সেরাদের সেরা [পর্ব-০৫] :: সেরা ১০ টি মাথানষ্ট করা আসন্ন পিসি গেমস

টিউন বিভাগ গেমস
প্রকাশিত
জোসস করেছেন

সেরাদের সেরা

হ্যালো টেকটিউনস জনগণ, কেমন আছেন আপনারা সবাই? আশাকরি সবাই ভাল আছেন। এখন থেকে নিয়মিত আবার নতুন টিউন নিয়ে আমরা হাজির হলাম আপনাদের কাছে। আর টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।

২০২০ সালের মথানষ্ট করা গেমস নিয়ে আলোচনা করার আগে ২০১৯ বছরটিও পিসি গেমসের জন্য ভাল বছর ছিল। আর ২০১৮ সালে কয়েকটি দুর্দান্ত পিসি গেমস রিলিজ পেয়েছিল এবং অনেক পিসি গেমসের কোয়ালিটি তেমন ভাল ছিল না, আর তাই ২০১৯ আর ২০২০ সালটিতে পিসি গেমসের একটি ভাল সময় পার করছে তা বলাই যায়। আর ২০১৯ সাল জুড়েই মাল্টি প্ল্যাটফর্ম সাপোর্টেড টাইটেলে অনেকগুলো দুর্দান্ট গেম মার্কেটে এসেছিল, যার মধ্য উল্লেখযোগ্য A Plague Tale: Innocence বা The Outer Worlds ইত্যাদি।

এছাড়াও Red Dead Redemption 2 পিসির জন্য পোর্ট করা গেমটিও খুবই ইম্প্রেসিভ (তবে কিছুটা বাগ রয়েছে), Total War: Three Kingdoms এবং তাছাড়াও Disco Elysium গেমটি পুরস্কারপ্রাপ্ত ও এর গল্পও দারুণ।

এই গেমগুলো মাথানষ্ট করা গেম তা সত্ত্বেও এ বছর এই গেমগুলোর মধ্যে বেশ প্রতিযোগিতা থাকবে, কে হবে এই বছরের সেরা গেম। আর এই বছরে আরও নতুন মাথানষ্ট করা পিসি গেম আসছে যেমনঃ Mount & Blade: Bannerlord এবং Cyberpunk 2077 রিলিজের অপেক্ষায় রয়েছে, তাহলে বলাই যায় ২০২০ সালটি পিসি গেমাররা খুবই ভাল একটি সময় পার করছে।

১. Mount & Blade II: Bannerlord

  • রিলিজ ডেটঃ মার্চ, ২০২০
  • জেনারঃ RPG, Strategy
  • একই ধরনের গেমঃ Total War series, Mount & Blade games

Cyberpunk গেমটি এই তালিকায় দীর্ঘ-প্রতীক্ষিত একমাত্র গেমস নয়। কেননা প্রায় ৭ বছর আগেই এই ধরনের RPG গেমস "Mount & Blade" অনেক গেমাররাই খেলেছেন, আর এই গেম খেলার পরে অনেক গেমাররা অধীর আগ্রহে এর পরবর্তী ভার্সনের বা সিক্যুয়াল এর জন্য অপেক্ষা করেছে। তো তাদের জন্য সুখবর, তারা শীঘ্রই এর পরবর্তী ভার্সনের বা সিক্যুয়াল Mount & Blade II: Bannerlord গেমটি পাবেন।

এখন বলেন, আপনারা এই Bannerlord গেমটি কিরকম হবে আশা করছেন? এককথায় বললে, গ্রাফিক্স কোয়ালিটি মূল Mount & Blade গেমসের মতই হতে হবে সাথে সাথে গেমপ্লে আরও ভাল হওয়া চাই। তবে বলা যায় মূল গেমের সমস্ত ফিচারই এই গেমসে পাবেন, এছাড়াও এতে রয়েছে ওপেন গেমপ্লে বা যুদ্ধ শুরু থেকে শেষ পর্যন্ত দিকনির্দেশনা ও সিমুলেটেড ইকোনমি এবং রয়েছে রিয়েল টাইম, কৌশলি সেনা নিয়ে যুদ্ধের সিস্টেম। তো যাইহোক, যুদ্ধে আক্রমণকে আরও গতিশীল করার জন্য এবং কৃত্রিমবুদ্ধিমত্তা আরও অনেক ইম্প্রুভ করা হয়েছে।

