আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আশা করি ভালো আর ভালো না লাগলেও আপনাদের জন্য আজ যেই টিউন নিয়ে এসেছি তা আশা করছি আপনাদের মন ভালো করে দিবে। কারণ এটি আমাদের দেশের তৈরি গেমস। Port bliss এর তৈরি দিতীয় গেম Mukti Camp। এই Port Bliss এর প্রথম গেম ছিলো Heros Of 71।প্রায় কয়েক বছর পর আজ রিলিজ হলো Camp। তো চলুন গেমটির কিছু Features জেনে নেই।
গেমটি হলো Hero's of 71 Mukti Camp।Android এযা একটি Strategy ক্যাটাগরির। গেমটির সাইজ ১০০ এমবির এর মধ্যে। গেমটি একটি অফলাইন গেম।
অনেকে গেমটিকে Clash Of Clan এর সাথে তুলনা করেছিল তবে গেমটি মোটেও সেরকম নই। গেমটি একদম COC থেকে আলাদা। এই গেমটির জন্য বহু অপেক্ষা করেছি আমি। যতোই হোক আামাদের দেশের তৈরি বলে কথা। গেমটি আমার খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আর দেরি না করে এখোনি ডাউনলোড করে খেলা শুরু করে দিন। গেমটি আপনারা ফ্রী তে Google Play থেকে ডাউনলোড করি নিতে পারেন।
Download Link :
https://play.google.com/store/apps/details?id=com.portbliss.mukticamp
আর গেমটির জন্য সবাই রেট দিয়েন যাতে করে আমাদের দেশের তৈরি গেমটি Google Play তে Top Developer পাই। এতে করে আামাদের দেশের ডিভিলপাররা উধসাহ পাই এবং Future এ আরও ভালো করতে পারে।
তো এখনই গেমটির একটি অসাধারণ ভিডিও দেখে নিন।Click Here
আমি এসআর অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।