গেমস জোন [পর্ব-২৬৭] :: Watch Dogs – নির্দেশিকা (১ম খন্ড)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

ফারক্রাই ৩ এবং নিড ফর স্পিড রাইভালস এর বাংলায় Walkthrough বা নির্দেশিকায় তোমাদের ব্যাপক সাড়া পাবায় আমি খুবই আনন্দিত! তবে জিটিএ ৫ এর গাইড শুরু করলেও যেহেতু গেমটি এখনো পিসি সংস্করণে আসে নি তাই আর জিটিএ ৫ এর গাইড গেমটির পিসি সংস্করণ বের না হওয়া পর্যন্ত বন্ধ রাখবো!

আর এই নির্দেশিকা শুধুমাত্র টেকটিউনস এবং আমার সাইট (www.gamewala.net) এই দুটি জায়গায় পাওয়া যাবে। অন্যত্র কোথাও আমার এই গাইডের কপি পাওয়া গেলে অবশ্যই আমাকে জানাবেন। প্রচুর পরিশ্রম এবং কষ্টসাধ্য ব্যাপার এই গাইড বানানো।

Watch Dogs

(You’re being watched!)

ওয়াচ ডগস! ইউবিসফটের একটি চমৎকার একশন ধাঁচের গেম! জিটিএ সিরিজের মতো গেমটি হলেও গেমটি জিটিএ সিরিজের থেকে আলাদা! কারণ  . . . . . গেমটিতে রয়েছে হ্যাক করার ফিচার! হুম! তোমাকে এবার হ্যাকারের চরিত্রে খেলতে হবে। আর বোঝাই যাচ্ছে যে গেমটির মূল ফিচার হলো হ্যাক!!

গেমটির পটভূমি সাজানো হয়েছে শিকাগোর সিটির আদলে (যেটা জিটিএ ৩ এবং জিটিএ ৪ য়েও ছিল)। গেমটির প্লেয়ার চরিত্রের সবচেয়ে পাওয়ারফুল অস্ত্র হচ্ছে তার হ্যাকিং স্কিল! গেমটি নির্মাণ করেছে কয়েকটি গেম স্টুডিও যাদের মধ্যে ইউবিসফট মন্টিয়াল লিডে রয়েছে। এই ইউবিসফট আমাদেরকে এসাসিন্স ক্রিড, টম ক্ল্যান্সিস রেইবো সিক্স, ফারক্রাই সিরিজ, প্রিন্স অফ পার্সিয়া সিরিজ সহ আরো বেশ কয়েকটি চমৎকার গেমস সিরিজ উপাহার দিয়েছে। দেখা যাক ওয়াচ ডগসটি শুধু গেম হিসেবে এলো নাকি আমাদের জন্য চমক হিসেবে গেমটি সিরিজ হয়ে ফিরে আসছে!!

আগের পর্বে গেমটির বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। যারা যারা মিস করেছো আগের পর্বটি তারা এখনই দেখে নাওঃ http://gamewala.net/games/963

বিঃদ্রঃ গাইডের জন্য গেমটি প্লে-স্টেশন ৪ গেমস কনসোলে খেলা হয়েছে। আমার কাছে ওয়াচ ডগস গেমটির পিসি সংস্করণ নেই তাই ভালো স্ক্রিণশট দিতে পারলাম না দেখে দুঃখিত!

Mission 1 (Bottom of the Eighth)

Get across the Stadium

সো ওয়াচ ডগস গেমটির প্রথম চ্যাপ্টারের প্রথম মিশন এটি। মিশনটি শুরু হয় একটি লকার রুমে। আর শুরুতেই একটি হাতাহাতির যুদ্ধ করতে হবে তোমাকে। Aiming key/trigger ধরে রেখে Maurice এর উপর একটি শট নিতে চেষ্টা করো। এরপর Melee Key/button চাপতে হবে। এভাবে এইডেন মানুষটিকে কুপোকাত করার পর লকার রুমটি এক্সপ্লোর করো। কারণ গেমটিতে তোমাকে এক্সপ্লোর করা শিখতে হবে, ভালো ভালো ক্রাফট গেজেড পাবার জন্য।

লকার রুম এক্সপ্লোর করতে করতে তুমি একটি সেলফোন পাবে এবং কীবোর্ডের Hacking Key/button চেপে ফোনটি হ্যাক করো এবং Maurice Vega 01 নামের অডিও রেকর্ডিংটি শুনো এবং লকার রুম হতে বের হয়ে যাও।