তাছাড়াও Mount & Blade গেমসের মত ম্যাপ, ডিপলোম্যাসি, সিটি বিল্ডিং এবং ফ্রাকশন ম্যানেজমেন্টের মত প্রতিটি ফিচারই নতুন রুপে এই গেমসে ফিরে এসেছে। উদাহরণস্বরূপ, আপনার শহর বা টাউনে নতুন বিল্ডিং কন্সট্র্যাক্ট করা হচ্ছে এবং এতে ডিপলোম্যাসির কিছু সিউডো-কারেন্সি রয়েছে যা দিয়ে Bannerlord এর বিভিন্ন চরিত্রকে কনভিন্স করতে হবে আপনার বিল্ডিং কন্সট্র্যাক্টশনকে সহজ করার জন্য।

আর যদি এই ইম্প্রুভমেন্টগুলো আপনার মনোযোগ আকর্ষণ করতে না পারে তবে Bannerlord তার ন্যায্য অংশ গ্রহণ করবে। সময়ের সাথে সাথে গেমসের চরিত্রেরও পরিবর্তন ঘটে যেমনঃ বয়স, যুদ্ধ বা মৃত্যুদন্ড কার্যকর করার কারণে এবং বিভিন্ন ধরনের শক্তিশালী অস্ত্রশস্ত্র দিয়ে নন-টেডশনাল গেমারদেও আকৃষ্ট করে যেমনঃ banditry বা trading।

সত্যি বলতে, আজকে সারাদিন লাগবে Bannerlord গেমস সম্পর্কে যদি বলতে যাই। একটু চিন্তা করুন, আপনি যদি মাল্টি জেনার বা RPG টাইপের গেমগুলো খেলতে পছন্দ করেন তাহলে দুমাসের জন্য Steam এর Early Access চালু করে গেমটি খেলে দেখতে পারেন আশাকরি আপনি সন্তুষ্ট হবেন।

২. Cyberpunk 2077

  • রিলিজ ডেটঃ সেপ্টেম্বর ১৭, ২০২০
  • জেনারঃ Cyberpunk RPG
  • একই ধরনের গেমঃ Blade Runner, The Witcher 3, GTA series

The Witcher 3, CD Projekt Red, Cyberpunk 2077 ইত্যাদি এই গেমসগুলো সুপরিচিত Polish developer দ্বারা ডেভেলপ করা হয়েছে, যার প্রধান লক্ষ্য হচ্ছে RPG গেমসকে নতুন স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া এবং গেমারদেরকে অন্য লেভেলের একটি গেমপ্লে উপহার দেওয়া।

এরই অংশ হিসেবে, Cyberpunk গেমসে আপনি নিজের ইচ্ছা মত একটি চরিত্র তৈরি করতে পারবেন, পাশাপাশি বিভিন্ন এট্রিবিউট, স্কিল কাস্টমাইজ করতে পারবেন। তাছাড়াও আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ বিভিন্ন ইউনিক ফিচারগুলোকে নিজের মত করে কাস্টমাইজ করতে পারবেন।

Cyberpunk 2077 গেমসে গেমাদেরকে গেমটি খেলার সময় প্রতি মুহুর্তেই গেমপ্লেতে স্বাধীনতা দেওয়া হয়েছে। তাই বলা যায় এটি Witcher 3 গেমসের সম্পুর্ণ বিপরীত একটি গেমস, কেননা এই গেমটিতে গেমাররা নিজের ইচ্ছা মত পরিবর্তন করতে পারে না যদি কোন কাস্টমাইজ করতেই হয় তাহলে হ্যাক করতে হয়, আর এজন্যই Cyberpunk গেমসে গেমাররা বিভিন্ন পদ্ধতিতে মিশনে যেতে পারে।

আপনি কি বড় বন্ধুক, বিস্ফোরণ এবং খাঁটি সাহসী যোদ্ধাদের পছন্দ করেন? তাহলে আপনি এসব কিছুই Cyberpunk গেমসের মধ্যে পাবেন। এছাড়াও ছিনতাই, হ্যাকিং, সাধারণ কথাবার্তা বা রোবটের সাথে খেলা করতে পছন্দ করেন বা এই সবকিছুই একটি গেমসে থাকলে কেমন হয়?

