গেমস জোন [পর্ব-২৪৩] :: Need For Speed Rivals (walkthrough) – রেসার ক্যারিয়ার

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

হুম! রাইভালস জ্বরে ভুগছে যখন রেসাররা তখনই নিয়ে এলাম গেমটির বাংলা গাইড। গাইডটিকে আমি চারটি খন্ডে বিভক্ত করেছি। প্রথম খন্ডে কিছু বেসিক কথা বার্তা হবে, দ্বিতীয় খন্ডে রেসার মোড নিয়ে কথা হবে, তৃতীয় খন্ডে পুলিশ মোড নিয়ে কথা হবে আর শেষ খন্ডে মাল্টিপ্লেয়ার এবং অন্যান্য এচিভমেন্ট নিয়ে আলোচনা হবে।

রাইভালস এর গাইড টিকে টিউন হিসেবে দুটি খন্ডে খন্ডিত করেছি। আজ তার প্রথম খন্ড নিয়ে আমি গেমওয়ালা চলে এলাম চলো শুরু করা যাক!!

নিড ফর স্পিড রাইভালস হচ্ছে রেসিং গেম জগতে সবচেয়ে পপুলার সিরিজ নিড ফর স্পিড এর লেটেস্ট সংস্করণ। চলো গেমটির কিছু বেসিক জিনিস জেনে নেই।

Navigating through the game world

রাইভালস গেমটির গেম-প্লের মূল এরিয়া হচ্ছে রেডভিউ শহরটির বিশাল এরিয়াগুলো। এবং মজার কথা হলো এই সর্ম্পূণ এরিয়াটিই আনলক করা থাকবে প্রথম থেকে। তাই গেমটির শুরুতেই পুরো শহরটিকে নিজের হাতের নাগালে পাচ্ছো তুমি।

তবে সমস্ত রেস বা ইভেন্ট গুলো শুরুতেই আনলক করা থাকবে না। তোমাকে ক্যারিয়অরে খেলে খেলে গেমটিতে এগিয়ে যেতে হবে।

আর এরই সাথে শহরের সকল হাইডআউট (রেসার) এবং মোবাইল কমান্ড পোষ্ট (পুলিশ) এরিয়াগুলো আনলক থাকবে। তাই তোমাকে আবার কষ্ট করে করে একটি একটি করে খুঁজতে হবে না।

আর এক জায়গা হতে অন্য জায়গায় ভ্রমণের জন্য তুমি গেমটির জিপিএস এর সাহায্য নিতে পারো। উল্লেখ্য যে, স্ট্রিমে খেলার সময় জিপিএস কাজ করবে না।

How does the game world work?

গেমটির একটি ইউনিক ফিচার হচ্ছে, গেমটি বন্ধ করে দিলেও গেমটির ইন-গেম ওয়ার্ল্ড টাইম কিন্তু চলতেই থাকে। আর এরই জন্য গেমটির সিঙ্গেল প্লেয়ার ও মাল্টিপ্লেয়ার মোড সবসময় একে অপরের সাথে কানেক্টেট থাকে। কারণ প্রতি বার গেমটি খেলার সময় নেট কানেক্টশন থাকা লাগে (অরিজিনাল সংস্করণের জন্য)

আর তাই রেসে কিংবা যখন পুলিশ ধাওয়া করবে তখন গেমটি Pause না করাই উত্তম।

Nitro (nitrous oxide)

পুলিশ কিংবা রেসার, যেই ধাঁচেই গেমটি তুমি খেলো না কেন তুমি তোমার গাড়িতে পাচ্ছো নাইট্রো। যেটির মাধ্যমে কিছুক্ষণের জন্য তোমার গাড়ির স্পিড বেড়ে যাবে। সকল রেসার এবং পুলিশ গাড়িতে ডিফল্ট ভাবে নাইট্রো ইন্সটল দেওয়া থাকে, এবং তোমাকে আলাদা করে টাকা পয়সা খরচ করে এটি ইন্সটল করতে হবে না। তবেঃ