HUD এর নির্দেশিত নতুন মার্কারে যাও এবং Jordi Chin এর তোমার  মিটিং কাটসিন টি দেখো। দেখতে দেখতে একটি পুলিশম্যান আসবে এবং তোমার প্রথম কাজ হচ্ছে তাকে এড়িয়ে যাওয়া।

আমি রেকোমেন্ড করবো তুমি ডানদিকের প্রথম করিডোরকে ব্যবহার করো, এতে এরিয়াটি এক্সপ্লোর করাও হয়ে যাবে। আর ভাগ্য ভালো থাকলে ক্যাশ ভর্তি একটি পেপার ব্যাগও পেয়ে যেতে পারো!

পিচিং মেশিনকে ব্যবহার করতে হবে

Crates এর সাহায্য নিয়ে লুকিয়ে থাকো এবং প্রথম পুলিশম্যানের জন্য অপেক্ষা করো। আর তাকে অন্যমনস্ক করতে হবে এবং এটা করার জন্য পাশের Pitching Machine এর ব্যবহার করতে পারো তুমি। এ জন্য তোমাকে Pitching Machine টি হ্যাক করে পুলিশকে সেখানে নিয়ে যাও এবং তুমি পেছন থেকে Melee Attack মেরে পুলিশকে কুপোকাত করতে পারো!

এরপর Jordi Chin এর সাথে মিটিং এর স্পটে আসো এবং বাম দিকের করিডোরটি ব্যবহার করো। সাবধান! এখানেও একটি পুলিশম্যান রয়েছে। তাকেও তোমার হ্যাকিং স্কিল দিয়ে অন্যমনস্ক করতে পারো । এরজন্য সামনের  দিকের ফোনটি হ্যাক করতে পারো। অথবা হ্যাক না করেও পুলিশম্যানকে এড়িয়ে যেতে পারো তুমি।

পুলিশকে অন্যমনস্ক করতে ফোনটি হ্যাক করো

বাম দিকের টানেল ধরে এগোতে থাকো এবং একসময় তুমি স্টেডিয়ামে পৌঁছে যাবে।

কন্টেইনারে উঠো এবং বক্সের উপর হপ করো আর নীল দরজাটি খুলতে চেষ্টা করো। আমি জানি তুমি ফেইল হবে!! হাহাহা

দেয়ালের ক্যামেরাটির অবস্থান খুঁজে বের করো এবং সেটি হ্যাক করে ক্যামেরা ভিউতে যাও। এখন তোমার কাজ হচ্ছে নিচের ২য় ক্যামেরাটি খুঁজে বের করা। আর খুঁজে বের করতে পারলে কী চেপে ধরে সেই অবস্থানে Jump Over করতে হবে।

এরপর তোমার কাজ হচ্ছে কনট্রোল প্যানেল খুঁজে বের করা যা Balustrade য়ে রয়েছে। কনট্রোল প্যানেলে গিয়ে হ্যাক বাটন চেপে ওই নীল দরজাটি খুলতে হবে।

নীল দরজাটি দিয়ে রুমে প্রবেশ করো এবং কভারে যাও। কারণ এখানে একজন পুলিশ ম্যান রয়েছে। গেমটির সাজেশন অনুসরণ করে Lure ক্র্যাফটিং এবং ব্যবহার করে পুলিশম্যানকে অন্যমনস্ক করতে হবে।

lure তৈরির প্রক্রিয়া

এরজন্য ক্রেট থেকে উপাদানগুলো (ইলেক্ট্রনিক পার্টসগুলো) কালেক্ট করে Inventory key/button চেপে ধরে Lure তৈরি করো। এরপর পাশের দেয়ালে গেজেডটি Aim করো (যেটা গেমটি মার্ক করে দিয়েছে) এবং সবশেষে Lure তে হ্যাক করো। আর এরপরই ওই স্থান থেকে কিছু আজব শব্দ আসতে শুরু করবে আর পুলিশম্যানটি আওয়াজের উৎস খোঁজার জন্য Lure পয়েন্টে যাবে। এখন তোমার কাছে দুটি অপশন রয়েছে, পুলিশম্যানকে পেছন থেকে কুপোকাত করা অথবা তাকে এড়িয়ে যাও। তোমার ইচ্ছে।

পরবর্তী লোকেশনে তুমি প্রধান সিড়ি ধরে যেতে পারো অথবা স্টেলথ ভাবে যেতে চাইলে বাম দিকের বক্সগুলো মধ্যে লুকিয়ে লুকিয়েও যেতে পারো।

স্ক্যানিং ছাড়া হ্যাকিং হবে না !