এবং আপনি যদি এই ধরনের গেমস খেলতে খেলতে একঘেয়েমিতে পড়েন তবে আপনি Cyberpunk 2077 গেমসে রয়েছে "Night City" নামের একটি ইম্প্রেসিভ সেটিংসঃ যার মাধ্যমে বিপজ্জনক একটি শহরের ভিউতে গেমপ্লে করতে পারবেন।

৩. Wasteland 3

  • রিলিজ ডেটঃ মে ১৯, ২০২০
  • জেনারঃ Isometric RPG
  • একই ধরনের গেমঃ Fallout 1 & 2, Wasteland 2, post-apocalyptic worlds

এই গেমটি Fallout গেমসের মত, এটি হচ্ছে টিউন-অ্যাপোক্যালিপটিক, পার্টি-বেইজড RPG সিরিজের গেমস, তাছাড়াও Wasteland 3 গেমসে স্টেরিওটাইপিকাল মরুভূমি সেট করার সেটিংস রয়েছে। তবে, এই গেমটিতে গেমারদের একটি তুষার আবৃত পাহাড়ি অঞ্চল যার নাম frigid Colorado এর মধ্যবর্তী স্থানে নামিয়ে দিবে।

এছাড়াও এই গেমে আপনি কাস্টম চরিত্র তৈরি করতে পারবেন এবং ডিফল্ট ভাবে সেই চরিত্রের সাথে একজন সঙ্গীও থাকবে - আর "Team November" এর সর্বশেষ বেঁচে থাকা সদস্যরা হচ্ছে শান্তিরক্ষী রেন্জার্সের একটি দল - Colorado এর একটি সাঁজোয়া রোভারের প্রতিকূল ল্যান্ডস্কেপকে অতিক্রম করে, আপনি আক্রমণকারী সহ, বিভিন্ন প্রাণীদের সাথে লড়াই করবেন। তাছাড়া আপনি এবং আপনার সঙ্গীরা যত বেশি মুখোমুখি লড়াই করে বেঁচে থাকবে তত বেশি নতুন ক্ষমতা এবং ইকুইপমেন্ট এর অ্যাক্সেস পাবেন।

আমাদের বিশ্বাস করুন, আপনি চাইলেই এই গেমসে থাকা সকল সুযোগ সুবিধাই আপনি পেতে পারেন। Wasteland 3 গেমসটি Wasteland 2 থেকে আরও চ্যালেঞ্জিং এবং মারাত্মক মৃত্যু নিয়ে খেলা তাছাড়া XCom এর মত স্ট্যাটেজিক যুদ্ধব্যবস্থা সহ নতুন অস্ত্রশস্ত্র এবং খেলোয়ার এবং শত্রুদের অ্যাডভান্টেজে রয়েছে অসাধারণ গেমপ্লে। এটা সত্যি যে, প্রথমবার গেমটি শুরু করার সময় বিপজ্জনক Colorado এর বন্যপ্রাণী এবং তাদের বাসিন্দাদের সাথে মুখোমুখি আক্রমণ করাতে আপনি আপনার সাথে করে একজন বন্ধুকে নিয়ে যেতে পারবেন।

আপনি আপনার সাথে করে একজন বন্ধুকে নিয়ে যান বা না যান inXile প্রতিশ্রুতি দিয়েছে যে, সর্বশেষ প্রোজেক্টটি ইমোশনাল একটি প্রোজেক্ট, সাথে চমৎকার গল্প নিয়ে একটি RPG টাইপের গেমপ্লে এই গেমসে রয়েছে। এই গেমসটি খেলার সময় আপনাকে কঠোর নৈতিক সিদ্ধান্ত নিতে বাধ্য করা হবে যার ফলে গেমসের বিভিন্ন দল এবং লোকেশনগুলো সেভ করতে সাহায্য করবে। আর তাই আপনার হাতে থাকা সমস্ত শক্তি দিয়ে আপনি কি বহু লোককে বাঁচাবার যথাসাধ্য চেষ্টা করবেন না এবং আশেপাশের উর্বর ভূখন্ডকে আরও ভাল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, নাকি কেবল এটিকে জ্বলতেই দেখবেন।

