Upcoming খুবই মজার 3rd Person Shooter PC Game

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

প্রথমেই বলে দিচ্ছি আমি PC গেইম নিয়ে তেমন লিখতে পারি না। তবে গেইমটা দেখে ভাল লাগল তাই না লিখে পারলাম না।

EA & PopCap নিবেদিত  Plants vs. Zombies Garden Warfare একটি র্থাড পারসন শুটার গেইম। গেইমটি প্রকাশ করেছে ২৩/০২/২০১৪ইং তারিখে। মূলত এই গেইটি তৈরি করেছে Plants vs. Zombies গেইম সিরিজের দ্বিতীয় নতুন সংস্করণ। Android জন্য Plants vs. Zombies গেইটি সবার কাছে খুব জনপ্রিয় হওয়ার পর থেকে Plants vs. Zombies Garden Warfare গেইটির বাস্তবায়নে কাজ শুরু করে। সত্যি বলতে আমি Android এর Plants vs. Zombies গেইমটি অনেকবার পিসিতে খেলেছি কিন্তু Android খেলে নি। যদি আপনারা Android verson এর  Plants vs. Zombies™ 2 খেলতে চান তাহলে গুগুল প্লে তে গিয়ে দেখে আসতে পারেন (তবে সরাসরি ডাউনলোড লিংক দিতে পারলাম না)

https://play.google.com/store/apps/details?id=com.ea.game.pvz2_row&hl=en.

Plants vs. Zombies Garden Warfare গেমটির গ্রাফিক্স, এনিমেশন, সাউন্ড, ডায়ালগ সব কিছু অবিস্বাস্য ও চমৎকারভাবে তুলে ধরেছে। খেললে মনে হবে জীবন বাজি রেখে বাগানে নেমে পরলাম। তবে গেইমটি এখনো বাজারে আসে নি। আমি কিন্তু গেইটির জন্য অপেক্ষা করছি।

কাহিনী:
Plants vs. Zombies Garden Warfare গেইটির কাহিনী হল সমৃদ্ধ বাগানে জুমবেলস ভূতেরা হানা দিয়ে বাগানের গাছপালা খেয়ে ফেলে বাগান ধ্বংস করে রাজ্যে রাজত্য করবে। অন্যদিকে বাগানের গাছপালা রক্ষার্থে গাছপালা নিজেরাই জুমবেলস ভূতের সাথে যুদ্ধ শুরু করে।


নিচে গেইটির ট্রিলারের লিংক দেওয়া হল: https://www.youtube.com/watch?v=lgQ7CoxZo7o

এগুলো হল বাগানের দল

প্রতিপক্ষের আক্রমন

যে যাকে যেভাবে মারতে পারে।

রাগান্নিত কেকটাস

আমার ফেইসবুক: http://www.facebook.com/indrajitme

Level 0

আমি Indrajit। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

mojar akta games 😀

Plants vs Zombies Garden Warfare game tar direct download link diben or torrent