বিঃদ্রঃ আজকের লিস্টে উল্লেখিত গেম গুলো সহজেই গুগল প্লে থেকে ডাউনলোড করা যাবে। গেমগুলোর কোনোটাই আপনার সিকিউরিটি বা প্রাইভেসি নিয়ে সংকোচ করবে না। কিছু গেমস এর সাইজ অনেক বেশি হবে। কিছু গেমস খেলার জন্য একটা ভালো পাওয়ারফুল সিপিইউ সমৃদ্ধ ফোন এর প্রয়োজন হবে। আবার কিছু গেমস ফ্রিতে আর কিছু গেম ডাউনলোড করার জন্য টাকা লাগবে। alert-info
Tiny Room Stories: Town Mystery একটি রহস্যে ঘেরা গেম, যেটা আপনার মনোযোগ ও দৃষ্টি আকর্ষণ করতে ভালোভাবে সফল হবে। গেমটিতে আপনি খেলবেন একজন ডিটেকটিভ বা গোয়েন্দা রূপে যে কিনা তার বাবার শহরে এসে দেখবে সেটা রীতিমতো জনশূন্য।
আপনাকে খুঁজে দেখতে হবে কেনো সেখানে কেউ নেই। এক্ষেত্রে আপনার গোয়েন্দা দক্ষতা দিয়ে ৩ডি লেভেল এর গ্রাফিকস এর সাথে মজাদার পাজল ও কুইজ সমাধান করতে হবে। গেমটি মূলত এস্কেপ রুম ও কোয়েস্ট এর মধ্যে সীমাবদ্ধ যেটা আপনার সময় কাটাতে সক্ষম।
Need For Speed এর নাম সবাই শুনেছি। এটি একটি জনপ্রিয় রেসিং গেম যেটা অ্যান্ড্রয়েড ও আইওএস জগতেও উপলব্ধ। সর্বপ্রথম NFS গেম থেকে আমরা জানি যে আমাদের রেস জিততে হয়, লেভেল আপ হতে হয় এবং তার পাশাপশি টাকা জিতে নতুন গাড়ি কেনার পাশাপশি সেগুলো কাস্টোমাইজ করা লাগে।
NFS Heat Studio তে আপনাকে গাড়ি কালেক্ট করতে হয় এবং সেগুলো ডিজাইন করতে হয়। গেমটিতে আপনি বিশ্বের সব অস্থির গাড়িগুলো ক্রয় করে সেগুলো ডিজাইন করতে পারবেন এবং সেগুলো NFS Heat গেমটি যেটা শীঘ্রই আসতে চলেছে সেখানে ইউজ করতে পারবেন।
এই গেমটির মধ্যে অনেকগুলোর গেমের মিশ্রণ আছে। এখানে MMO দিয়ে বুঝায়– Massively Multiplayer Online Games। আপনার যদি এমন কোনো গেম পছন্দ হয় যেখানে আপনি কোনো ওয়ার্ল্ড এ অ্যাডভেঞ্চার করবেন কিন্তু আপনার নরমাল MMO গেমগুলোর সাথে যে আনুষঙ্গিক জিনিষ গুলো আসে সেগুলো ভালো না লাগে তাহলে আপনি এই SimpleMMO গেমটি ডাউনলোড করতে পারেন।
এখানেই কিন্তু শেষ নয় আরো ১২টি অস্থির গেম দেখুন এখানে- BDTechTimes
আমি খান সামি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 মাস 3 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
I am a student and a professional blogger at bdtechtimes.xyz