৪. Dying Light 2

  • রিলিজ ডেটঃ ২০২০ সম্ভাব্য
  • জেনারঃ Survival, FPS, RPG
  • একই ধরনের গেমঃ The Walking Dead, survival games, zombie killing

জম্বি সার্ভাইভাল গেমস ডজন খানেক রয়েছে তবে ভাল মানের জম্বি সার্ভাইভাল গেমসগুলো পাওয়া আসলেই দুষ্কর। সৌভাগ্যক্রমে, এখন পর্যন্ত আমরা যত জম্বি গেমস দেখেছি তার উপর ভিত্তি করে আমাদের কাছে মনে হয় Dying Light 2 গেমসটি অনেক ভাল মানের জম্বি সার্ভাইভাল গেমস।

Dying Light 2 গেমসটিতে একটি উন্মুক্ত জগত থাকে, ফার্স পারসন সার্ভাইভাল RPG গেমস হিসেবে বিশাল একটি গেমস, অনেক বড় লোকেশন যেটিকে গেমসে "The City" নামে অবিহিত করেছে। প্রথম গেমসের মত, Dying Light 2 গেমসটিতেও গেমারদেরকে ব্যাপক স্বাধীনতা দেওয়া হয়েছে, এই জন্য আপনি দেওয়ালে দৌড়াতে পারবেন, খুঁটির উপর থেকে এবং শত্রুদের কাছে থেকে বাউন্স করে চলে যেতে পারবেন এবং আরও অনেক কিছু। আর এইজন্যই এই লড়াইয়ের ব্যাপারটাও খুবই ইনোভেটিভ বলা যায়।

তাছাড়া Dying Light 2 এর The city শহরটি অন্ধকারে আচ্ছন্ন, বিপজ্জনক বিল্ডংয়ে ভরপুর, লড়াই করার জন্য রয়েছে সহিংস গোষ্ঠী, এই অবস্থায় আপনাকে অনেক কঠিন নৈতিক সিদ্ধান্ত নিতে হবে এবং - অবশ্যই অনেক জম্বি রয়েছে তাদেরকে এড়িয়ে যেতে হবে বা ধ্বংস করতে হবে। আর এই চ্যালেঞ্জ যদি আপনার জন্য যথেষ্ট না হয় তবে গেমটির স্টোরি রিএক্টিভিটি করতে পারবেন। আর গেমস খেলার সময় আপনি যে সিদ্ধান্ত গুলো নিবেন তা গেমসের জগতে দারুণ প্রভাব ফেলবে।

The City এর পাম্পগুলো চালু করার অপশন যদি অন করেন তাহলে পানিগুলো অন্য কোথাও সরে যাবে ফলে আপনি নতুন একটা স্থান পাবেন অন্বেষণের জন্য যা পূর্বে পানির নিচে নিমজ্জিত ছিল। এই স্টেজটি অনেক উত্তেজনাপূর্ণ নতুন একটি মিশন এবং আশাকরি তখনই আপনি এই গেমসের আসল মজা পাবেন তবে এজন্য আপনাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে এই স্টেজে পৌঁছানোর জন্য। আপনি যদি এই চ্যালেঞ্জটিকে ভয় না পান তাহলে রিলিজ হতে যাওয়া Dying Light 2 গেমসটি হতে পারে আদর্শ জম্বি গেমস।

৫. Vampire: The Masquerade - Bloodlines 2

  • রিলিজ ডেটঃ ২০২০ এর শেষের দিকে
  • জেনারঃ RPG
  • একই ধরনের গেমঃ Bloodlines 1, sparkle-free vampires, Deus Ex

যদিও Vampire: The Masquerade Bloodlines গেমসটি ২০০৪ সালে গেমিং জগতকে ইপ্রেস করতে পারেনি, তবে ফ্র্যাঞ্চাইজিটি এই বছর ফাস্ট ইম্প্রেশন তৈরি করতে আবার প্রথম সুযোগ পাচ্ছে। ডেভেলপার  Hardsuit Labs আনুষ্ঠানিকভাবে তাদের Vampire: The Masquerade Bloodlines এর সিক্যুয়াল নিয়ে কাজ করছে বলে ঘোষণা দিয়েছে।