> রেসার মোডে খেলার সময় নাইট্রো বার ফিল আপ করার জন্য তোমাকে কিছু বিপদজনক মুভমেন্ট নিতে হয়। যেমন উচ্চ জায়গা হতে লাফ দেওয়া, বিপদজনক ওভারটেক, ট্রাফিকের উল্টো দিকে চলা ইত্যাদি।

> পুলিশ মোডে নাইট্রো বার নিজে নিজেই ফিল আপ হবে যখন তুমি নাইট্রো ব্যবহার করবে না।

তবে রেসারদের জন্য বোনাস হিসেবে রয়েছো টার্বো!! যেটি নাইট্রো থেকে স্বাধীন এবং শক্তিশালীভাবে কাজ করে।

Vehicle damages and its repairs

নিড ফর স্পিড রাইভালস এর সকল গাড়ি সর্ম্পূণ ভাবে ধ্বংসযোগ্য নয় তবে এর উল্টোও নয়। যখন তুমি তোমার গাড়িটি অন্য গাড়িতে জোরে ধাক্কা খাবে অথবা রাস্তার শক্ত কোনো অবজেক্টে ক্র্যাশ খাবে তখন কিছুক্ষণের জন্য তোমার গাড়িটি বোম!!! . . .

এগুলো তুমি গাড়ির Durability তে পাবে। এটা আপগ্রেড করে গাড়ির ডেমেজ সহ্য করার ক্ষমতা বাড়িয়ে নিতে পারো। তবে উল্লেখ্য যে, রেসার গাড়ির চেয়ে পুলিশ গাড়ির Durability এমনিতেই বেশি।

গাড়ির ডেমেজ কতটুকু হয়েছে তা তুমি বুঝতে পারবে পর্দার উপরের ডানের  স্পিডপয়েন্টের পাশে। এটাকে এর্নাজি বার বলা হয়।

এর্নাজি বার রিফিল করার জন্য শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা রিপেয়ার শপে পয়েন্টের বিনিয়মে রিপেয়ার করে নিতে পারো এবং অনেক আপগ্রেড কিনতে পারো। এবং রেস কিংবা পুলিশ ধাওয়ার মাঝেও রিপেয়ার শপে প্রবেশ করতে পারবে তুমি। আর রিপেয়ার শপে প্রবেশ সর্ম্পূণ ভাবে ফ্রি।

Choosing career mode

গেমটি প্রথম বার চালু করলে শুরুতেই তোমার কাছে গেমটি জানতে চাইবে তুমি কোন মোডে আগে খেলতে চাও। তবে আমি এগুলো নির্বাচন করতে বলবো না। আগে তুমি গেমটির Prologue খেলো। এরপর চয়েস করো। ‍

নিড ফর স্পিড সিরিজের যদি তুমি নতুন হওউ তাহলে আমি সাজেস্ট করবো প্রথমে পুলিশ মোডে খেলো। এতে নিড ফর স্পিড রাইভালস এর গেম-প্লে সর্ম্পকে তোমার অনেকটা ধারণা হয়ে যাবে।

Racer career

রেসার ক্যারিয়ারের মূল অবজেক্টটিভ হচ্ছে বিভিন্ন ধরণের এবং ধাঁচের রেসে এবং এক্টিভিটিসে অংশগ্রহণ করা। আর এগুলো করতে গিয়ে তোমার সাথে অবশ্যই শহরে দায়িত্বরত পুলিশ মামার সাথে সংর্ঘষ হবেই।

প্রতিটি রেসে এবং ইভেন্টে তুমি স্পিডপয়েন্ট সংগ্রহ করতে পারবে। আর গেমটিতে টাকা নেই, রয়েছে এই স্পিডপয়েন্ট। এর সাহায্যে তুমি গাড়ি কিনতে, আপগ্রেড করতে, ডেমেজ রিপেয়ার ইত্যাদি করতে পারবে।

