অসাধারন একটি গেম – বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

ভিনগ্রহবাসী বা মহাকাশ সম্পর্কে তো অনেক গেম পাওয়া যায় কিন্তু তাদের বেশিরভাগই হচ্ছে শূটিং, অ্যাকশন বা স্ট্র্যাটেজি গেম। মহাকাশ নিয়ে অ্যাডভেঞ্চার গেমের সংখ্যা কম। তাও যেগুলো আছে সেসব গেমের কাহিনী একই ধাঁচের। সেদিক থেকে আজকের আলোচ্য বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল গেমটি অসাধারণ একটি অ্যাডভেঞ্চার গেম, যাতে রয়েছে অ্যাকশন, রেসিং, শূটিং, পাজল সবধরনের গেমের মজা। গেমের কাহিনী খুবই নতুন ধাঁচের ও গেমপ্লেতেও রয়েছে দারুণ ব্যতিক্রমী ছাপ। গেমটি খেলার সময় উপলব্ধি করবেন এর নতুনত্বের ছোঁয়া ও উপভোগ করবেন মহাশূন্যে অভিযানের দারুণ এক অভিজ্ঞতা। গেমটি পাবলিশ ও ডেভেলপ করেছে বিখ্যাত গেম নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফট। গেমটি পিসির জন্য ডেভেলপ করেছে ইউবিসফট মিলান ২০০৩ সালের নভেম্বরে। গেমটির ডিজাইনার হচ্ছেন ইউবিসফটে কর্মরত ফ্রান্সের গেম ডিজাইনার Michel Ancel। তিনি তার বানানো রেম্যান গেম সিরিজের জন্য বেশি আলোচিত হয়েছেন।

beyondgoodevil

বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল গেমের পটভূমি পৃথিবীর কোনো স্থান নয় এই গেমের পটভূমি হচ্ছে হিলি নামের কাল্পনিক এক গ্রহ, যেখানে মানুষ, রোবট, এলিয়েন ও এনথ্রোপোমরফিক প্রাণী (মানুষের মতো হাত-পাওয়ালা কিন্তু শুধু মাথা জন্তুর আদলে তৈরি) একসাথে বসবাস করে। ভিনগ্রহ হলেও গেমে গ্রহটিকে অত্যাধুনিক হিসেবে দেখানো হয়নি, বরং পুরনো ধাঁচের যান্ত্রিক হিসেবে দেখানো হয়েছে। কিন্তু গেমের প্রথম থেকেই দেখা যাবে গ্রহটিকে DomZ নামের খুবই শক্তিশালী ও অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এলিয়েনরা দখল করে রেখেছে। এছাড়া DomZ সাধারণ গ্রহবাসীদের কিডন্যাপ করে তাদের জীবনীশক্তি শুষে নিয়ে এবং তাদের জেনেটিক্যালি পরিবর্তন করে নিজেদের কাজের জন্য বিশ্বস্ত প্রতিরক্ষা বাহিনী আলফা সেকশন তৈরি করার চক্রান্ত করে। কিন্তু এই কাজটি তারা খুবই গোপনীয়তার সাথে করে যাতে জনসাধারণের মনে কোনো সন্দেহ না জাগে। এছাড়া তারা নিজেরাই ভয়ঙ্কর আকৃতির নানান এলিয়েন গ্রহে ছেড়ে দিয়ে নিজেরাই আলফা সেকশনের সৈন্যদের দিয়ে সেগুলোকে মেরে হিলি গ্রহবাসীর মন জয় করে নেয়। কিন্তু তাদের এই কুকর্মের ব্যাপারে সাধারণ গ্রহবাসী কোনো সন্দেহ না করলেও সাংবাদিকদের সংগঠন IRIS Network - এর কিছু সাংবাদিকের মনে ঠিকই সন্দেহের উদ্রেক হয়। তারাও গোপনে তদন্ত করার কাজ শুরু করে আলফা সেকশনের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ যোগাড় করার জন্য।
গেমে আপনাকে জেড নামের একজন মেয়ের চরিত্রে খেলতে হবে। জেডকে গেমে এতিম হিসেবে দেখানো হয়েছে এবং জেড তার বাবার বন্ধু পেইজ-এর সাথে হিলির ছোট একটি দ্বীপের আশ্রমে বাস করে। জেড এবং পেইজ সেখানে গ্রহের আশ্রয়হীন অন্য বাচ্চাদের দেখাশোনার কাজ করে, যাদের বাবা-মাকে আলফা সেকশন কিডন্যাপ করে নিয়েছে। জেডের আঙ্কেল পেইজ হচ্ছে এনথ্রোপোমরফিক প্রাণী যে কিনা একজন মেকানিক।

