গেমস ওয়ার্ল্ড [পর্ব-৩৩] :: Just Cause 2 (ওপেন ওয়ার্ল্ড/অ্যাকশন অ্যাডভেঞ্চার/২০১০)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস ওয়ার্ল্ড

জাস্ট কজ টু হচ্ছে ২০১০ সালের ওপেন ওয়ার্ল্ড এবং অ্যাকশন অ্যাডভেঞ্চার গেমস । গেমসটি নির্মাণ করে  Avalanche Studios । গেমসটি ২০১০ সালের ২৩শে মার্চ কম্পিউটার , প্লেস্টেশন থ্রি এবং এক্সবক্স ৩৬০ গেমিং কনসোলের জন্য বের হয় । এছাড়াও গেমসটির প্রকাশক হচ্ছে আইদোস ইন্টারঅ্যাক্টিভ  এবং গেমসের পরিবেশক স্কোয়ার ইনিক্স । গেমসটি তৈরি করার জন্য Avalanche Studios হাভোক ফিজিক্স এবং Avalanche ইঞ্জিন ২.০ নামক ইঞ্জিন ব্যবহার করে ।

http://86bb71d19d3bcb79effc-d9e6924a0395cb1b5b9f03b7640d26eb.r91.cf1.rackcdn.com/wp-content/uploads/2010/01/just-cause-2-wallpaper-artwork.jpg

গেমপ্লে এবং ঘটনা

জাস্ট কজ টু গেমসের মূল চরিত্র হলেন রিকো রোদ্রিগেজ । রিকো হলেন একজন সরকারী এজেন্ট । সে পানাওয়ের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে কাজ করার দায়িত্ব নেয় । পানাও হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি কল্পিত দ্বীপ । আর সেই দ্বীপটি পান্ডাক '' বেবি '' পানায় নামক এক ব্যক্তি দ্বারা পরিচালিত । গেমসের সূত্র অনুযায়ী তিনি পানাওয়ের প্রেসিডেন্ট ।

প্রথম দুইটি লেভেল ব্যাতিত সম্পূর্ণ গেমসটিই ওপেন ওয়ার্ল্ড । গেমসের মূল আকর্ষণীয় এবং ব্যাতিক্রম অস্ত্র হচ্ছে রিকোর গ্র্যাপ্লিং হুক । রিকো তার গ্র্যাপ্লিং হুক ব্যবহার করে তার শত্রুকে কাছে টেনে আনতে পারে । এছাড়াও রিকো উঁচু ভবনে তাড়াতাড়ি উঠার জন্য গ্র্যাপ্লিং হুক ব্যবহার করে । গ্র্যাপ্লিং হুক শুধুমাত্র কঠিন এবং শক্ত জায়গায় স্থাপন করা সম্ভব । এছাড়াও গ্র্যাপ্লিং হুক দ্বারা অল্প ভারী বস্তুু টেনে আনা সম্ভব ।

জাস্ট কজ টু তে গেমার শত্রুর সাথে কমব্যাটের সময় কভার নিতে পারবে । ফলে গেমার খুব সহজেই শত্রুদের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে । শুধু তাই নয় গেমারের সাথে থাকছে প্যারাসুট । যখন রিকো বা গেমার কোন এয়ারক্র্যাফট থেকে ঝাঁপ দিবে , তখন প্যারাসুট রিকোকে রক্ষা করবে । প্যারাসুটের মাধ্যমে মাটিতে ল্যান্ডিং করার মুহূর্তটি আমার কাছে অসাধারন সুন্দর লেগেছে । এছাড়াও গ্র্যাপ্লিং হুকের ব্যবহার , গেমসেটির মধ্যে ভিন্নতা এনেছে ।

গেমসটির সর্বমোট যানবাহন সংখ্যা ১০৪ । এর মধ্যে অনেক গুলো এয়ারক্র্যাফট বা বিমান রয়েছে ।

অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল , রিভলবার , শটগান , এসএমজি (  SMG ), সি ফোর (C4) এবং রকেট লঞ্চার ।

গেমসটির মূল লোকেশন হলো পানাও । পানাও একটি কল্পিত দ্বীপ এবং যার অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়ায় । পানাওতে বিভিন্ন জায়গা রয়েছে । তা হলো : তুষার যুক্ত পাহাড় , সমুদ্র সৈকত , বন-জঙ্গল , মরুভূমি এবং শহর । পানাও দ্বীপের সর্বমোট আয়তন ৪০০ বর্গ মাইল এবং ২০১০ সাল পর্যন্ত ওপেন ওয়ার্ল্ড গেমসের ইতিহাসে দ্বিতীয় বৃহতম গেমস ।