Earning SpeedPoints

নিড ফর স্পিড রাইভালসে তুমি টাকা ব্যবহার করতে পারবে না তবে ব্যবহার করতে পারবে স্পিডপয়েন্টস। এই পয়েন্টসগুলো তোমাকে দেওয়া হবে তখনই যখন তুমি কোনো রেসে কিংবা ইভেন্টে জয় অর্জন করবে। এছাড়াও মাল্টিপ্লেয়ারে one-on-one, শত্রুদের গাড়ি ধ্বংস করে, বিভিন্ন রের্কড ভেঙ্গে এবং বিপদজনক মুভমেন্ট করেও স্পিডপয়েন্ট অর্জন করা যাবে।

রেসার মোডে খেলার সময় স্পিডপয়েন্ট অর্জন করতে করতে এগুলোর গুণ হবে। যেমন পর্দায় ১ গুণ দিয়ে স্পিডপয়েন্ট শুরু হবে। আর কোনো ক্র্যাশ এবং রাস্তার বাহিরে না গেলে এই গুণ টি ৫ গুণে গিয়ে দাড়াবে। তখন দ্রুতই পয়েন্ট পেতে থাকবে।

তবে উল্লেখ্য যে, যত গুণ বাড়বে তত পুলিশের আর্কষণ  এবং ধাওয়া বাড়বে। আর একবার গ্রেফতার হলে অর্জিত সকল পয়েন্ট জলে যাবে! হাহাহা! তাই সাবধান!

Losing Cops

নিড ফর স্পিড রাইভালসে পুলিশ মামারা খুবই দক্ষ রেসারদের গ্রেফতার করতে! তবে পুলিশ এর একশন তাদের পারসূট লেভেলের মধ্যে সীমাবদ্ধ।

সবচেয়ে বেশি এটা মনে রাখতে হবে যে, হাই স্পিডে পুলিশ গাড়ির সাথে ধাক্কা খাওয়া চলবে না। এতে উল্টো তোমার গাড়ির অনেক ক্ষতি হবে।

Spending points

রেসার হলে খেলার সময় অর্জিত স্পিডপয়েন্টস গুলো তুমি নিজের প্রধান তিনটি ক্ষেত্রে খরচ করতে পারবেঃ

  •  নতুন গাড়ি কেনাঃ র‌্যাঙ্ক বাড়িয়ে গাড়িসমূহ আনলক করা যাবে। আর আনলককৃত গাড়িগুলো নির্দিষ্ট স্পিডপয়েন্টস এর মাধ্যমে খরিদ করা যাবে।
  •  গাড়ির আপগ্রেডঃ খরিদকৃত গাড়িগুলোর পারফরমেন্স এবং ভিজুয়্যাল স্টাইলিং করার জন্যও স্পিডপয়েন্টস দরকার।
  •  পারসূট টেকঃ বিভিন্ন কুল গেজেট কেনার জন্যও স্পিডপয়েন্ট দরকার। গেমটিতে রেসার মোডে কি কি গেজেট কেনা যাবে তা নিজে দেওয়া আছে।

Events

রেসঃ

এগুলো হলো সাধারণ রেস। এদের বেশ কিছু নিয়মরীতি রয়েছে। যেমন জিততে হলে শেষ লাইনে সবার আগে যেতে হবে। সবচেয়ে সহজ রেসে তোমার প্রতিপক্ষ হিসেবে থাকবে তিনটি গাড়ি আর ডিফিকাল্টি যত বাড়বে তত প্রতিপক্ষের সংখ্যাও বাড়বে এবং স্পিডপয়েন্টস এর পরিমাণও বেশি থাকবে। আর হঠাৎ পুলিশ মামার দেখাও পেতে পারো যেকোনো রেসে!

