গেমস জোন [পর্ব-২৬৩] :: Murdered: Soul Suspect (২০১৪)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

যখন আমি প্রথম গেমটির সম্পর্কে জানলাম তখন আমার কাছে গেমটি অন্যরকম হবে বলে মনে হয়েছিল। কারণ গেমটি থিম ছিলো খুব ইন্টারেস্টিং এবং খুব ডিফারেন্ট অনান্য গেমসগুলোর থেকে। মানে হলো ভূত হয়ে নিজের খুনের তদন্ত করা!! আর আরেকটি কথা হলো গেমটি প্রকাশ করবে স্কোয়ার ইনিক্স, আর তাদের প্রকাশিত প্রায় প্রত্যেকটি গেমসের গ্রাফিক্স সেই রকম হয় (যেমন Tomb Raider বা Just Cause 2 ইত্যাদি)।

গেমটিতে তুমি মানে প্লেয়ার চরিত্রকে একজন সিরিয়াল কিলার হত্যা বা খুন করে ফেলে। আর এর পর তুমি ভূত হয়ে তোমার খুনের তদন্ত করবে .. . .  নিজের আত্মার শান্তির জন্য!! আর গেমটিতে তদন্ত সিস্টেম খুবই মজার এবং স্টোরিলাইনটাও ইন্টারেস্টিং!

তদন্ত সিস্টেমটি L.A Noire গেমটির প্রায় কাছাকাছিই! যেমন তথ্য খোঁজা, নাগরিকদের সাহায্য করা, কেস সলভ করা ইত্যাদি! অবশ্য এগুলো গেমটিতে ভূত হয়ে করতে হবে!! হাহাহাহা!

কিন্তু গেমটি মুক্তির পর খেলে দেখলার যে, গেমটির গ্রাফিক্স আমাকে হতাশ করেছে!! :(কারণ স্কোয়ার ইনিক্সের কাছ থেকে আমি আরো কিছু আশা করছিলাম! তবে গ্রাফিক্স বাদে গেমটির বাকি সব কিছুই মজার এবং গেমটি কিনে খেলার যোগ্য! যেহেতু আমরা পাইরেটেড গেম ক্রয় করি!!

Murdered: Soul Suspect একটি থার্ড পারসন থ্রিলার ভিডিও গেম নির্মাণ করেছে এয়ারটাইট গেমস এবং প্রকাশ করেছে স্কোয়ার ইনিক্স। গেমটি জুন মাসের প্রথম দিকে বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হয়। গেমটির পটভূমি সেট করা হয়েছে Salem, Massachusetts শহরে। এটি একটি হন্টেট টাউন।!!!

নির্মাতাঃ

স্কোয়ার ইনিক্স কো লিমিটেড

এবং

এয়ারটাইট গেমস

প্রকাশ করেছে:

স্কোয়ার ইনিক্স

খেলা যাবেঃ

মাইক্রোসফট উইন্ডোজ,

প্লে-স্টেশন ৩,

প্লে-স্টেশন ৪,

এক্সবক্স ৩৬০ এবং

এক্সবক্স ওয়ান গেমস কনসোলে

মুক্তি পেয়েছেঃ

জুন, ২০১৪ সালে

ধরণঃ

থ্রিলার,

থার্ড পারসন

খেলার ধরণঃ

সিঙ্গেল প্লেয়ার

সিস্টেম রিকোয়ারমেন্টসঃ

মিনিমামঃ

কোর ২ ডুয়ো ৩ গিগাহার্জ গতির প্রসেসর,

রাডিয়ন এইচডি ৫৪৫০ বা জিফোর্স জিটিএস ২৫০ গ্রাফিক্স কার্ড.

৪ গিগাবাইট র‌্যাম,

ডাইরেক্ট এক্স ৯,

২০ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস

গেমটির শুরুতেই গেমটির প্লেয়ার চরিত্র রোনান ও’করনোর কে খুন করে একজন সিরিয়াল কিলার। আর এরপর রোনান ভূত হয়ে যায় এবং তার নিজের খুনের তদন্ত শুরু করে!

