ফ্রি ডাউনলোড করুন প্রিন্স অব ‍পার্সিয়া – Sands of Time

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

পুরু গালিচা বিছানো দরবার, সোনার কারুকাজ করা মোটা পিলার, শরবত পানের জন্য রূপার পাত্র, পিতলের মোমদানি, ছাদে ঝোলানো বিশাল কাচের ঝালর- এ সবকিছুই মনে করিয়ে দেয় পারস্যের কোনো রাজমহলের কথা। পারস্য নিয়ে যে কত কাহিনী রয়েছে তার হিসেব নেই। আরব্য রজনীর কাহিনীর পর পারস্য বা এখনকার ইরানের সবচেয়ে জনপ্রিয় কাহিনীর মধ্যে রয়েছে পারস্যের রাজপুত্রের বিচিত্র সব অভিযানের কাহিনী। তার বীরত্বগাথার কথা বর্ণিত হয়েছে নানা গল্প-উপন্যাসে। বইয়ের পাতা থেকে রাজকুমার উঠে এসেছেন গেমিং দুনিয়ার রঙিন পর্দায়। পারস্যের রাজকুমারের কাহিনীর ওপর নির্মিতগেম - প্রিন্স অব ‍পার্সিয়া

prince_of_persia_ost_japan.jpg

এই গেমে খুবই রোমাঞ্চকর কাহিনীর মধ্য দিয়ে প্রকাশিত হয় নতুন প্রিন্স। এই গেমের কাহিনীতে পারস্যের সুলতান শাহরামান ও তার ছেলে (প্রিন্স) মিলে ইন্ডিয়ার মহারাজাকে যুদ্ধে পরাজিত করে পুরো সাম্রাজ্য নিজেদের দখলে নিয়ে নেয়। কিন্তু মহারাজার শয়তান উজিরের ধোঁকায় পড়ে প্রিন্স ড্যাগার অব টাইম বা সময়ছুরি দিয়ে স্যান্ড অব টাইম বা সময়ের বালু মুক্ত করে ফেলে জাদুর বালুঘড়ি থেকে। এতে বালুর সংস্পর্শে এসে রাজ্যের সবাই কুৎসিত দানবে পরিণত হয়ে যায়। কিন্তু গলার জাদুকরী লকেটের কারণে বেঁচে যায় মহারাজার কন্যা রাজকুমারী ফারাহ, হাতে জাদুছড়ি থাকার কারণে শয়তান উজির আর ড্যাগার অব টাইমের কারণে প্রিন্সের কোনো পরিবর্তন হয় না। নানারকম দানব মেরে তার থেকে সময়ছুরি দিয়ে স্যান্ড সংগ্রহ করে তা দিয়ে সময়কে পিছিয়ে সব আবার আগের অবস্থানে ফিরিয়ে নেয়াটাই ছিল গেমের মূল লক্ষ্য।

গেমসটি ফ্রি ডাউনলোড করুন এখানে বা এখানে

বিঃদ্রঃ - লেখাটি কমপিউটার জগৎ থেকে নিয়ে কেটে ছেটে লিংক ও ছবি দিয়েছি

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai requirements dile khusi hotam.
amar pc 1.7GHz with 512MB RAM 64MB AGP
ate ki cholbe???

মইন ……. তোমার ভষাশৈলী দিন দিন ভালো হচ্ছে …….. চালিয়ে যাও ভাই!!

Level New

বছর দেড়েক আগেই গেম ওভার করছি। অসাধারণ একটি গেম। তবে ধৈর্য্য থাকা চাই…….একটা জায়গা আছে যেখানে চিটকোড ছাড়া পারা একেবারেই অসম্ভব বলে মনে হয়েছে। প্রিন্স অব ‍পার্সিয়া- Warrior Within এবং প্রিন্স অব ‍পার্সিয়া- Two Throne গেম দুটিও চমৎকার।

Level New

@টিনটিন ভাই ………ই না ঈ
@আশিক ভাই ধৈর্য্য চাই চাই ……. আমি যখন গেম ওভার করেছি আমার সময় লেগেছে তিন মাস।

৩বার ওভার দিয়েছি এইটা!
ওয়ারিওর উইদিন দিয়েছি দুইবার (শেষবার ডাহাকা বস এর সাথে খেলেছি.. এর জন্য সকল লাইফ আপগ্রেড জোগাড় করা লাগছিল)
টু থর্ন দিয়েছি ২বার!

কিন্তু ৪র্থ পার্ট টা গ্রাফিক্স কার্ডের অভাবে খেলতে পারছি না!

মঈন ভাই, আমার ২ সপ্তাহ লেগেছে গেমটা শেষ করতে। এত কঠিননা। ওভার দিছি একবার। কারন গেমটা মজা নাই পরেরগুলার তুলনায়।
অশিক ভাই, এ গেম এর যে চিট কোড আছে তাইই জানিনা।

ওয়ারিওর উইদিন আর টু থ্রোনস্ কবার শেষ করেছির তার হিষাব নেই।

৪ নাম্বার পার্ট খেল নাই?

Level New

আমার তিন মাস লাগার কারণ আমি সপ্তাহে এক কি দুই দিন খেলেছি ….তাও উপরে গেলে এক ঘন্টা করে …..

very nice game নতুনদের ভাল লাগবে।

Level 0

WARIAR WITHWIN TA DOWNLOAD LINK SHARE KORBEN ?

Level 0

ভাইয়ারা HELP ME. আমি যে PRINCE of persia-two thornes খেলছি, তা মাত্র 300mb. আবার pop-the sands of time dekci 1.3 gb.আমি যতদূর জানি sands of time এর পরের ভার্সন হসসে two thornos. tahole ami ki kaililam ? game ki convert korle sob mission thake ? janaben plz.

Level 0

add suported bolte ki bojai ?