গেমস জোন [পর্ব-২৪২] :: MIRROR’s EDGE 2 (২০১৬) – প্রিভিউ

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

ভাই! তুমি প্রিভিউ এবং রিভিউ এর মধ্যে পার্থক্য বুঝো? বুঝলে প্রিভিউ টিউনে ডাউনলোড লিংক চেয়ে কমেন্ট করো কেন গো?

মিররস এডজ ২ একটি আপকামিং একশন-এডভেঞ্চার ভিডিও গেম। যেটি বর্তমানে নির্মাণ করছে EA Digital Illusions CE এবং গেমটি প্রকাশ করবে ইলেক্ট্রনিক আর্টস । গেমটি ২০১৬ সালে মুক্তির শিডিউল রয়েছে।

মিররস এডজ ২ গেমটি ২০০৯ সালের মিররস এডজ গেমটির “প্রিকুয়্যাল” হতে যাচ্ছে। গেমটিতে নায়িকা “ফেইথ” এর অতীতের জীবনী নিয়ে স্টোরিলাইন সাজানো হচ্ছে।

  • নির্মাতাঃ ইএ ডিজিটাল ইলুশনস সিই
  • প্রকাশ করবেঃ ইলেক্ট্রনিক আর্টস
  •  ডিজাইনারঃ সারা জ্যানসন
  • ইঞ্জিণঃ Frostbite 3
  • খেলা যাবেঃ পিসি, এক্সবক্স ওয়ান, প্লে-স্টেশন ৪
  •  মুক্তি পাচ্ছেঃ ২০১৬ সালে
  • ধরণঃ একশন-এডভেঞ্চার,ফার্স্ট পারসন
  • খেলার ধরণঃ সিঙ্গেল প্লেয়ার, কো-অপারেটিভ প্লেয়ার, মাল্টি-প্লেয়ার
  • ট্রেইলারঃ http://www.youtube.com/watch?v=s97B97dIpDQ

সিরিজের প্রথম গেমটির মুক্তির আগেই মিররস এডজ গেমটিকে সিরিজে রূপান্তরিত করা হবে সিদ্ধান্ত নেওয়া হয় গেমটির সিনিয়র প্রডিউসার এর দ্বারা। আর পরে জুন, ২০০৯ সালে গেমটির রিবুট আসছে বলে জানা যায়।

২০১১ সালের ফেব্রুয়ারী তে, “প্রোটোটাইপ” গেমটির সিকুয়্যালের জন্য মিররস এডজ ২ গেমটির নির্মাণ কাজ বন্ধ থাকে বেশ কিছুদিন।

সেপ্টেম্বর, ২০১২ সালের ইএ ঘোষণা দেয় প্লে-স্টেশন ৪ এবং এক্সবক্স ওয়ানের জন্য তারা আর কোনো ধরণের শুধু সিঙ্গেল-প্লেয়ার গেম বের করবে না। আর এর পরের মাসেই, নভেম্বর, ২০১২ সালে মিররস এডজ ২ গেমটির নির্মাণ কাজ পূণরায় শুরু হয়েছে এবং গেমটিতে ব্যবহার করা হচ্ছে ফ্রস্টবাইট ৩ গেম  ইঞ্জিণ।

আর সবশেষে জুন, ২০১৩ সালে ইএ এর ই৩ প্রি-শোতে মিররস এডজ অফিসিয়ালী এনাউন্স করা হয়।

নির্মাতা প্রতিষ্ঠান ডাইস এর আপকামিং অন্যান্য গেম (ম্যাশ ইফেক্ট ৪ এবং টম্ব রেইডার: ডেফিনিটিভ এডিশন) এর মতোই মিররস এডজ ২ গেমটিতে ব্যবহার করা হবে ফ্রস্টবাইট ৩ গেম ইঞ্জিণ।

মিররস এডজ ২ গেমটিতে নতুন হিসেবে থাকছে উন্নত গ্রাফিক্স, ওপেন ওর্য়াল্ড ফিচার, নতুন মোশন সিস্টেম সহ আরো অনেক কিছু। গেমটির মূল টার্গেট প্লাটফর্ম হচ্ছে মাইক্রোসফটের গেমিং কনসোল এক্সবক্স ওয়ান। এখন আমাদের মতো পিসি গেমাদের চিন্তার বিষয় হচ্ছে এক্সবক্স ওয়ান এবং প্লে-স্টেশন ৪ এর গেম কিভাবে পিসিতে পারফরমেন্স দিবে?? যেহেতু গেমটির প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ সংস্করণ আসছে না তাই পিসির জন্য গেমটি কি নতুন কোনো হুমকি নিয়ে আসবে কি??

ফিচারঃ

  • গেমটির টার্গেট প্ল্যাটফর্ম হচ্ছে এক্সবক্স ওয়ান, প্লে-স্টেশন ৩ এবং পিসি ও ম্যাক।
  • ডাইস দ্বারা নিশ্চিত যে, মিররস এডজ ২ হচ্ছে একটি রিবুট
  • এই রিবুটের মূল গোল হচ্ছে ওপেন ওর্য়াল্ড ফিচারের গেম উপহার দেওয়া যেখানে প্লেয়ার নিজের ইচ্ছামতো এক্সপ্লোর করতে পারবে
  • এই ওপেন ওর্য়াল্ড দুনিয়ার কিছু অংশ “always online” ফিচারের হবে। মানে হলো, এই সব ইভেন্টের জন্য নেট কানেক্টশন থাকা আবশ্যক।
  • এছাড়াও অন্যান্য নতুন মাল্টিপ্লেয়ার ও নতুন কো-অপারেটিভ মোড গেমটিতে যুক্ত করা হয়েছে।
  • গেমটিতে AI শত্রু হিসেবে থাকছে অনেক জন। এবং তাদের বুদ্ধি ও ক্ষমতাও বৃদ্ধি করা হয়েছে।
  • গেমটির গেম-প্লে মূলত কমবাট এবং স্টেলথ এর উপর নির্ভর করবে।
  • গেমটির প্লেয়ার চরিত্র ফেইথ এর কোনো অস্ত্র থাকবে না।
  • গেমটিতে এক বাটন কমবাই মুছে দেওয়া হয়েছে। যেমন চোখে গুতো
  • গেমটির নাম এখনও ঠিক নয়।

জ্ঞাতব্য:

  • গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
  • গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
  • গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।
  • গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
  • ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
  • সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
  • গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।

গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad

সময় পেলেই ঘুরে আসো গেমস জোনের ফোরাম থেকে : http://www.gamewala.ga / http://www.gamewala.cf / http://www.gamewala.ml  অথবা ডাইরেক্ট লিংক: http://www.gamewala.hostyd.com

ফোরামটি ডাইরেক্ট লিংক দিয়ে সাজানো হয়েছে। এখানে এলে আর হন্য হয়ে নেটে গেমসের ডাইরেক্ট লিংক খুঁজতে হবে না তোমায়!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Your post is nice thanks,one request…can u give me crack for “city car driving 1.3.1”?i have searched a lot but never found it. http://www.citycardriving.com