আরও কিছু সুন্দর ও প্রয়োজনীয় বাংলা অ্যান্ড্রয়েড এপ্লিকেশন নামিয়ে নিন গুগল প্লে ষ্টোর থেকে

বাংলাদেশে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের চাহিদা বাড়ার সাথে সাথে বাড়ছে অ্যান্ড্রয়েড এপ্লিকেশন এর চাহিদা। কিন্তু সেই তুলনায় বাংলা অ্যান্ড্রয়েড এপ্লিকেশন এর সংখ্যা কম। কিন্তু অ্যান্ড্রয়েড এপ্লিকেশন ব্যবহার করার মাধ্যমে আমরা পেতে পারি অনেক সুবিধা। অ্যান্ড্রয়েড এপ্লিকেশনগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো আপনি একজায়গায় সবকিছু পেয়ে যান খুব গোছানো ভাবে। বাংলাদেশের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই আমার গুগল প্লে স্টোর এ অ্যান্ড্রয়েড এপ্লিকেশন আপলোড করার কাহিনী শুরু।
কিছু ছোট কিন্তু সুন্দর অ্যান্ড্রয়েড এপ্লিকেশন আপনার ওয়েব ব্রাউসিং এর সময় অনেক কমিয়ে দিতে পারে এবং একজায়গায় আপনি পেতে পারেন অনেক তথ্য। এমনি কিছু অ্যান্ড্রয়েড এপ্লিকেশন নিয়ে আমার আজকের এই টিউনটি। নিচে কিছু সুন্দর এপ্লিকেশন বর্ণনা ও গুগল প্লে লিংক সহ দিলাম। আশাকরি আপনাদের ভালো লাগবে। গঠনমূলক মতামত দিলে খুশি হব।

Good_Morning_BD

১. গুড মর্নিং বিডি:

আমরা সকল ইন্টারনেট ইউসার ই সকালে ঘুম থেকে উঠে কিছু ওয়েবসাইট এ ভিসিট করি। এই ওয়েবসাইট গুলো হলো অনলাইন নিউসপেপার এর ওয়েবসাইট, মূল খবরের কাগজ এর অনলাইন ভার্সন, আমাদের ইমেইল এর একাউন্ট এবং ফেইসবুক। আমরা যদি এক এক করে সবগুলো ওয়েবসাইট এ যেতে চাই তাহলে প্রতিবার আপনাকে সার্চ বার খুলে সেই ওয়েবসাইট গুলোর নাম সার্চ করে যেতে হবে। অনেক সময় এর বেপার। তাই এই এপ্লিকেশন টি ব্যবহার করার মাধ্যমে আপনি আপনি সবগুলো ওয়েবসাইট একসাথে একই এপ্লিকেশন থেকে ব্রাউস করতে পারবেন। গুগল প্লে থেকে একবার নামিয়ে একবার ব্যবহার করে দেখতে পারেন। ভালো লাগলে থাকলো আপনার অ্যান্ড্রয়েড ফোন এ । লিংক তা এখানে https://play.google.com/store/apps/details?id=com.andromo.dev314229.app304330

২. বেস্ট বাংলা জোকস:

মানুষ হাসানো খুব কঠিন কাজ। যারা এ কাজ করতে পারেন তারা অনেক গুনী। হাসি মানুষের আয়ু বাড়ায়। আপনাদের কিছু হাসির খোরাক যোগাতে তাই এর পর যে অ্যান্ড্রয়েড এপ্লিকেশনটির কথা বলব, সেটা একটি জোকস এর বই। অ্যান্ড্রয়েড এপ্লিকেশনটি নামিয়ে হাসির জোকসগুলো পড়ুন, আশা করি ভালো মজা পাবেন। লিংক এখানে https://play.google.com/store/apps/details?id=com.andromo.dev314229.app303323

৩. জোসনা ও জননীর গল্প:

হুমায়ুন আহমেদের বই আমাদের কার না পড়তে ভালো লাগে। "জোসনা ও জননীর গল্প" বইটি মুক্তিযুদ্ধ নিয়ে লেখা একটি অসাধারণ লেখা। মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষের জীবনযাত্রার একটি স্পষ্ট চিত্র খুঁজে পেতে এই বইটি একটি চমত্কার রেফারেন্স। বইটি পড়তে পারেন এই অ্যান্ড্রয়েড এপ্লিকেশনটি ডাউনলোড করে। লিংক টা এখানে https://play.google.com/store/apps/details?id=com.andromo.dev314229.app301644

৪. ভুতের গল্প:

যখন কিশোর ছিলাম, ভুতের গল্প খুব ভালবাসতাম। ভুতের গল্পগুলো যেন নিয়ে যায় অন্য এক দুনিয়ায়। এখনো হয়ত সেই মজার মজার ভুতের গল্প অনেকেই মিস করে। যারা পড়তে চান সেইসব ভুতের গল্প, খুব সহজেই পরে ফেলতে পারেন এই লিংক https://play.google.com/store/apps/details?id=com.andromo.dev314229.app301848 থেকে অ্যান্ড্রয়েড এপ্লিকেশনটি নামিয়ে।

Nasiruddin_Hojjar_Hasir_Golpo

৫. নাসিরুদ্দিন হোজ্জার হাসির গল্প:

নাসিরুদ্দিন হোজ্জার নাম আমার কে না শুনেছি তার নানান মজার গল্পের মাধ্যমে। তার গল্পগুলো যেমন মজার, তেমনি শিক্ষামূলক। নাসিরুদ্দিন হোজ্জার সেইসব মজার গল্প পরে নিতে চাইলে ডাউনলোড করুন এই অ্যান্ড্রয়েড এপ্লিকেশনটি https://play.google.com/store/apps/details?id=com.andromo.dev314229.app303683

উপরের অ্যান্ড্রয়েড এপ্লিকেশনটি ভালো লাগলে ডাউনলোড করে নিতে পারেন আরো কিছু অ্যান্ড্রয়েড এপ্লিকেশনটি এই পোস্টটি থেকে  কিছু সুন্দর ও প্রয়োজনীয় বাংলা অ্যান্ড্রয়েড এপ্লিকেশন নামিয়ে নিন গুগল প্লে ষ্টোর থেকে এবং উপভোগ করুন!

Level 0

আমি Himadri Saha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hello, I am an Electronics and Telecommunication Engineer. I have completed my BSC from KIIT University,Orissa,India and completed my MSC in Telecommunication from East West University,Dhaka. I have also completed my second master degree in Wireless Communication from National Taipei University, Taiwan with scholarship. I write my own technology blog...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য ।

offline e pora jabe?