আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করি ভাল। ব্যাস্ততার কারনে কয়েকদিন ধরেই টেকটিউনে আশা হয় না আর টিউন করাও হয় না। তাই কয়েকদিন পর আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটা অসাধারণ গেম নিয়ে। গেমটা অত জনপ্রিয় না (পেইড ভার্সনটা প্লে-স্টোরে ৫০+ বার ডাউনলোড করা হয়েছে।) তবে গেমটা এককথায় অসাধারণ। আপনি খেললেই বুঝতে পারবেন। Unreal গেম ইঞ্জিনে ডেভেলপ করা গেম সাধারণত একটু অ্যাডভান্স হয়ে থাকে। এই গেমটা Unreal গেম ইঞ্জিনের সর্বশেষ ভার্সন অর্থাৎ Unreal Engine 4-এ করা হয়েছে। গেমটা আমি গত এক সপ্তাহ আগে ডাউনলোড করে খেলেছি। গেমটা আমার কাছে দারুন লেগেছে। আশা করি আপনাদের কাছেও দারুন লাগবে। তাহলে একবার খেলেই দেখুন না কেমন গেমটা।
Evhacon™ একটা সিঙ্গেল-প্লেয়ার অ্যাকশন রোল-প্লেইং গেম যেটা Retroverso Games-এর স্বাধীন ডেভেলপাররা তৈরি করেছে।
Rhontirian Centurion চরিত্র অবলম্বনে তৈরি। শুধুমাত্র Aecherians-এর উপর ভিত্তি করে...। সবকিছু পুরো রহস্যময় এবং হাই অ্যাডভেনচার।
RPG ফ্যাশনের মত আপনাকে এগিয়ে যেতে হবে, মনস্টারদের সাথে ফাইট করতে হবে। এভাবেই আপনার গেম ক্যারেক্টরকে ক্রমশ উচ্চতর লেভেলে নিয়ে যান।
আপনার গুণ এবং প্রতিভাকে উন্নত করুন যাতে আপনি মুল্যবান যন্ত্রপাতি এবং আরো দূর্লভ জিনিস সংগ্রহ করতে পারেন।
অসাধারণ গ্রাফিক্স আর ক্যারেক্টরদের ভয়েস অ্যাক্ট আপনাকে গেমের দুনিয়ে থেকে সরিয়ে বাস্তব জীবনে নিয়ে যাবে।
বি.দ্রঃ ডাউনলোড নিঙ্ক গুলো Direct link (Mod+obb link বাদে)। লিঙ্কে সমস্যা হলে জানাবেন।
ডাউনলোড করার পর প্রথমে Apk-টা ইনস্টল করুন (ওপেন করবেন না)। তারপর "Evhacon2OBB.zip" ফাইলটা extract করুন। তারপর ভেতরে থাকা ”com.retroversogames.evhacon2” ফোল্ডারটি কপি/কাট করে Internal SD/Android/obb/… এখানে পেষ্ট করে দিন (সরাসরি ডেসটিনেশন ফোল্ডারে এক্সট্রাক্ট করতে পারেন)। এবার গেমটি ওপেন করুন, খেলুন আর হয় যান সুটার এক্সপার্ট যোদ্ধা। [Extract করতে ZArchiver ব্যবহার করতে পারেন।]
Evhacon 2 Trailer
দেখা হচ্ছে আগামি পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আগামি কয়েক পর্ব ধরে থাকবে রকস্টার গেমস -এর সব মোবাইল গেম। খোদা হাফেজ।
ফেসবুকে আমি…
Image Source
আমি তানভীর রানা রাব্বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 248 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির প্রতি একটু বেশি টান । শিখতে ভালোলাগে । গেম ডিজাইন করতে পছন্দ করি । কিন্তু অাড্ডা দিতে একটু বেশি পছন্দ করি ।
sundor video