বাহ দুই লাইনে গেমটির কাহিনী শেষ! এই টাইপের গেমসগুলোতে প্লেয়ার চরিত্রকে immortal এর মতো শক্তি দেওয়া হয়। কিন্তু Murdered: Soul Suspect গেমটিতে এই আত্মাধ্যিক বিষয়কে ড্রামাতে পরিণত করা হয়েছে এবং এটাই গেমটির মূল বৈশিষ্ট্য।

আর তা করতে গিয়ে গেমটিতে এমন ভাবেই বানানো হয়েছে যে, গেমটি খেলার সময় মনে হবে যে তুমি হলিউডের কোনো ভৌতিক ছবি দেখছো! মানে গেমটিতে রয়েছে অনেকগুলো সিনেমাটিক কাটসিনস।

আর যেহেতু নিজের খুনের তদন্ত করতে হবে তাই গেমটি একটু ইন্টারেস্টি। তবে গেমটির সিঙ্গেল প্লেয়ার ক্যাম্পেইন খুবই ছোট!! আসলে ইদানিংকার গেমস গুলো সাইজে বড় হয়ে যাচ্ছে এবং কাহিনীতে ছোট হয়ে আসছে।

আর Murdered: Soul Suspect গেমটিতে কোন ধাঁচের ক্যাটাগরিতে ফেলবো তা নিয়ে একটু চিন্তুায় আছি। তবে ধরা যাক এটি একটি এডভেঞ্চার গেম। আবার গেমটিতে ভূত টুত থাকায় গেমটি থ্রিলার ধাঁচও সার্পোট করে। তাই Murdered: Soul Suspect গেমটিতে থ্রিলার এডভেঞ্চার উপাধী দেওয়া যেতে পারে!

Murdered: Soul Suspect গেমটিতে L.A Noire, Heavy Rain এবং Kain: Soul Reaver এই তিন গেমের সংমিশ্রণ রয়েছে। তবে গেমটিতে রোনানের তদন্ত খেলে বুঝা যায় যে গেমটিতে কিছুটা হলেও ইউনিক ফিচার রয়েছে।

তবে গেমটিতে রয়েছে পরিবেশ বিষয়ক বিভিন্ন পাজল। যা কমপ্লিট করে স্টোরিলাইনে আগানো যায়। আর রোনান ভূত হলেও তার কিছু বৈশিষ্ট্য এবং এবিলিটি রয়েছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে রোনান গেমটির অধিকাংশ মানুষদের কাছে অদৃশ্য!! রোনান যেকোনো ফিজিক্যাল অবজেক্ট যেমন ওয়াল বা ফার্নিচারের মধ্য দিয়ে আসা-যাওয়া করতে পারে। এছাড়াও গেমটির মানুষদের মনের খেয়ালগুলোও তুমি মানে রোনান জানতে পারে!!

তবে যেমন ভূত হয়ে তুমি গেমের মানুষদের মনের পরিকল্পনা জানতে পারে ঠিক সেইভাবেই কোনো তদন্তের পেপার কিন্তু তুমি হাতে নিতে পারবে না। কারণ ‍তুমি ভূত!! আর আরেকটি কথা, গেমটির বিড়ালকে তুমি বশে আনতে পারো! হাহাহা!

গেমটির গেম-প্লে কে কয়েকটি ভাগে ভাগ করা যায়। প্রথমত, গেমটিতে তুমি ফ্রি ভাবে হাঁটাচলা করতে পারবে! রোনানা হলো ভূত এবং তার কোনো পরিশ্রম হয় না এগুলো করতে!

আর আরেকটি হচ্ছে, Hell থেকে মাঝে মাঝে ডিমন আসবে তোমাকে ধরতে! পরিস্কার করে বলতে গেলে, কোনো দেয়াল ভেদ করে যাবার সময় দেয়াল থেকে “Wall-Demon” এর ছাই রংয়ের হাত তোমাকে ধরতে আসবে, জাহান্নামে নিয়ে যাবার জন্য!!

আর গেমটিতে কিছু দেয়াল আছে “Dusk Objects” হিসেবে। যাদের ভিতর দিয়ে তুমি পাস করে যেতে পারবে না।

শেষ মেষ একটা কথাই বলা যায়, গেমটির স্টেলথ ভাবে খেলতে মজা! সো, Murdered: Soul Suspect এ বছরের আরেকটি স্টেলথ থ্রিলার কাম এডভেঞ্জার গেম!

ডাউনলোডঃ

http://kickass.to/murdered-soul-suspect-r-g-mechanics-t9183780.html

জ্ঞাতব্য:

> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।

> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই

> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।

> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।

> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।

> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।

> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।

> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad

> সময় পেলেই ঘুরে আসো গেমস জোনের  সাইট থেকে : http://www.gamewala.net

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অসাধারন।সুন্দর পোষ্ট করার জন্য ধন্যবাদ।