টাইম ট্রায়ালসঃ

টাইম ট্রায়ালসে তোমার প্রতিপক্ষ হিসেবে কেউ থাকবে না শুধু সময় ছাড়া! এখানে তোমার লক্ষ্য হলো শেষ লাইনে যত দ্রুত সম্ভব পৌছানো। আর সাথে তো পুলিশ আছেই! এই সব ইভেন্টে ভাল রেজাল্ট পেতে হলে গাড়ি স্মুথলি চালিয়ে যেতে হবে এবং যতটা সম্ভব ক্র্যাশ এড়িয়ে যেতে হবে।

হট পারসূটঃ

নরমাল রেসের মতোই নিয়মনীতি তবে হট পারসূট রেসে পুলিশ অবশ্যই আসবে এবং অতিরিক্ত পরিমাণে আসবে। যেখানে নরমাল রেসে পুলিশ আসতেও পারে আবার নাও থাকতে পারে।

ইন্টারসেপ্টরসঃ

নতুন ধরনের রেস এটি। যদিও আন্ডারকভার (২০০৮) গেমটিতে এটির প্রথম ব্যবহার দেখা যায়। নিদিষ্ট টাইম দেওয়া থাকবে এবং এই টাইমের ভিতর পুলিশের পেছন হতে বেরিয়ে আসতে হবে। আর এই ধরণের রেসে হাই ফাই গাড়ি নেওয়া আবশ্যক কারণ এই ধরণের রেসে পুলিশের বেষ্ট ড্রাইভাররা থাকবে তোমাকে ক্যাচ করতে।

আর এই ইভেন্টে ভালো ফলাফল পেতে হলে তোমার গাড়িতে উন্নত এবং সঠিক পারসুট টেকনোলজি ইন্সটল করা থাকতে হবে।

Head to Head Races

হেড টু হেড রেসগুলো ম্যাপে সরাসরি দেওয়া বা উল্লেখ থাকবে না। ‍যেমনটি আন্ডারগ্রাউন্ড ২ গেমটিতে ছিল তবে এখানে অন্যান্য গাড়ির সাথে নেটের মাধ্যমেও হেড টু হেড রেস খেলতে পারবে তুমি তোমার বন্ধুর বিপক্ষে।

Other activities

Speed Cameras

স্পিড ক্যামেরাগুলো গেমটির শুরু থেকেই আনলক করা থাকবে তাই তোমাকে আলাদা করে খুঁজতে হবে। না। স্পিড ক্যামেরাগুলোর মধ্যে দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যেতে হবে তোমায়। আর ভাগ্য ভালো থাকলে স্পিড Record তুমি ভেঙ্গে দিতে পারো এবং নির্দিষ্ট পরিমাণে স্পিডপয়েন্ট সংগ্রহ করতে পারো এখানে ভালো ফলাফল পেতে হলে টার্বো এবং নাইট্রোর সাহায্যে দ্রুত গতিতে তুলতে পারো তোমার গাড়িকে।

Jumps

জাম্প লোকেশনও গেমটির শুরু থেকে আনলক হয়ে থাকবে। জাম্প লোকেশনে দিয়ে বিভিন্ন সাইজের জাম্প দেওয়া যাবে। আর পুলিশের ধাওয়া থেকেও মুক্ত হওয়া যাবে আর স্পিডপয়েন্টও পাওয়া যাবে।

Career progress

Basics of the career mode

রেসার ক্যারিয়ার মোডটি কয়েকটি চ্যাপ্টারে বিভক্ত রয়েছে। তুমি যদি পরবর্তী চ্যাপ্টারে যেতে চাও তাহলে তোমাকে কিছু টাস্ক পূরণ করতে হবে।

রেসারের প্রোলগ খেলার পর গেমটি তোমাকে তোমার নিজস্ব স্বাধীনতা দিবে টাস্ক বেছে নেওয়ার জন্য। এ জন্য তুমি ক) রেসে অংশগ্রহন করতে পারো, খ) পারসূট তে পুলিশের বিপক্ষে খেলতে পারো এবং গ) ড্রাইভ করতে ফ্রি রোমে।