এখানে এসে কাউন্টারের বিপরীতে লুকাও এবং প্রোফাইলার এক্টিভেইট করো এবং এরিয়ার লোকদের স্ক্যানিং শুরু করো। স্ক্যানিং এর মাধ্যমেই তুমি জানতে পারবে যে কোন কোন ব্যক্তিও ফোনে তুমি হ্যাকিং চালাতে পারবে এবং এরই ধারাবাহিকতায় মেসেজ পড়তে, ক্যাশ কামাতে কিংবা বিভিন্ন গেজেটের উপাদানসমূহ এই এরিয়া থেকে তুমি সংগ্রহ করতে পারবে।

হ্যাককৃত টাকা ক্যাশ আউট করতে পারবে এই ধরণের এটিএম থেকে!

হ্যাকিং ট্যাকিং হয়ে গেলে কভারের মধ্যে থেকে বাম দিকে যেতে শুরু করো। খোলা দরজাটির অবস্থান নিশ্চিত করে সেখানে লাফিয়ে যাও এবং সেখান থেকে ডান দিকে গেলে একটি এটিএম মেশিন দেখতে পারবে। এই এটিএম মেশিন থেকে তুমি ক্যাশ তুলতে পারবে যা কিছুক্ষণ আগে তুমি হ্যাকিং করে কামালে!

হ্যাকার Badboy17 এর সাথে কনভারসেশন শুনো এবং সর্তকতার সাথে পরবর্তী হল রুমে যেতে থাকো।

রুমে ডাইরেক্ট প্রবেশ করো না কারণ এখানে বেশ কয়েকজন গার্ডস থাকবে। প্রবেশ দরজার পিছনেই একটি ক্যামেরা পাবে এবং সেটিতে হ্যাক করে রুমের ভিতরের ক্যামেরাগুলো সুইচ করতে থাকো। এখানে তোমাকে একসেস কোড যুক্ত গার্ডকে খুঁজে বের করতে হবে।

কোডওয়ালা ব্যক্তি!

খুঁজে বের করা হয়ে গেলে হ্যাক বাটনটি চেপে উক্ত কোডটি তোমাকে ডাউনলোড করতে হবে।

এরপর ক্যামেরাটিকে বাম দিকে ঘুরিয়ে ওয়ালের রাউটারে হ্যাকিং চালাও। এরপর গেমটি তোমাকে সার্ভার রুমের ক্যামেরায় নিয়ে যাবে। এখন এখানকার ফায়ারওয়ালের সিকুরেটি ব্রিচ করো।

Make your way out of the stadium

ইনভেন্টরি কী চেপে Blackout অপশনটি সিলেক্ট করো আর এতে স্টেডিয়ামের পাওয়ার সাপ্লাই কিছুক্ষণের জন্য তুমি বন্ধ করে দিলে। এখন তোমার কাছে আবারো দুটি অপশন থাকবে, প্রথমটি হলো সিকুরেটি গার্ডদের এড়িয়ে যাওয়া আর আরেকটি হলে এক এক করে সবাই কুপোকাত করে ফেলা! তবে যেহেতু এটি স্টেলথ গেম, সো. . . . .. . . . . . !

লাইট নিভে গেলেও কভারে থাকতে হবে, ধরা না পড়ার জন্য!

সিঁড়িতে যাও এবং নিচে নামো। দরজার দিকে যেতে থাকো তবে ডান পাশ দিয়ে যাবে, নাহলে হেলিকপ্টারের হেডলাইটে ধরা খেতে পারো। বারে প্রবেশের পর Jordie এর কথাপোকথনটি শোনো এবং বারের বিল্ডিং Exit তে যাও।

বারের প্রস্থান পথ

Reach the hideout

এখন তোমাকে হাইডআউটে যেতে হবে এবং রাস্তায় পুলিশ বাহিনীর নজর এড়িয়েই যেতে হবে। তাই মিনিম্যাপকে ভালো ভাবে পর্যবেক্ষণ করে আগাতে হবে। মনিটরের ডান দিকের নিচে একটি লাল রংয়ের পুলিশ গাড়ির চিহ্ন আসলেই কিন্তু তোমাকে হরদর কভারে যেতে হবে।