আর তাই আধুনিক সময়ের জন্য Bloodlines 2 এর সকল ফিচার আপ টু ডেট করার জন্য কাজ করে যাচ্ছে। এর মানে আপনি গেমসে অনেক নতুন নতুন কাস্টম চরিত্র তৈরি করতে পারবেন, আগের থেকে আরও স্মুথ কোয়ালিটি এবং অ্যাকশন-ভিত্তিক লড়াই এবং আরও বেশি রিএক্টিভ স্টোরিলাইন এই গেমসটিতে রয়েছে। এছাড়াও Bloodlines 2 গেমসটিতে নতুন লোকেশন পাবেন, যেখানে রয়েছে বর্ষাকাল এবং অনেক সুন্দর সুন্দর রাস্তা।

এই গেমসটির এত উন্নতি এবং পরিবর্তন করার ফলে আশাকরি Bloodlines 2 হবে আপনার মনের মত একটি RPG গেমস, যার মানে বিভিন্ন আঙ্গেল থেকে এই গেমসে থাকা মিশনগুলো কমপ্লিট করতে পারবেন। আপনি গেমসের স্ক্রিনে ঝাঁপিয়ে পড়তে পারেন, এছাড়াও রয়েছে ভৌতিক শক্তিগুলো ব্যবহার করতে পারবেন এবং ভেন্টের মাধ্যমে ভেসে থাকতে পারবেন বা সুচালো দাঁত এবং নখ অথাবা শটগান সহ প্রচুত অস্ত্রশস্ত্র রয়েছে যার মাধ্যমে যেকোন এলাকাকে উড়িয়ে দিতে পারবেন। যদি আপনি আপনার হাত নোংরা করতে না চান তাহলে আপনি তা সবর্দা এড়িয়ে যেতে পারবেন, ভয় দেখাতে পারবেন যারা আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে।

আপনি যতই ভাল গেম খেলেন না কেন, আপনাকে অবশ্যই "Masquerade" নামের কোডটি ব্যবহার করতে হবে, যার ফলে আপনি আপনার ভ্যাম্পায়ার অস্তিত্বকে সাধারণ মানুষের থেকে গোপন রাখতে পারবেন। এর ফলে আপনি খুব ঘন ঘন হিংস্র প্রানীর হাতে ধরা পড়া থেকে বাঁচতে পারবেন অন্যথায় আপনার পরিণতি মারাত্মক হতে পারে। সবশেষে, Bloodlines 2 গেমসটি রিলিজের অপেক্ষায় থাকুন আশাকরি ভাল মানের একটি গেমস পাবেন।

৬. Doom Eternal

  • রিলিজ ডেটঃ মার্চ, ২০২০
  • জেনারঃ FPS
  • একই ধরনের গেমঃ Doom franchise, Quake, heavy weapons

আপনি যদি তীব্র গোলাগুলির গেমগুলো খেলতে পছন্দ করেন তবে Doom গেমসের কথা আপনি নিশ্চই শুনছেন। এই গেমিং সিরিজটি প্রায় দুই দশক ধরে গেমারদের পছন্দের তালিকায় রয়েছে এবং বছরের পর বছর এই গেমগুলোর কোয়ালিটি অনেক বদলেছে তবে একটি জিনিস ঠিকই আছে আর তা হলঃ গোলাগুলি করে শত্রু হত্যা করার প্রক্রিয়া।

Doom এর ২০১৬ সালের reboot ভার্সনটি, এই সিরিজের অনবদ্য একটি গেমস হিসেবে পরিচিত। এই গেমটিতে স্ট্যাটিজি বা ট্যাকটিসের উপর গুরুত্ব না দিয়ে এর পরিবর্তে গেমারদেরকে সর্বাধিক হত্যা করার জন্য একটি খোলা মাঠ দিয়েছে। ফলে লড়াইটি খুবই দ্রুত এবং পিউর যুদ্ধ ছিল, আর এর ফলে আপনার ব্যক্তিগত শত্রুদেরকে মোকাবেলা করার জন্য আপনাকে প্রতিনিয়ত উৎসাহিত করবে। এই ধরনের গেমসে সাধারণত আপনি একটি শটগান ও অন্যান্য অস্ত্রশস্ত্র সহ আপনার নিজের দুই হার ব্যবহার করে শত্রুদের ধ্বংস করে ফেলতে পারবেন।

Doom Eternal ও এর ব্যাতিক্রম হবে না। এই গেমসটিতেও Doom 2016 এর মতো একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং একই কোর গেমপ্লে রয়েছে তবে এটি ওয়াল ক্লাইমিং এবং ড্যাশিংয়ের মতো ফিচার যুক্ত করেছে, নতুন সরঞ্জাম হিসেবে armor বা বর্ম সংযুক্ত করা হয়েছে এবং বিভিন্ন গ্র্যাপলিং হুকের মতো নতুন অস্ত্রশস্ত্র যুক্ত করা হয়েছে।

যদিও এই অল্প বিবরণে গেমসের সম্পুর্ন বিবরন দেওয়া সম্ভব না তবুও এই গেমসটি কেনার জন্য আপনার মানিব্যাগ টা একটু কম কম ব্যবহার করবেন কিন্তু।

৭. Chivalry 2

  • রিলিজ ডেটঃ ২০২০ সম্ভাব্য
  • জেনারঃ Medieval combat sim
  • একই ধরনের গেমঃ Mount & Blade, Chivalry 1, Mordhau

আপনি যদি হ্যাভি সিমুলেশন মধ্যযুগীয় যুদ্ধের গেমসগুলো খেলতে পছন্দ করেন তাহলে Chivalry 2 গেমসটি এমন একটি গেমস যা আপনি মনে মনে খুঁজতেছেন। এটি PvP অ্যাকশান এর উপর ভিত্তি করে অনেক শক্তিশালী ভাবে তৈরি করা হয়েছে আর এতে ব্যবহার করা হয়েছে পরবর্তী প্রজন্মের গ্রাফিক্স, এছাড়াও ৬৪ জন্য প্লেয়ারের সবচেয়ে বর যুদ্ধের স্থান রয়েছে এবং রয়েছে আরও অনেক নতুন মোডস।

উল্লেখযোগ্যভাবে, Chivalry 2 গেমসে আগের ভার্সনের জনপ্রিয় এবং ফিজিক্স ভিত্তি ঝকঝকে লড়াই পদ্ধতি এই ভার্সনেও নিয়ে আসবে, তবে আগের থেকে আরও উন্নত ভার্সনে। এতে রয়েছে পুরানো দিনের সব অস্ত্রশস্ত্র যা ব্যবহার করে আপনি প্রতিপক্ষকেও কুপিয়ে মেরে ফেলতে পারবেন, এছাড়াও কুপানো অবস্থায়ও লড়াই চালিয়ে যেতে পারবেন বা বিভিন্ন প্রাকৃতিক বস্তুগুলো তুলে নিতে পারবেন যেমনঃ পাথর এবং তা পুড়ো লড়াই জুড়েই তা ব্যবহার করতে পারবেন।

আর আপনি যদি প্রথমবারের মতো এই সিরিজের গেমস Chivalry 2 খেলে থাকেন তাহলে অনেক নতুন কিছুই দেখতে পাবেন, যেখানে ঘরবাড়ি জ্বালানো থেকে শুরু করে, দরজা ভাংগা, অভিজাতিদের বধ করতে বা অন্য কৃষকদেরকে রক্ষা করতে পারবেন। আর আপনি গেমসের আরও গভীরে গেলে ক্যারেক্টার কাস্টমাইজেশনের অপশন পাবেন, এবং এর প্রথম গেমসে থাকা ফিচারগুলো আপনি সবই এই গেমসে পাবেন।

তাছাড়া Chivalry 2 এর প্রথম গেমটি এই সিরিজের প্রথম গেমটি হচ্ছে মাউন্টেড যুদ্ধ ব্যবস্থার অন্তর্ভুক্ত। আমরা নতুন এই গেমসটিতে এর অনেক কিছুই দেখেনি তবে এতে Chivalry গেমসের ব্যাসিক থেকেও আরও অনেক অনেক ভাল কোয়ালিটির হবে তা নিশ্চিত করেই বলা যায়।

৮. Watch Dogs: Legion

  • রিলিজ ডেটঃ ২০২০ এর শেষের দিকে
  • জেনারঃ Open-world action-adventure
  • একই ধরনের গেমঃ Watch Dogs 1 & 2, GTA series, hacking

