafe.me/d/c9be776c40

জ্ঞাতব্য:

> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।

> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই

> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।

> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।

> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।

> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।

> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।

> বর্তমানে গেমস জোন  লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:

http://www.tunerpage.com

http://www.techtunes.io

> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন fb.com/talented.fahad

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

single kaj kore na to

Not Found. link update koren