স্টেডিয়াম হতে বেরিয়ে এসে গলিতে ঢুকো এবং একটি গ্যারেজে Jordie একটি লাল সেডান গাড়ি তোমার জন্য রেখে যাবে। এরপর সব তোমার উপর।

প্রধান সড়কগুলোকে এড়িয়ে যেতে হবে।

গাড়িতে চড়ে গ্যারেজ হতে বেরিয়ে আসো এবং পুলিশকে এড়িয়ে যেতে থাকো হাইডআউটের লোকশনে। তোমাকে যেতে হবে Owl Motel, যা পার্কার স্কোয়ার অঞ্চলে অবস্থিত। মোটেলের লটে গাড়িটি পার্ক করে সিড়ি বেয়ে উঠো।

মোটেল

Badboy17 এর সাথে কথোপকথন শেষ হলে তুমি তোমার প্রথম স্কিল পয়েন্টস নতুন যেকোনো স্কিলের উপর খাটাও।

Rewards: 100 Experience Points + 200 Experience Points for losing the police pursuit.

Unlocking mission 2

মোটেল রুমটি ভালো ভাবে এক্সপ্লোর করো এবং এখানে তুমি গেজেড এর জন্য নতুন উপদান এবং Aiden Pierce 05 নামের অডিওলগ খুঁজে পাবে।

বিছানা ব্যবহার করে গেম সেভ করা যাবে!! হাহাহাহা!

জিটিএ ৪ এর মতো বিছানার কাছে গিয়ে ঘুমাও আর গেমটি সেভ করো। তুমি এর্লাম সেট করে রাখলে যেকোনো সময়ে ঘুম থেকে উঠতে পারো। ঘুম থেকে উঠে তুমি Spec Ops 1911 পিস্তলটি পাবে এবং এটি নিয়ে মোটেল রুমটি থেকে বেরিয়ে আসো।

পরবর্তী মিশনে যেতে হলে এখন তোমাকে Crimes Detected ক্যাটাগরি থেকে একটি সাইড মিশন খেলতে হবে। এজন্য মোটেল থেকে বেরিয়ে এসে প্রোফাইলার একটিভ করো এবং এরিয়াতে স্ক্যানিং শুরু করো।

টেক্স মেসেজটি একটি সাইড মিশন আনলক করবে

গেমটির সাজেশন মতো ক্রাইম সাইটে তোমার ডেস্টিনেশন সেট করো এবং একটি গাড়ি বাগিয়ে সেখানে যাও। সাউথ-ইষ্ট অঞ্চলে আসার পর আবারো প্রোফাইলার একটিভ করো এবং স্ক্যানিং করে একটি মহিলাকে তোমার খুঁজে বের করতে হবে যার সাথে ক্রাইমটি ঘটতে যাচ্ছে এবং মহিলাটিকে তোমার বাঁচাতে হবে।

এই মহিলাকে বাঁচাতে হবে

গলির ভেতর প্রবেশ না করে ট্রাফিক সিসি ক্যামেরা হ্যাক করে গলির উপর নজর রাখো এবং কিছুক্ষণের মধ্যেই ওই মহিলাটি বিপদে পড়বে!

গলির ভিতরের অবস্থা!

পরে কি ঘটবে তার জন্য অপেক্ষা না করে ক্যামেরা ভিউটি বন্ধ করে বিপদগ্রস্থ মহিলারটির দিকে ছুঁটে যাও এবং তাকে বাঁচানো অপরাধীর হাত থেকে।

এজন্য তুমি দুটো কাজ করতে পারো। প্রথমটি হচ্ছে দূর থেকে গুলি মেরে লোকটির খুলি উড়িয়ে দাও! অথবা স্টেলথ ভাব বজার রাখার জন্য লোকটির কাছে গিয়ে Hand to Hand ফাইট করো।

হেন্ড টু হেন্ড ফাইট করাই শ্রেয়!

