গেমস জোন [পর্ব-১৮১] :: XIII (পেন্টিয়াম ৪)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

হ্যালো! কেমন আছো তোমরা? নিয়ে এলাম গেমস জোন এবং একই সাথে নিয়ে এলাম মজার একটি গেম। আজকের পর্বে থাকছে XIII বা থার্ডটিন।

XIII বা থার্ডটিন একটি কমিক স্টাইল একশন এডভেঞ্চার মূলক ফার্স্ট পারসন শুটার ভিডিও গেম নির্মাণ এবং প্রকাশ করেছে ঊবিসফট।  গেমটি ১৯৮৪ সালের বেলজিয়াম কমিক বই “XIII” এর উপর নির্মিত। গেমটিতে তোমাকে জেসন ফ্লাই (কোডনেম XIII) এর ভূমিকায় খেলতে হবে। সে একজন সেনাবাহিনীর আন্ডারকভার অফিসার যার মাথা গুলি লাগার কারণে সে তার প্রায় সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে এবং সে তার হারিয়ে যাওয়া স্মৃতিকে খুঁজে বেরাবে গেমটির মাধ্যমে।

তবে তার বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট এর খুনের অভিযোগ রয়েছে এবং দুনিয়ার সব পুলিশ তার পিছনে লেগে আছে। এছাড়াও সন্ত্রাসী সংঘঠন “The XX” তার পিছে লেগেছে আছে।

নির্মাতাঃ

ঊবিসফট প্যারিস,

সাউথএন্ড ইন্টারএকটিভ (এক্সবক্স),

জোনিক (ম্যাক)

প্রকাশকঃ

ঊবিসফট

ইঞ্জিণ:

আনরিয়েল ইঞ্জিন ২

 

খেলা যাবেঃ

মাইক্রোসফট উইন্ডোজ,

ম্যাক,

প্লে-স্টেশন ২,

এক্সবক্স

মুক্তি পেয়েছেঃ

নভেম্বর, ২০০৩ সালে

ধরণঃ

ফার্স্ট পারসন শুটার

খেলার ধরণঃ

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

সিস্টেম রিকোয়ারমেন্টসঃ

পেন্টিয়াম ৪ প্রসেসর,

১ গিগাবাইট র‌্যাম,

১২৮ মেগাবাইট ভিজিএ,

আড়াই গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,

উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ২ অপারেটিং সিস্টেম,

ডাইরেক্ট এক্স  ৮

XIII গেমটি একটি ফার্স্ট পারসন শুটার গেম, তবে গেমটিতে স্টেলথ এবং একশন উপাদানও রয়েছে। গেমটি চ্যাপ্টার রয়েছে ১৩টি এবং মিশন রয়েছে ৫৪টি! আগেরকার দিনের গেমগুলোতে মিশনের সংখ্যা একটু বেশিই থাকতো!

গেমটির গ্রাফিক্স কমিক স্টাইলে সাজানো হয়েছে। অনেকটা বর্ডারল্যান্ড গেমটির মতোই। গেমটিতে ব্যবহার করা হয়েছে আনরিয়েল ইঞ্জিণ ২, যা তখনকার সময়ে সবচেয়ে নতুন বা লেটেস্ট ইঞ্জিণ।

গেমটিতে ১৬ ধরণের আলাদা আলাদা অস্ত্র রয়েছে। এদের মধ্যে রয়েছে ছুড়ি থেকে শুরু করে বাজুকা, ঊজি থেকে শুরু করে স্নাইপার রাইফেল ইত্যাদি। এছাড়াও চেয়ার, ফাইল, বোতল, ঝাঁড়ুর লাঠি ইত্যাদি বস্তুকেও অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে।

গ্রাফিক্স হিসেবে কাটুর্নাইজ কে ব্যবহার করা হলেও গেমটিতে পপ-আপ মেসেজ এবং বিভিন্ন মজার মজার উপাদান রয়েছে বিধায় গেমটি হিট হয় ব্যাপক।

প্লেয়ার যখন কোনো শত্রুর মাথা বরাবর কোনো ছুড়ি কিংবা গুলি ভেদ করে তখন একটি মজার স্ক্রিণ পর্দার সামনে আসে! এছাড়াও প্লেয়ার চরিত্রের রয়েছে ৬ষ্ঠ ইন্দ্রিয়! যার সাহায্যে সে শত্রুর পদযাত্রার আওয়াজ শুনতে পারে অনেক দূর থেকেই!

এক কদম আগালে এই মহিলাকে মেরে ফেলবো কিন্তু!
শীত লাগে গো!

ডাউনলোডঃ

thepiratebay.org/torrent/4920578

or

kickass.to/xiii-game-for-pc-t2620647.html

 

or

 

kickass.to/xiii-thirteen-pc-rip-by-freeman-g-ripper-t2199353.html

জ্ঞাতব্য:

> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।

> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই

> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।

> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।

> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।

> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।

> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।

> বর্তমানে গেমস জোন  লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:

http://www.tunerpage.com

http://www.techtunes.io

> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন fb.com/talented.fahad

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

EITAR SIZE KOTO? JANTE PARI?