Unity3D গেম ডেভলপমেন্ট টিউটোরিয়াল [পর্ব-০১] :: ইন্টারফেস পরিচিতি

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আসসালামু আলাইকুম।

ক্রমশ প্রযুক্তির বিকাশে সবুজ শ্যামল বাংলায়ও এসে পড়েছে প্রযুক্তির ছাপ। এদেশের মানুষ এখন প্রযুক্তির অনেক শাখায়ই গর্বের সাথে বিচরণ করছে। ইতিমধ্যেই আমাদের দেশে ছোট পরিসরে বেশকিছু টুডি ও থ্রিডি গেমও তৈরী হয়েছে। কিন্তু লোকবলের অভাবে এখনও আমাদের দেশে কোন বড় পরিসরে গেম তৈরী হয়নি। সে দিকে লক্ষ্য করেই লোকবল বৃদ্ধির লক্ষ্যে বিএফএক্স বিডি শুরু করেছে ধারাবাহিক থ্রিডি গেম ডেভলমপেন্ট এর উপর বাংলায় টিউটোরিয়াল। আশা করি বাংলাভাষী গেম ডেভলপমেন্টে আগ্রহীরা এতে সাড়া দিবেন।

Unity 3D কী?

গেম তৈরীর জন্যই প্রথমে আমাদের একটা ভিত্তি গড়ে নিতে হবে। এটাকে  কাজের পরিবেশও বলা যেতে পারে। গেম তৈরীতে আপনাকে কাজের পরিবেশ সৃষ্টি করে দেবে যে সফটওয়্যার তাকে বলে "গেম ইঞ্জিন"। আর Unity 3D হচ্ছে এমনই একটি থ্রিড গেম ইঞ্জিন।

কেন Unity 3D?

  • বিল্টইন বেসিক মডেলিং টুল
  • শক্তিশালী টেরিয়ান ম্যাকার
  • সহজবোধ্য ইন্টারফেস
  • মাল্টি প্লাটফর্ম এক্সপোর্ট সিস্টেম
  • একাধিক প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সাপোর্ট
  • এছাড়া আরও প্রচুর ফিচার......................

আজকের টিউটোরিয়ালে আমরা Uniy 3D এর ইন্টারফেস এর সাথে পরিচিত হব এবং কিছু বেসিক সেটিংস দেখব।

তো চলুন শুরু করি থ্রিডি গেম ডেভলপমেন্ট এর জগৎ এ পথচলা.............

ইন্টারফেস পরিচিতি - প্রথম অংশ

ইন্টারফেস পরিচিতি - দ্বিতীয় অংশ

টিউটোরিয়াল বুঝতে কোন সমস্যা হলে অবশ্যই আমাকে ফেসবুকে অথবা ভিএফএক্স ফোরামে জানাবেন।

Level 0

আমি জাবেদ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tnx. carry on.

ধন্যবাদ টিউনের জন্য।