ঘটনা

হঠাৎ করে হামলা করায় রিকো হেলিকাপ্টার ক্ষতিগ্রস্ত হয় । ফলে রিকো তার প্যারাসুট দিয়ে নিচে অবতরণ করে এবং একটি মিলিটারি বেসে যায় । মিলিটারি বেস থেকে ৫ টি কার্ড ছিনিয়ে নিয়ে রিকো মারিয়া কেনের কাছে ফিরে আসেন । মারিয়া কেন হলেন রিকোর সহকর্মী । মারিয়া এবং রিকো মিলিটারি বেস থেকে ৫টি ইন্টেল কার্ড সংগ্রহের সংবাদ এজেন্সির কাছে দেওয়ার জন্য কার্লের কাছে যায় । সেখানে তারা জেড ট্যানের সাথে পরিচিত হয় । জেড ট্যান হলেন ব্লেইনের প্রেমিকা । তারপর জেড ট্যান রিকোকে পানাও ফলস ক্যাসিনোতে নিয়ে যায় ব্লেইনকে উদ্ধারের জন্য । ব্লেইনকে উদ্ধার করার পর , গাড়ি করে ফেরার পথে পানাওয়ের মিলিটারি দল তাদের পিছনে লাগে । দীর্ঘ তাড়া খাওয়ার পর তারা অবশেষে তাদের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ।

সম্পূর্ণ ঘটনা লিখলাম না , কারন তাহলে গেমসটি খেলার আর আকর্ষণ থাকে না । ফলে গেমসটি খেলে পুরো ঘটনা জানতে পেরে তোমরা এক অন্য ধরনের মজা পেবে ।

মূল চরিত্র সমূহ

রিকো রোদ্রিগেজ
মারিয়া কেন

পান্ডাক '' বেবি '' পানায়

সিস্টেম রিকোয়ারমেন্ট

কমপক্ষে

  • OS: Microsoft Windows Vista (Windows XP is unsupported)
  • Processor: Dual-core CPU with SSE3 (Athlon 64 X2 4200 / Pentium D 3GHz)
  • Memory: 2GB System Memory
  • Graphics: DX10 compatible graphics card with 256 MB of memory (Nvidia GeForce 8800 series/ ATI Radeon HD 2600 Pro)
  • Sound: 100% DirectX 10 compatible sound card
  • DirectX®: Microsoft DirectX 10

ভালো মতো খেলতে

  • OS: Microsoft Windows Vista SP1 or Windows 7
  • Processor: Intel Core® 2 Duo 2.6 GHz or AMD Phenom X3 2.4GHz or equivalent
  • Memory: 3GB system Memory
  • Graphics: DX10 compatible graphics card with 512 MB of memory (Nvidia GeForce GTS 250 series/ ATI Radeon HD 5750 series)
  • Sound: 100% DirectX 10 compatible Dolby Digital 5.1 sound card
  • DirectX®: Microsoft DirectX 10.1

বিশেষ দ্রষ্টব্য

  • গেমস ওয়ার্ল্ড এর টিউন শুধুমাত্র টেকটিউনস , টিউনারপেজে এবং পিসি হেল্পলাইন বাংলাদেশে প্রকাশিত হয় । এছাড়াও গেমস ওয়ার্ল্ডের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া হয় https://www.facebook.com/games.world.bangladesh
  • গেমস খেলতে গিয়ে মাঝে মাঝে বিভিন্ন সমস্যায় পড়তে হয় । তাই আমি ও কিছু টিউনার মিলে গেমস সম্পর্কিত একটি ফেসবুক গ্রুপ খুলেছি । যেখানে আপনি গেমস সম্পর্কিত মজার মজার জিনিস শেয়ার করতে পারবেন । এবং যেকোন সমস্যার কথাও বলতে পারেন । তাই এখনই যোগদান করুন গেমস ওয়ার্ল্ড ফ্যানসে .
  • ধন্যবাদ কষ্ট করে টিউনটি পড়ার জন্য ।https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-frc3/1450276_198867850298199_873248700_n.jpg

Level New

আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গেমসটা খেলেছি তবে ব্ল্যাক ওপস এবং ব্যাটেল ফিল্ড এর কাছে কিছুইনা। ধন্যবাদ আপনাকে কষ্ট করে শেয়ার করার জন্য।

    @কাজী কামরুজ্জামান: দুঃখিত , আপনার কথায় একমত হতে পারলাম না । ব্ল্যাক ওপস , ব্যাটেল ফিল্ড দুইটিই ফার্স্ট পারসন শুটার গেমস । আর জাস্ট কজ টু থার্ড পারসন ওপেন ওয়ার্ল্ড গেমস । ফার্স্ট পারসনের সাথে থার্ড পারসন ওপেন ওয়ার্ল্ড গেমসের তুলনা করা কি উচিত ।

    তবে সব গেমসই যে সেরা হবে তা নয় , কোন গেমস অনেক ভালো হবে কোন গেমস তার তুলনায় কম হবে । জাস্ট কজের বেলায়ও তেমনটি প্রযোজ্য । যাইহোক , অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য 😀

Level 0

jotil tune…. !