গেমস জোন [পর্ব-২৩৬] :: টম ক্ল্যান্সিস হক্স ২ (২০১০)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

ফ্লাইট গেমস সর্ম্পকে তেমন জানতাম না দুবছর আগে Ace combat গেমটি না আসা পর্যন্ত। আর টম ক্ল্যান্সিস সিরিজেই যে এমন ফ্লাইট ফাইট গেমস রয়েছে তা জানতাম না। জেনেছি এবং ডাউনলোড করে খেলেছি আর তোমাদের সাথে শেয়ার করতে গেমস জোনে চলে এসেছি। হুম!

টম ক্ল্যান্সিস হক্স ২ একটি আরকেইড স্টাইলের ফ্লাইট একশন ভিডিও গেম নির্মাণ করেছে ঊবিসফট এবং একই সাথে প্রকাশও করেছে ঊবিসফট। গেমটি ২০০৯ সালের হক্স গেমের সিকুয়্যাল।

নির্মাতাঃ ঊবিসফট রোমানিয়া

প্রকাশ করেছেঃ ঊবিসফট

সিরিজঃ টম ক্ল্যান্সিস

খেলা যাবেঃ বিভিন্ন প্ল্যার্টফর্মে

মুক্তি পেয়েছেঃ সেপ্টেম্বর – নভেম্বর, ২০১০ সালে

ধরণঃ কমবাট ফ্লাইট সিমুলেটর

খেলার ধরণঃ সিঙ্গেল প্লেয়ার, মাল্টিপ্লেয়ার, কো-অপারেটিভ

সিস্টেম রিকোয়ারমেন্টসঃ

  • ডুয়াল কোর প্রসেসর
  • ২ গিগাবাইট র‌্যাম
  • জির্ফোসে ৬৮০০ জিএস অথবা রাডিয়ন এক্স১৯০০ গ্রাফিক্স কার্ড
  • উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩ (৬৪বিট)
  • ডাইরেক্স এক্স ৯.০
  • ৯ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস

ভালোভাবে খেলতে হলেঃ

  • কোর আই ৩ প্রসেসর
  • ৪ গিগাবাইট র‌্যাম
  • জির্ফোস ৮৮০০ জিটি কিংবা রাডিয়ন এইচডি ৩৮৬০ গ্রাফিক্স কার্ড,
  • উইন্ডোজ সেভেন (৩২ বিট)
  • ডাইরেক্ট এক্স ১০
  • ৯ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস

সিরিজের প্রথম গেমটির ইভেন্টের পর, হক্স স্কোর্য়াডকে মিডল ইষ্টটে পাঠানো হয়, যেখানে হাই লেভেলের ভায়োলেন্স হচ্ছে। এছাড়াও টিমটিকে কিছু নিওক্লিয়ার অস্ত্রের গায়েব হয়ে যাওয়ার ঘটনাকেও তদন্ত করতে হবে।

গেমটির স্টোরিলাইন অনুযায়ী তুমি তিনটি গ্রুপকে কনট্রোল করতে পারবে মানে তাদের হয়ে খেলতে পারবে:

  • আমেরিকান গ্রুপ (এলেক্স হান্টার এর ভূমিকায়)
  • ব্রিটিশ গ্রুপ (কলিন মুনরো এর ভূমিকায়)
  • রাশিয়ান গ্রুপ (ডিমিট্রি সোকোভ এর ভূমিকায়)

এদের প্রতিটি গ্রুপের আলাদা করে নিজস্ব পাইলন এবং সাপোটিং চরিত্র রয়েছে। আর তাদের মধ্যে টম ক্ল্যান্সিসের অন্যান্য গেমসেরও চরিত্র থাকবে।

গেমটিতে তুমি অনেকগুলো বিমানে চড়ার সুযোগ পাবে। যেমন Harrier GR9, F-22 Raptor, A-10 Thunderbolt II, F-16 Fighting Falcon, Eurofighter Typhoon, F-35 Lighting II ইত্যাদি।

এসব বিমানের উপর পূর্ণ কন্ট্রোল পাবে। এছাড়াও নতুন ফিচার হিসেবে গেমটিতে যুক্ত হয়েছে AC-130 গানারে চড়ার সুবিধা।

হক্স ২ গেমটিতে নাইট-টাইম প্রিসিশন টারগেটেট বোম এবং Unmanned aerial vehicles ফিচার করবে। এগুলো স্টেলথ গেম-প্লেতে অনেক গুরুর্ত্ব রাখে। এছাড়াও গেমটির স্টোরিলাইনের ঠিক মধ্যবর্তীতে Aerial refueling ফিচার তোমাকে ‍মুগ্ধ করবে।

আর বিভিন্ন মিশনে অবস্থা বুঝে তোমাকে তোমার বিমানটিকে টেকিং অফ অথবা ল্যান্ডিংও করাতে হতে পারে।

গ্রাফিক্সের উন্নতির সাথে গেমটিতে যুক্ত হয়েছে নতুন ডেমেজ সিস্টেম। এছাড়াও শত্রুপক্ষের বুদ্ধি বা AI আরো জোরদার করা হয়েছে।

গেমটিতে একই সাথে চারজন বন্ধু মিলে কো-অপারেটিভ মোডে ক্যারিয়ার মিশনগুলো খেলতে পারো।

ডাউনলোডঃ

http://kickass.to/tom-clancy-s-hawx-2-scrin-eng-repack-t7107141.html

জ্ঞাতব্য:

  • গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
  • গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
  • গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।
  • গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
  • ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
  • সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
  • গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।

বর্তমানে গেমস জোন  লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:

গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আপনার এই টিউন গুলার উপরেরে এই লিস্ট গুলা না আনলে হয় না ? 😛