প্রোলগঃ

প্রোলগে সকল টাস্ক খুবই সহজ এবং এগুলো টিউটোরিয়ালের একটি অংশ। এখানে তোমাকে পুলিশের ধাওয়া হতে বাঁচার উপায় শিখানো হবে, চারটি রেস ইভেন্টের মধ্যে একটি খেলবে এবং একটি হেড-টু-হেড রেসে অংশগ্রহণ করতে হবে।

স্পিডলিষ্ট লেভেল ১:

১ নং লেভেলে রেস এবং পারসূট ইভেন্টগুলো সহজেই এবং দ্রুত কমপ্লিট করা যায় কারণ এই লেভেলের ইভেন্টগুলোতে At least ব্রোঞ্জ মেডাল পেতে হবে তোমাকে। এছাড়াও নির্দিষ্ট পরিমাণে ড্রিফট পয়েন্টও সংগ্রহ করতে হবে।

স্পিডলিষ্ট লেভেল ২:

এই লেভেলে নতুন টাস্ক হলো শত্রুর গাড়িকে পিছন হতে এবং সাইড হতে ধাক্কা মারতে হবে এবং ক্ষতিগ্রস্থ করতে হবে।

স্পিডলিষ্ট লেভেল ৩:

এই লেভেলেই প্রথম তোমাকে পারসূট টেকনোলজির সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে।

স্পিডলিষ্ট লেভেল ৪:

এই লেভেলের ইভেন্টগুলোতে তোমাকে At Least সিলভার মেডেল সংগ্রহ করতে হবে। তাই তোমার সাথে সুট করবে এমন ইভেন্টগুলোই বেছে নেওয়া উত্তম। আর এই লেভেলে টার্বোর ব্যবহার করা দরকার।

স্পিডলিষ্ট লেভেল ৫:

এই লেভেলে পুলিশ মামার সাথে লাগতে পারে তোমার। এর চ্যালেঞ্জ হিসেবে পাচ্ছো হাইওয়ের হাই স্পিড চ্যালেঞ্জ

স্পিডলিষ্ট লেভেল ৬:

এই লেভেলের তিনটি লিষ্টেই তোমাকে একটি পুলিশ গাড়িতে ধ্বংস করতে হবে। এর জন্য যেকোনো অফেনসিভ টেকনো ব্যবহার করতে পারো তুমি।

স্পিডলিষ্ট লেভেল ৭:

একটি র্দীঘ সময়ের পুলিশ পারসূট সহ মিডিয়াম ডিফিকাল্টির ইভেন্ট থাকছে এই লেভেলে।

স্পিডলিষ্ট লেভেল ৮:

এই লেভেলে স্পিডপয়েন্ট এর উপর জোড় দেওয়া হয়েছে। মানে এবার তোমাকে উচ্চমানের স্পিডপয়েন্টস সংগ্রহ করতে হবে। আর চ্যালেঞ্জ হিসেবে কমপ্লিট করতে হবে লং জাম্প। তাই সঠিক জাম্প লোকেশন খুঁজে বের করো।

স্পিডলিষ্ট লেভেল ৯:

তেমন নতুন কিছু নেই এই লেভেলে। পুলিশের কাছে গ্রেফতার না হয়ে খেলতে থাকো।

স্পিডলিষ্ট লেভেল ১০:

এই লেভেলের সকল ইভেন্টে তোমায় হট পারসূট এবং ইন্টারসেপ্টর লেভেলে জিততে হবে।

স্পিডলিষ্ট লেভেল ১১:

এই লেভেলে তোমাকে সঠিক সময়ে সঠিক পরিমাণে নাইট্রো এবং টার্বো ব্যবহার শিখতে হবে।

স্পিডলিষ্ট লেভেল ১২:

এই লেভেলটি পূরণ করতে সময় লাগবে একটু বেশি কারণ এই লেভেলে কোনো রেস বা পারসূট ইভেন্ট নেই।

স্পিডলিষ্ট লেভেল ১৩:

এই লেভেলেই তোমাকে কঠিন শত্রুর সাথে খেলতে হবে এবং হেড-টু-হেড রেস কমপ্লিট করতে হবে পরবর্তী লেভেলে যাবার জন্য।

স্পিডলিষ্ট লেভেল ১৪:

এই লেভেলে মোটমাট মিলিয়ে তোমাকে ১০০০০০০ পয়েন্ট সংগ্রহ করতে হবে।

স্পিডলিষ্ট লেভেল ১৫:

সুপার হার্ড শত্রুদের বিপক্ষে তোমাকে জিতে যেতে হবে এই লেভেলে। আর পুলিশের ৬ষ্ঠ ধাপ এই লেভেলেই আসবে।

স্পিডলিষ্ট লেভেল ১৬:

হাহাহা! এই লেভেলে পুলিশেরা Koenigsegg Agera R গাড়িটি ব্যবহার করতে তোমার বিরুদ্ধে। এই গাড়িতে শক র‌্যাম এবং স্ট্রিম টেকনোলজি আছে যা তোমার জন্য বিপদজনক।

স্পিডলিষ্ট লেভেল ১৭:

এই লেভেলে দুটি কঠিন কাজ করতে হবে তোমায়। প্রথমটি হচ্চে গাড়ির সর্বোচ্চ হাই স্পিডে অন্তত ৫ সেকেন্ড চালাতে হবে এবং মোট ১,৫০০০০ পয়েন্ট সংগ্রহ করতে হবে এই লেভেল থেকে।

স্পিডলিষ্ট লেভেল ১৮:

দুটি কঠিন ইভেন্ট জিতে তুমি পরবর্তী লেভেলে যেতে পারবে। উল্লেখ্য যে পুলিশে ৭তম ধাপ পাবে এই এরিয়ায়

স্পিডলিষ্ট লেভেল ১৯:৩

এখানের প্রতি লিষ্টে ৫টি করে টাস্ক রয়েছে। মানে মোট ১৫টি টাস্ক কমপ্লিট করতে ঘন্টা লেগে যেতে পারে তোমার।

স্পিডলিষ্ট লেভেল ২০:

রেসার ক্যারিয়ারের সর্বোচ্চ লেভেল এটি। এখানে রয়েছে সবচেয়ে বড় এবং র্দীঘ রেস যেটি নিড ফর স্পিডের আগের গেমসগুলোতে হয়ে এসেছে। রেসার ক্যারিয়ারের সকল গাড়ি আনলক করা হয়েছে এখন শুধুই রেস করতে হবে!

Rules on unlocking cars

গেমটির রেসার ক্যারিয়ারের শুরুতে তোমার কাছে শুধু Porsche Cayman S গাড়িটি আনলক করা থাকবে। তোমার র‌্যাঙ্ক যত বাড়বে ততই গাড়ি আনলক হতে থাকবে। তবে গেমটির Maserati GT MC Stradale গাড়িটি আনলক করতে হলে গেমটির অনলাইন ফিচারে খেলতে হবে।

গাড়ির লিষ্টঃ

নিচের রেসার ক্যারিয়ারের সকল আনলক করা যাবে এমন গাড়ির লিষ্ট দেওয়া হলো। এছাড়াও নেট থেকে আরো বহু গাড়ি গেমটিতে ইন্সটল করে নিতে পারো।

জ্ঞাতব্য:

  • গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
  • গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
  • গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।
  • গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
  • ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
  • সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
  • গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।

গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad

সময় পেলেই ঘুরে আসো গেমস জোনের ফোরাম থেকে : http://www.gamewala.ga / http://www.gamewala.cf / http://www.gamewala.ml  অথবা ডাইরেক্ট লিংক: http://www.gamewala.hostyd.com

ফোরামটি ডাইরেক্ট লিংক দিয়ে সাজানো হয়েছে। এখানে এলে আর হন্য হয়ে নেটে গেমসের ডাইরেক্ট লিংক খুঁজতে হবে না তোমায়!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস