গেমস জোন [পর্ব-২২৬] :: থিফ! Thief (২০১৪)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

যদিও গেমটিতে তোমাকে শুধু চুরি করে বেড়াতে হবে এমনটি নয়! হাহাহা! নিয়ে এলাম ফ্রেশ একটি গেমস এর রিভিউ। থিফ! ‍

থিফ একটি স্টেলথ ভিডিও গেম নির্মাণ করেছে ইডিওস মন্টিয়াল এবং প্রকাশ করেছে স্কোয়ার ইনিক্স। হিটম্যান সিরিজের নির্মাতারা “Dishonored” টাইপের গেম নির্মাণ করতে চেয়েছেন। তারা কতটুকু সফল তা তোমরাই বলবে গেমটি খেলার পর। থিফ গেমটি থিফ গেমস সিরিজের চতুর্থ তম সংস্করণ এবং এটি একটি রিবুট।

নির্মাতাঃ

ইডিওস মন্টিয়াল

নিক্সেস সফটওয়্যার (পিসি)

প্রকাশ করেছেঃ

স্কোয়ার ইনিক্স

সিরিজঃ

থিফ

ইঞ্জিণঃ

আনরিয়েল ইঞ্জিণ ৩

খেলা যাবেঃ

বর্তমান ও পরবর্তী প্রজন্মের কনসোলে

মুক্তি পেয়েছেঃ

ফেব্রুয়ারী, ২০১৪ সালে

ধরণঃ

সুপার স্টেলথ

খেলার ধরণঃ

সিঙ্গেল প্লেয়ার

সিস্টেম রিকোয়ারমেন্টসঃ

কোর আই ৫ প্রসেসর,

৪ গিগাবাইট র‌্যাম,

১ গিগাবাইট গ্রাফিক্স,

উইন্ডোজ সেভেন,

ডাইরেক্স এক্স ১০

গেমটিতে তোমকে খেলতে হবে গেরেট এর ভূমিকায়। গেরেট একজন মাস্টার থিফ। সে শুরু মাত্র ধনীদের কাছ থেকেই চুরি করে। যা সিরিজের আগের গেমসগুলোতেও করতো। তোমকে গেমটিতে অবশ্যই স্টেলথ নিয়ে খেলতে হবে মিশনগুলো পার করার জন্য। গেমটি ভায়োলেন্ট হিসেবে খেলা যাবে না। যেমনটি হিটম্যান সিরিজে খেলতে হয়। গেম-প্লে অথবা স্টোরি তোমাকেই বেছে নিতে হবে। গেমটির মিশনগুলো পার করার জন্য থাকছে অনেক গুলো ভিন্ন ভিন্ন পথ। এছাড়াও গেমটির আবহাওয়াকে তোমার কাজে লাগাতে হবে। এতে আবহাওয়াকে তোমার এডভানটেজ হিসেবে ব্যবহার করতে পারো। গেমটিতে ধরা পড়লে মৃত্যু নিশ্চিত! তাই তোমাকে লুকিয়ে লুকিয়ে চুরি করতে হবে। হতে পারে তোমাকে হিডেন স্পটে গিয়ে লুকাতে হতে পারে, অথবা মোমবাতিগুলো নিভিয়ে দিয়ে জায়গাটাকে অন্ধকার করতে পারো নিজেকে লুকিয়ে রাখার জন্য।

এছাড়াও গেমটিতে একটি সুপার এবিলিটি সিস্টেম আনা হয়েছে যা ফোকাস নামে পরিচিত। ফোকাস মোডে তুমি প্রবেশ করলে গেমটির সময় ধীরে ধীরে অতিবাহিত হবে। যার সাহায্যে তোমার চুরিকর্মকে আরো সহজ করে দিবে। তবে গেমটিতে তোমাকে টাকা দিয়ে অস্ত্র এবং অন্যান্য সামগ্রী খরিদ করতে হবে।

থিফ গেমটি সেট করা হয়েছে একটি ফিকশানাল দুনিয়ায়। গেমটির প্লেয়ার গেরেট, একজন মাস্টার থিফ যে কিনা বহুদিন ধরে তার হোমটাউন থেকে দুরে ছিল। তবে গেমটিতে তার হোমটাউনে ফিরে এসে দেখে এখানে ধনীদের রাজত্ব চলছে। গেরেট এরও ইচ্ছে জাগে, চুরি করে ধনী হবার।

গেমটির নির্মাণ কাজ শুরু হয় ২০০৯ সালে থিফ ৪ নামে। এরপর গেমটি একটি নির্মাণ টিম এর হাতে তুলে দেওয়া হয় যারা ডিউস ইএক্স:হিউম্যান রিভোলুশন গেমটি তৈরি করেছিল। এরমাঝে গেমটির নির্মাণ কাজ অনেক দিন বন্ধ ছিল। এরপর গেমটিতে থার্ড পারসন ভিউ আনার অনেক পরিকল্পনা করা হয়, এসাসিনস ক্রিড গেমটির কিছু উপাদান যোগ করা হয়। গেমটি মূলত ২০১০ সালে মুক্তির পাবার কথা ছিল। তবে মাল্টিপ্লেয়ার নিয়ে কিছু সমস্যার জন্য গেমটি ২০১৪ সালে মুক্তি পায়।

মেইন মেনু
চোরের মতো উঠতে হয়!
শহর টা অদ্ভুত!
রয়েছে পাজল মিনিগেম
ম্যাপ
সাবধানে!
মর্গে আমি একলা!
মাঝে মাঝে 3rd পারসন ভিউ ও আসবে
গেলাম রে!
খা!

ডাউনলোডঃ

http://kickass.to/seyter-presents-thief-master-thief-edition-repack-multi2-t8807837.html

জ্ঞাতব্য:

> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।

> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই

> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।

> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।

> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।

> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।

> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।

> বর্তমানে গেমস জোন  লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:

http://www.tunerpage.com

http://www.techtunes.io

> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার রিভিউ এর জন্য ধন্যবাদ

processor: Core -i5 2410m
memory: 4GB Ram
GPU: 1GB geforce gt 525m

এই কনফিগের ল্যাপটপে খেলা যাবে ?

Level New

নতুন ডাউনলোড লিংক দেয়া যায় না ??