Beyond Good and Evil

জেড একজন শখের ফটোগ্রাফার এবং সে গ্রহের বিভিন্ন প্রজাতির ছবি সেখানকার সায়েন্স সেন্টারে পাঠিয়ে জীবিকা অর্জন করে এবং সেই সাথে আশ্রমের সবার চাহিদা মেটায়। IRIS Network জেডকে তাদের হয়ে আলফা সেকশনের বিরুদ্ধে তথ্য যোগাড় করে দেয়ার জন্য অনুরোধ করে এবং জেড তাদের হয়ে কাজ করতে আগ্রহী হয়, কারণ সে নিজেও আলফা সেকশনের কার্যকলাপ সম্পর্কে বেশ কৌতূহলী ছিল। গেমে জেডকে নিয়ে গোপনে আলফা সেকশনের বিভিন্ন ঘাঁটি ও কারখানায় যেয়ে সেখান থেকে প্রয়োজনীয় ছবি তুলতে হবে। এছাড়া যাত্রাপথে বিভিন্ন ভয়ঙ্কর প্রাণীর সাথে মোকাবেলা করতে হবে। গেমে জেডের অস্ত্র হিসেবে আছে লাঠির মতো দেখতে dai-jo নামের একটি অস্ত্র এবং কোনো কিছু লক্ষ্যভেদ করার জন্য আছে Gyro Disc Glove| গেমে Hovercraft SX350 ও Beluga Space Shuttle 200 এই দুটি যানবাহন ব্যবহার করা হয়েছে। হোভারক্রাফট জলে ও স্থলে চলার উপযোগী এবং এটিতে চড়ে জেড ও পেইজকে নিয়ে দ্বীপের বিভিন্ন স্থানে যাওয়া যাবে। পেইজ আর জেডের বাবার মিলিত উদ্যোগে বানানো হয়েছিল বেলুগা নামের স্পেসশিপ, যা দিয়ে মহাকাশে পাড়ি দেয়া যায়। এটি গেমের শেষের দিকে নাটকীয়ভাবে আবিষ্কার করবে জেড। হোভারক্রাফটকে আরো দ্রুতগতিসম্পন্ন করার জন্য আপগ্রেডেড পার্টস কিনতে হবে। জেডদের দ্বীপের ও শহরের মাঝামাঝি অংশে পানির ওপরে অবস্থিত মামাগো ওয়ার্কশপ থেকে যানবাহনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রাংশ কিনে নেয়া যাবে। কিন্তু মামাগো ওয়ার্কশপে টাকার বিনিময়ে কোনো কিছু কেনা যায় না এবং কিছু কিনতে চাইলে মুক্তা দিয়ে কিনতে হয়। হোভারক্রাফট দিয়ে শহরে গিয়ে বিভিন্ন রেসে অংশ নিয়ে টাকা কামানো যাবে এবং মুক্তা সংগ্রহ করা যাবে। এছাড়া বিভিন্ন দ্বীপের কিছু গোপন জায়গায় মুক্তা পাওয়া যাবে। কিছু মুক্তা পাওয়া যাবে বিভিন্ন এলিয়েনকে মারতে পারলে। শহরের বিভিন্ন স্থানে কিছু পাজল গেম থাকবে তা সমাধানের মধ্য দিয়েও কিছু মুক্তা সংগ্রহ করা যাবে।
গেমের এক মিশনে জেডকে নিয়ে আলফা সেকশনের হাতে আটক IRIS -এর অন্যতম সাহসী রিপোর্টার ডাবল-এইচকে মুক্ত করতে হবে। তারপর থেকে গেমে সাহায্যকারী হিসেবে ডাবল-এইচ সবসময় জেডের সাথে থাকবে। সে তার পরিচয় লুকিয়ে আলফা সেকশনের রোবটদের ছদ্মবেশে থাকবে জেডের পাশে। তার সাহায্যে অনেকবার বিপদ থেকে জেড মুক্তি পাবে। এছাড়া বিভিন্ন মিশনে পেইজও জেডকে সাহায্য করবে।

গেমটি বানানো হয়েছে ওপেন এন্ডেড বা মুক্তভাবে। এতে ধারাবাহিক মিশন প্লে নেই। যখন ইচ্ছে শহরের সবখানে ও হোভারক্রাফট নিয়ে দ্বীপে দ্বীপে ঘুরে বেড়ানো যাবে। মজার আরেকটি বিষয় হচ্ছে পলাতক কিছু জলদস্যুকে মেরে বাউন্টি হান্টিং-এর টাকা কামাতে পারবেন। এসব জলদস্যুকে খুঁজে বের করতে হবে দ্বীপের গুহা থেকে। ঘোরাঘুরির মাঝে ছবি তোলার কথা ভুলে গেলে চলবে না। যত রকমের প্রাণী দেখা যায় সবার ছবিই তুলতে হবে। কোনো ভয়ানক প্রাণীর মোকাবেলা করার আগে তার ছবি নিতে ভুলে যাওয়াটা হবে বোকামি, কারণ তার ছবির জন্য থাকবে বিশাল অঙ্কের টাকা। তাই নতুন প্রাণীর সাথে দেখা হলেই স্মাইল প্লিজ বলে তার একটা স্ন্যাপশট নিতে ভুলবেন না।

গেমের গ্রাফিক্স খুব উঁচুমানের নয়, তাই এটি খেলতে খুব একটা ভালো মানের পিসির প্রয়োজন নেই। পেন্টিয়াম ৩ মানের প্রসেসর, ৬৪ মেগাবাইট মেমরির জিফোর্স ২ মানের গ্রাফিক্স কার্ড, ২৫৬ মেগাবাইট র‌্যাম লাগবে। গেমের গ্রাফিক্স এখনকার গেমগুলোর মতো চোখধাঁধানো না হলেও যথেষ্ট ভালো মানের এবং প্রশংসার যোগ্য। গেমের সাউন্ড ইফেক্ট ও মিউজিক ট্র্যাকগুলো অসাধারণ, যা গেম খেলার সময় এনে দেবে দারুণ তৃপ্তি। গেমটি প্রথমে বের হয়েছিল ৩টি সিডিতে, কিন্তু বর্তমানে তা বাজারে ডিভিডিতে পাওয়া যাচ্ছে। ভালো কোনো গেমসের সিডি-ডিভিডি বিপণিতে খোঁজ করলে সহজেই তা পেয়ে যাবেন।

.Beyond Good and Evil Demo

সংগ্রহ - কমপিউটার জগৎ, ডাউনলোড লিংক ও ছবি আমার দেওয়া।

বিঃদ্রঃ- আমি দুটি ধারাবাহিক টিউন লিখব একটি হল ফ্রিওয়্যার নিয়ে অন্যটি আই ফোন নিয়ে কোনটি আগে লিখব আপনারা আমাকে জানাবেন।

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনি মনে হয় অনেক গেমস খেলেন। তা ডেল্টা ফোর্স সম্পর্কে যদি ভালো জানেন তাহলে জিজ্ঞেস করছি? ডেল্টা ফোর্সের টাইফুন রাইজিং এবং এক্সেলেশন এর আইসি মড ইনষ্টল করতে গেলে ভার্সণ ম্যাচিং করছে না। অনেক খোজাখুজিঁ করেও কোন সমাধান পাইনি। যদি আপনি কখনো ডেল্টা ফোর্সের আইসি মড সহ খেলে থাকেন তাহলে তা কোথায় পেলেন বা কিভাবে ইনষ্টল করব একটু জানাবেন। আর যদি না খেলে থাকেন তাহলে ডেল্টা ফোর্সের যে কোন ভার্সন খেলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মনে হয় বেশ মজা পাবেন।

ফ্রীওয়্যার নিয়ে আগে লিখলে আমার মনে হয় ভাল হয়।

হ্যাঁ, ফ্রিওয়্যার নিয়ে আগে লেখেন।

জট্টিল মঈন …… তোমার গেম রিভিউ গুলো দিন দিন আরো পাওয়ারফুল হয়ে আসছে ……. ফ্রি ওয়্যার নিয়ে তো আমরা অনেকেই লিখি …….. আইফোন নিয়েই না হয় আগে লিখ

মঈন ভাই ভাল একটা টিউন করেছেন। ফ্রিওয়্যার নিয়ে আগে লিখেন।ধন্যবাদ।

বিয়ন্ড গুড এন্ড এভিল হল আমার খেলা অন্যতম সেরা এ্যাডভেঞ্চার গেম। যাহোক বিয়ন্ড গুড এন্ড এভিল ২ এর কাজ চলছে বর্তমানে। যা প্লে স্টেশন ৩, এক্সবক্স ৩৬০ এবং পিসির জন্যে রিলিজ পাবে (যা খেলতে ভাল গ্রাফিক্স কার্ড দরকার পড়বে 🙁 )

পিটানো দরকার গেম কম্পানিগুলোকে। বর্তমানে এত হাই রেজুলুশন গেম বানায় 🙁

গেম প্লে ঠিক থাকলে রেজুলেশন কে ইউজাররা খুবএকটা পাত্তা দেয়না উদাহরন জিটিএ,ম্যাক্সপেইন,হিটম্যান….

Level New

তবে অনেক গেমসের হাই রেজুলুশন জন্যই মজা লাগে …. ফারক্রাই 2 খেলে দেখতে পারেন।