আসসালামু আলাইকুম
কেমন আছেন? আশা করি ভাল। গত টিউন করেছিলাম GTA মোবাইল সিরিজের প্রথম গেম Grand Theft Auto: III নিয়ে। আর সেই টিউনে বলেছিলাম যে, আগামি টিউনগুলোতে GTA সিরিজের সব মোবাইল গেম নিয়ে টিউন করব। আর সেই কথা মত “অ্যান্ড্রয়েড HD গেম”-এর ৩৮ তম পর্বে হাজির হয়েছি সবার পরিচিত এবং GTA সিরিজের সবচেয়ে জনপ্রিয় গেম Grand Theft Auto: Vice City নিয়ে। গেমটি সম্পর্কে আর কি বলব।
এমন কোনো গেইমার নেই যে, জীবনে কোনো সময় Grand Theft Auto: Vice City খেলে নাই। যদি না খেলে তাহলে সে কোনো গেইমারই না। গেমটা প্রথম ২০০২ সালের শেষের দিকে মুক্তি পায়। আর উইন্ডোজ পিসির জন্য আসে ২০০৩ সালে। তবে তখন আমার বয়স ৩ বছর আর বাড়িতে পিসি নেই। তবে ক্লাস ২ তে থাকতে অর্থাৎ ২০০৬ সালে গেমটা গেলেছি। তখন তো পড়া-লেখা বাদ দিয়ে সারাদিন এই গেমটা খেলতাম।
প্রায় ২ বছর আগেও গেমটা আমি খেলেছি আমার PlayStation-এ (Amazon থেকে কিনেছিলাম BlackPack দিয়ে)। তবে অ্যান্ড্রয়েডে খেলে অনেক মজা পেয়েছি। কারণ গ্রাফিক্সটা একটু উন্নত করা হয়েছে। গেমটা খেলে আপনি অনেক মজা পাবেন। সেই ছোটবেলায় যেইরকম মজা পেতেন। তবে এখন মজা আরো বেশি পাবেন। অনেকে এরই মধ্যে অনেক বার মোবাইলে খেলেছেন। তবে যারা খেলেন নি তারা দ্রুত খেলেনিন। অনেক মজা পাবেন হলক করে বলতে পারি। আবার অনেকে হয়ত Lite (No Audio) ভার্সন খেলেছেন বোবার মত। তাদের জন্য নিয়ে এসেছি ফুল আর অফিশিয়াল ভার্সন। তাহলে খেলছেন তো…?
ভাইস সিটিতে আবার স্বাগতম। 1980-এর দশকে আবার ফিরে যান। এক ব্যক্তির অপরাধমূলক কাজের গাদা-র উপরের একটি গল্প। ভাইস সিটি, সমুদ্র সৈকত থেকে সোয়াপ পর্যন্ত বিস্তৃত এবং মহাকাশ থেকে গ্লটজ পর্যন্ত বিস্তৃত বিস্তৃত, সম্পূর্ণ এবং জীবিত ডিজিটাল শহরগুলির মধ্যে একটি অন্যতম শহর।
রকস্টার গেমস তাদের গ্র্যান্ড থেফট্ অটোর 10 বছরের বার্ষিকী উদযাপন হিসেবে মোবাইল ডিভাইসের জন্য গ্র্যান্ট থেফট্ অটো: ভাইস সিটি উচ্চ-রিসোলিউশনের গ্রাফিক্স, আপডেট কন্ট্রোল এবং একটি নতুন নতুন সব বৈশিষ্ট্য নিয়ে রিলিজ করেছিল।
সেরা পারফর্মের জন্য, আমি গ্র্যান্ড থেফট্ অটো: ভাইস সিটি খেলার সময় অন্যান্য অ্যাপ্লিকেশন ডাউনলোড এবং বন্ধ করার পরে আপনার ডিভাইস রিবুট করার জন্য সুপারিশ করব।
গ্র্যান্ড থেফট্ অটো: ভাইস সিটি ইনস্টল করার আগে দয়া করে আপনার অন্তত 1.5 GB ফ্রি স্পেস
দ্রষ্টব্যঃ ডাউনলোড নিঙ্ক গুলো Direct link। লিঙ্কে সমস্যা হলে জানাবেন।
ডাউনলোড করার পর প্রথমে Apk-টা ইনস্টল করুন (ওপেন করবেন না)। তারপর "Grand-Theft-Auto-Vice-City-1.07_www.revdl.com.rar" ফাইলটা extract করুন। তারপর ভেতরে থাকা ”com.rockstargames.gtavc” ফোল্ডারটি কপি/কাট করে Internal SD/Android/obb/… এখানে পেষ্ট করে দিন (সরাসরি ডেসটিনেশন ফোল্ডারে এক্সট্রাক্ট করতে পারেন)। এবার গেমটি ওপেন করুন, খেলুন আর হয় যান সুটার এক্সপার্ট। [Extract করতে ZArchiver ব্যবহার করতে পারেন।]
Grand Theft Auto: Vice City Trailer
আজকের মত বিদায় নিচ্ছি। আগামি টিউনে হাজির হব অারো একটা নতুন গেম নিয়ে। তবে আগামি পর্বে আর GTA সিরিজের গেম নিয়ে হাজির হব না। থাকবে অন্য একটা অসাধারণ অ্যাডভেনচার গেম। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।
আমি তানভীর রানা রাব্বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 248 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির প্রতি একটু বেশি টান । শিখতে ভালোলাগে । গেম ডিজাইন করতে পছন্দ করি । কিন্তু অাড্ডা দিতে একটু বেশি পছন্দ করি ।