এই সাইড মিশনটি কমপ্লিট করার পর Nicole Pearce এবং Jordie Chin এর মধ্যকার কথোপকথনটি শুনো এবং এবার তুমি দ্বিতীয় মিশনটি শুরু করতে পারবে।

Rewards: Positive Reputation, The quick switch skill, 500 experience points (less if you have killed the criminal)

Mission 2 (Big Brother)

Reach the birthday party

মিশনটি শুরু করবার জন্য তোমাকে পার্কার স্কোয়ার অঞ্চলের একদম মধ্যবর্তী এরিয়াতে যেতে হবে। High Grove Estate এর মেইন গেটে প্রবেশের পর সবুজ মার্কারে ড্রাইভ করে যাও আর বাটন চেপে মিশন শুরু করো।

মেইন গেট

এবার তুমি Nicole Pearce এর বাসায় গাড়ি ড্রাইভ করে যেতে পারো, গাড়ি থেকে নেমে বাসার ডান দিকের পথ অনুসরণ করে বাগানে প্রবেশ করতে পারো।

কাটসিনটি দেখার পর বাসার পিছনের দরজা দিয়ে বাসার প্রবেশ করো। এখন তুমি এক্সট্রা একটি কাজ করতে পারো, সেটি হলো প্রত্যেক রুম এক্সপ্লোর করা , এখানে তুমি একটি কম্পিউটার আর একটি ইমেইল খুঁজে পাবে।

অথবা সরাসরি নিকোলের কাছেই যেতে পারো সরাসরি। নিকোল তার ফোনে কথা বলার সময় অসস্তিতে পড়লে তুমি তার ফোনে হ্যাকিং করে ফোনালাপটি শুনতে পারো।

ফোনে হ্যাকিং!

Get the stalker

দ্রুত তোমার গাড়িতে উঠে পড়ো যেটিতে তুমি ড্রাইভ করে এসেছো এবং Stalker এর গাড়ির পেছন ধাওয়া শুরু করো। এখানে তোমার কাজ হচ্ছে Stalker এর গাড়িকে ধ্বংস করা এবং এটি তুমি কয়েকভাবে করতে পারো।

এডভান্স হ্যাকিং স্কিল আনলক করা থাকলে তুমি ট্রাফিক লাইট হ্যাকিং করে জ্যাম বাঁধিয়ে Stalker গাড়িকে সহজেই কুপোকাত করতে পারো।

আর এডভান্স হ্যাকিং স্কিল আনলক করে না থাকলে Stalker গাড়ির পেছরে হুডে ধাক্কা মেরে মেরে গাড়িকে ধ্বংস করতে হবে।

এডভান্স হ্যাকিং ব্যবহার করে সহজেই ধাওয়া শেষ করা যায়!
অথবা গাড়ির পেছনে ধাক্কা মারো!

তবে লক্ষ্য রাখতে হবে যে, যেই ভাবেই হোক, Stalker এর গাড়িকে তোমাকে যত দ্রুত সম্ভব ধ্বংস করতে হবে।

Stalker এর গাড়ি অকেজো হয়ে গেলে সে গাড়ি হতে বেরিয়ে যাবে এবং দৌড়ে পালাতে থাকবে। এখন তোমার কাছে তিনটি অপশন থাকবে।

প্রথমটি হচ্ছে, তোমার গাড়ি দিয়ে মানুষটিকে পিষ্ট করে দিতে হবে।

দ্বিতীয়টি হচ্ছে, গাড়ি থেকে নেমে গুলি দিয়ে মানুষটির খুলি উড়িয়ে দিতে হবে!! হাহাহা!

তৃতীয় হচ্ছে, গাড়ি থেকে নেমে লোকটি পিছন পিছন দৌড়ে ধাওয়া করতে হবে এবং Hand to Hand ফাইট করে লোকটিতে কুপোকাত করতে হবে।

এরপর লোকটির ফোনে হ্যাকিং চালাতে হবে এবং Badboy17 এর সাথে ফাইনাল কথোপকথনটি শুনে মিশনটি শেষ করতে হবে।

Rewards: positive reputation (if you only handled the man down), 250 experience points + 50 experience points for stopping the stalker's car + 40 experience points for handling him down (less if you killed him).

Unlocking mission 3

আগের মতোই, তুমি সরাসরি পরবর্তী মিশনে যেতে পারবে না। তবে এবার তোমাকে বেশি কিছু করতে হবে না। শুধু নতুন একটি অস্ত্র সংগ্রহ করতে হবে।

গেমটি তোমাকে একটি অস্ত্রের দোকান মার্ক করে দিবে। সেখান থেকে তোমাকে একটি Assault Rifle 416 অস্ত্র ক্রয় করতে হবে। আর অস্ত্রটির দাম হবে ১২০০ ডলার। আর যদি তোমার কাছে এই পরিমাণ টাকা না থাকে তাহলে তুমি চুরি বিদ্যা শুরু করে দিতে পারো!! অথবা অনান্য সাইড মিশন খেলে টাকা কামাতে পারো।

Mission 3 (Backstage Pass)

Find the guard with the access code

Loop অঞ্চলের Construction সাইট এর দিকে যাও যেখানে প্রথম চ্যাপ্টারের তৃতীয় মিশনটি হবে।

কন্সট্রাকশন সাইটে ঢোকার জন্য তোমাকে যেকেনো একটি গেইট বেঁছে নিতে হবে। তবে গার্ডযুক্ত গেটে প্রথমে তোমাকে গার্ডদের মারতে হবে অথবা অন্যমনস্ক করে এড়িয়ে যেতে হবে।

কন্সট্রাকশন সাইটে ঢোকার পরে সিসি ক্যামেরার হ্যাক চালাও এর ক্যামেরা দিয়ে যত গার্ড দেখতে পাও সবাইকে মার্ক করে রাখো, এতে তাদেরকে ট্যাক করা সহজ হবে।

এখন তোমার কাজ হচ্ছে যার কাছে একসেস কোড রয়েছে তাকে খুঁজে বের করা। ক্যামেরার দেখো যে ডান দিকের বিল্ডিংয়ে লোকটি রয়েছে।

এবার ওই বিল্ডিংয়ে দুটি উপায়ে যেতে পারবে তুমি। প্রথমটি হচ্চে স্টেলথ মোড, যার জন্য প্রচুর কস্ট। আর আরেকটি হচ্ছে তোমার সদ্য কেনা অস্ত দিয়ে খুন করতে করতে যাওয়া!!

লিফট ব্যবহার করে সরাসরি উপরের তলায় যাওয়া যাবে

একসেস কোডওয়ালা ব্যাক্তিটি বিল্ডিংয়ের উপরের তলায় রয়েছে। তাকে সনাক্ত করতে প্রতি তলা স্কানিং চালাও। ক্যামেরা হ্যাক করে ব্যক্তির কাছ থেকে কোডটি ডাউনলোড করে নিতে পারো কোনো রক্তপাত না করিয়ে। আর যদি তোমার রক্তে থাকে খুনের নেশা তাহলে নিয়ে নাও রাইফেল আর চালাতে থাকো গুলি . . . .!

Breach into the ctOS control center

বিল্ডিং এর সামনের অংশেই রাউটারটি রয়েছে যেখানে তোমাকে যেতে হবে। আর ওই অংশেই আরো দুই জন গার্ড রয়েছে।

রাউটার

গার্ডদের তোমার স্কিল দিয়ে এড়িয়ে যাও অথবা রক্ত গরম!!!

কন্ট্রোল টাওয়ারে একসেস এর জন্য তোমাকে তিনটি হ্যাকিং মিনিগেম কমপ্লিট করতে হবে। একটি নীল লাইনের সাহায্যে আউটপুট এবং ইনপুট পয়েন্টগুলো কানেক্ট করতে হবে তোমাকে! তবে নিদির্ষ্ট সময়েই পুর্বেই এটা শেষ করতে হবে তোমাকে।

একটি মিনিগেমের সমাধান

সকল মিনিগেম কমপ্লিট করার পর ctOS কনট্রোল সেন্টারের ক্যামেরা তে তুমি একসেস পাবে!! ওয়াও!

এখন আমার মতে প্রথমে তুমি তিনটি সাইড সার্ভারে এটাক করো, এতে এডিশনাল ভিডিও পাবে। এরপর কন্ট্রোল সেন্টারের মেইনফ্রেমে হ্যাক চালাও।

দ্যা মেইনফ্রেম

Rewards: unlocking of new ctOS towers, unlocking of new Online Contracts, 500 experience points

আজ এ পর্যন্তই, ধৈর্য্য বলে কিছু তো একটা আছে নাকি। প্রথমে প্লে-স্টেশন থেকে ছবি তুলো, পরে সেটা পিসিতে আনো, কাহিনী টাইপ করো আর তারপর আবার ফটো আপলোড! উহ!! আজ বিদায় নিচ্ছি।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ ফাহাদ ভাইকে চমৎকার নির্দেশিকাটি অনেক অনেক পরিশ্রম করে বানানোর জন্য। তবে এটি যদি আরো আগে পেতাম তাহলে আমার কাজ কিছুটা হলেও সহজ হতো। অলরেডি গেমটি পিসিতে খেলে শেষ করা হয়ে গেছে তাও আজ বেশ কিছুদিন হলো। সত্যিই আমার কাছে খুবই মজা লেগেছে গেমটি খেলতে। প্রথমবার খেলে শেষ করার পর যখন গেমটি আনইন্সটল করতে গেলাম তখনই বাধলো গোলযোগ, পিসি থেকে আনিইন্সটল করার কোন অপশন পেলাম না বাধ্য হয়ে ফোল্ডার ডিলেট করতে হয়েছে। ডিলেটের কিছুদিন পরেই মনে হলো যে এবার খেলা শিখে নিয়েছি, আবার নতুন করে ইন্সটল করে খেলাটা জমিয়ে শুরু করে দেয়া যাক, কিন্তু সময়ের অভাবে সে আশা পূরণ হয়নি।
কিছু মনে না করলে একটু পরমর্শ দেই, নির্দেশিকাটিতে কী কী করতে হবে শুধু তাই বলে দেয়া হয়েছে, কিন্তু কীভাবে করতে হবে সেটি বলা নেই, যেমন হাতে হাতে মারামারি করে কোপকাত করতে বলা হয়েছে, কিন্তু আমার মতো আনাড়ীরা প্রথমবার খেলতে নেমে বুঝতেই পারবে না যে কিভাবে হাতে হাতে মারামারি করতে হয়, যেমন আমি প্রথম একটি মিশনে যেখানে টার্গেট ভিলেন কে নকডাউন করার কথা তাকে বার বার গুলি করে মেরে ফেলতাম আর মিশন ফেইলড হয়ে যেতো তখনও বুঝতে শিখিনি কী ভাবে নকডাউন করতে হয় সেটি বুঝতেই আমাকে প্রায় ত্রিশ/ চল্লিশবার একই মিশন খেলতে বাধ্য হতে হয়েছিলো। তাই নির্দেশিকাটিতে কিভাবে নকডাউন করতে হয় (কোন কী ব্যবহার করে) সে বিষয়টি পরিষ্কার বলে দিলে আমার মতো আনাড়ী টাইপের গেমাদের জন্য বেশ সুবিধা হবে।
তারপরও অনেক অনেক ধন্যবাদ ফাহাদ ভাই সুন্দর টিউনটি ধৈর্য্য ধরে করার জন্য।

    আপনার পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর গেমটির বেসিক কিছু জিনিস এর আগের পর্বে জানিয়ে দিয়েছিলাম। যেমন কিভাবে টাকা আয় করতে হয়, কিভাবে পুলিশদের হাত থেকে বাঁচতে হয় ইত্যাদি।

প্লিজ একটা হেল্প করেন। আমার ভিডিও card (ইন্টেল ইন্টারনাল ১৭৫০ এম্বি) ডাইরেক্ট এক্স এলিভেন সাপোর্ট করে না। এইজন্য আমি গেম টা খেলতে পারতেসি না। গেম চালু করলেই একটা মেসেজ আসে
Your harware doesn’t support directx 11 or you may not installed the software.

আমি ডাইরেক্ট এক্স ১১ ডাউনলোড করে ইন্সটল দিলাম। পরে দেখি আমার গ্রাফিক্স কার্ড ডাইরেক্ট এক্স 10.2 পর্যন্ত সাপোর্ট করে। এখন আমাকে প্লিজ একটা সমাধান দেন। অনেক নিয়ে আপনার কাছে সমাধান চাইসি ভাই। প্লিজ আশাহত কইরেন না।!

    এখানে নতুন মেশিন না কেনার কোনো বিকল্প নেই ভাই। দুঃখিত

অনেক সুন্দর গেমছ ।

কিং কং গেমছটি কি ভাবে খেলতে হয় । কেউ যদি জানেন পিলিজ হেল্প করুন ।

অনেক ধন্যবাদ ভাই

এই গেমস টা কি ৬৪ বিট পিসি ছাড়া কোন ভাবেই খেলা যাবে না ?

অনেক ধন্যবাদ।আমার প্রব্লেম টা এরপরি। বলা হয় মোবাইল দিয়ে অনলাইন এ কি একটা মিশন করতে কিন্তু কানেকশন এরর উঠে।তাই পরের অংশের জন্ন্যে অপেক্ষায় থাকলাম।