আধুনিক ওপেন ওয়ার্ল্ড অ্যাকশন অ্যাডভেঞ্চার গেমগুলি আসলেই অনেক সুন্দর গেমস, কিন্তু আপনি যখন এই গেমসগুলোর আরও গভীরে যাবেন তখন বুঝতে পারবেন যে এই গেমগুলো খেলার পর একটু মায়া লেগে যাবে এত সুন্দর সিনারি দেখে। যদিও এই গেমসের জন্য আপনাদেরকে আর বেশি অপেক্ষা করতে হবে না - Ubisoft এর আসন্ন ওপেন ওয়ার্ল্ড অ্যাকশন গেমস Watch Dogs: Legion অনেক ভাল গেমস দেওয়ার প্রতিশ্রুতি করেছে।

যখন প্রথমবার Watch Dogs: Legion ওপেন করবেন তখন আপনি লন্ডনের সরকারের ভার্সনে গেমসটি দেখতে পাবেন। তো আপনি যে কম্পোনেন্টস ব্যবহার করতে পারবেন কেবল সেই কম্পোনেন্টস গুলোই ব্যবহার করবেন - কেননা মনে রাখবেন আপনি এই গেমসে ওয়ান ম্যান আর্মি হিসেবে খেলছেন না। আপনি যখন লন্ডনের কাল্পনিক পুলিশ স্টেটের পুরো বাহিনীর বিরুদ্ধে অবস্থা ন করবেন তখন আপনার সাহায্যের দরকার হবে এবং এর মাধ্যমেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর তাই গেমটিতে আপনি যে সমস্ত ক্যারেক্টার নিয়ে খেওলবা তা আগে থেকেই বেছে নিতে হবে।

তবুও সাবধান Watch Dogs: Legion গেমটিতে আপনার প্রিয় ক্যারেক্টার গুলো যদি ভুল সময়ে ভুল জায়গাইয় থাকে তাহলে তাকে কোন কারণ ছাড়াই হত্যা করা হতে পারে। আর এইজন্য আপনি আপনার অ্যাডভেঞ্চারে তিনজন রিয়েল লাইফ বন্ধুকে নিয়ে আসতে পারেন যাতে জীবনের হারানোর ঝুঁকি হ্রাস করতে পারেন। তো গেমসটি রিলিজের জন্য আর একটু অপেক্ষা করেন।

৯. Crusader Kings 3

  • রিলিজ ডেটঃ ২০২০ সম্ভাব্য
  • জেনারঃ Grand strategy
  • একই ধরনের গেমঃ Political intrigue, Game of Thrones, Crusader Kings 2

এই grand strategy জেনারের পিসি গেমস গুলো হচ্ছে গেমিং ইন্ডাস্ট্রি সবচেয়ে পুরাতন জেনার এবং এই জেনারের গেমসগুলো এত সহজে হারিয়ে যাচ্ছে না। এই গেমসটিকে মধ্যযুগীয় যুদ্ধের গেম বললেও ভুল হবে না।

তার মানে আপনি এখনও ইউরোপীয় ইতিহাসের বিখ্যাত শাসক হসাবে অভিনয় করতে পারবেন, গেমের আরও গভীরে যাওয়ার জন্য রাজনৈতিক মাস্টার স্ট্রোককে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবেন, আপনার বাচ্চাদের রক্ষা করা এবং রক্তপাতগুলো এড়িয়ে যেতে পারবেন এবং আপনার আত্মীয়দের একে অপরের সাথে বিয়ে দিতে পারবেন। অন্যভাবে বললে, Crusader Kings 3 গেমস থেকে আপনি Game of Thrones এর স্বাদ পাবেন তা নিশ্চিন্তে বলা যায়।

এই গেমসে static 2D গ্রাফিক্স এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে অ্যানিমেটেড 3D মডেল ব্যবহার করা হয়েছে এবং গেমসটির টেক্সচার এবং ইউজার ইন্টারফেসটিতেও অনেকটা আধুনিকীকরণ করা হয়েছে। সব মিলিয়ে, এই জটিলটার রাজ্যে কোন আপস নেই।

Crusader Kings 3 গেমসটিতে আরও অনেক নতুন কিছু রয়েছে যা আপনাদের আসলেই ভাল লাগবে বলে আমার বিশ্বাস। উদাহরণস্বরূপ, নতুনভাবে গঠিত লাইফস্টাইল সিস্টেম আপনাকে পাঁচটি বিভিন্ন ক্যারেক্টারে অভিনয় করার সুযোগ দিবে বা কাস্টমাইজ করতে পারবেনঃ Diplomacy, Martial, Stewardship, Intrigue, এবং Learning। আর এর প্রত্যেকটি ক্যারেক্টারেই আপনি আপনার পার্সোনালিটিকে ফুটিয়ে তুলতে পারবেন সাথে সাথে নতুন নতুন ক্ষমতা, বোনাস এবং আরও অনেক কিছু আনলক করতে পারবেন।

আপনি যদি এই ধরনের গেমস খেলতে পছন্দ করেন, তাহলে আপনি আপনার কাছের মিত্রদের পিছনে ফেলে সময়ের সাথে সাথে আপনার আপনার সাম্রাজ্যকে বাড়াতে পারবেন, তবে এই Crusader Kings 3 গেমসটি খেলার জন্য আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

১০. Biomutant

  • রিলিজ ডেটঃ ২০২০ সম্ভাব্য
  • জেনারঃ Action, RPG
  • একই ধরনের গেমঃ Kung-Fu, mutants, post-apocalyptic worlds

যদি আমরা ২০২০ সালের সেরা পিসির গেমসগুলোর মধ্যে Biomutant গেমসটি প্রথমদিগেই থাকবে। এর ডেভেলপারদের মতে, Biomutant একটি open-world, post-apocalyptic Kung-Fu fable RPG জেনারের গেমস যাতে রয়েছে শক্তিশালী যুদ্ধ ব্যবস্থা। আপনার হাতে থাকা তলোয়ার দিয়ে শত্রুদেরকে আঘাত করুন এবং তারপরে তা দিয়ে নিজের সুরক্ষান নিশ্চিত করুন। অথবা হাতে কিছু না থাকলে আপনি তা ঠিকমত করতে পারেন তাহলে খালি হাতেই চড় মারুন।

আর যখন আপনি আপনার অন্যান্য অস্ত্রশস্ত্রগুলো অথবা অন্যান্য দক্ষতা গুলো ব্যবহার করে আপনার শত্রুদের পরাজিত করতে পারছেন না, তখন Biomutant গেমটি আপনার ক্যারেক্টারকে কাস্টম ভাবে আরও শক্তিশালী করার ক্ষ্মতা দেয় ফলে আপনি আরও বেশি শক্তি নিয়ে আপনার শত্রুদের সাথে লড়াই করতে পারবেন এবং তাদের পরাজিত করতে পারবেন। এছাড়াও আপনি পায়ে হেতে যেতে পারবেন এবং চাইলে বিভিন্ন যানবাহনে চলতে পারবেন এবং আরও অনেক কিছু।

অন্যান্য RPG গেমসগুলো থেকে Biomutant এর ক্যারেক্টার প্রোগ্রেশন সিস্টেম কিছুটা আলাদা। আপন্নি এখানে পাওয়ার বাড়ানোর মত সাধারণ স্ট্যাট পরিবর্তন করতে পারবেন না এর পরিবর্তে আপনি আপনার জেনেটিক কাঠামো, আপনার চেহারা এবং কিভাবে অভিন্য করবেন তা পরিবর্তন করতে পারবেন "re-code" এর মাধ্যমে।

যদিও Biomutant গেমটি ওপেন ওয়ার্ল্ড RPG ডিজাইনে নতুন ভাবে তৈরি আর এই গেমসটি খেলতে আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।

শেষ কথা

এই লিস্টের মাথানষ্ট করা ১০টি পিসি গেমস নিয়ে আলোচনা করা হয়েছে, ফলে এখানে আপনার পছন্দের গেমসটি কোনটি তা কিন্তু টিউনমেন্ট করে আমাদেরকে জানাবেন আর এই লিস্টের বাইরেও আরও ভাল গেমস থাকতে পারে তা হয়তো আমার বিবেচনায় আসে নাই, এজন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 175 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 72 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস