জনপ্রিয় সব সোশ্যাল মিডিয়ার ওয়েব পেইজে ভিজিট না করেই নোটিফিকেশন দেখুন এক জায়গাতেই

হ্যালো টেকটিউনস জনগন, কেমন আছেন আপনারা সবাই? টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।

তথ্যপ্রযুক্তির এই যুগে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য সার্ভিস ব্যবহার করে থাকি। আর এই সুবাধে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে অগণিত নোটিফিকেশন দেখতে হয়। শুধু তাই নয়, প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্সেস করতে হয় নোটিফিকেশন গুলো দেখতে। সবগুলো নোটিফিকেশন যদি একই সাথে একটি প্ল্যাটফর্মে দেখা যেত তাহলে কতই না ভাল হত। ও আচ্ছা আপনারা তো হেডিং দেখেই বুঝে ফেলেছেন আজকে কি নিয়ে আলোচনা করবো তারপরেও বলছি, গুগলের ক্রোম ব্রাউজারের জন্য একটি অসাধারণ অ্যাড-অন নিয়ে আলোচনা করবো যার মাধ্যমে আপনি খুব সহজেই জনপ্রিয় সব সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন একত্রে দেখতে পারবেন।

Notyfy হচ্ছে ক্রোম ব্রাউজারের জন্য ফ্রি এক্সটেনশন, যা ব্যবহার করে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন একটি ইন্ট্রিগ্রেট প্ল্যাটফর্মে দেখতে পাবেন। আর এই এক্সটেনশনে জনপ্রিয় সব সোশ্যাল মিডিয়া সাপোর্ট করে যার ফলে আপনি সহজেই সব নোটিফিকেশন জানতে পারবেন এক জায়গা থেকে। এই এক্সটেনশনে সাপোর্ট করে এমন কিছু জনপ্রিয় সোশ্যাল মিডিয়া গুলো হলঃ Gmail, Facebook, Quora, Twitter, Reddit, Medium, StackOverflow, LinkedIn, Product Hunt, এবং GitHub।

আমি এই এক্সটেনশটি ব্যবহার করে দেখেছি, যা ক্রোম ব্রাউজারে খুবই ভাল ভাবে কাজ করেছে এবং জনপ্রিয় সব সোশ্যাল মিডিয়া থেকে নোটিফিকেশন গুলো নিয়ে আসে (আপনি শুধুমাত্র সেই সব সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন দেখতে পারবেন যেগুলোতে আপনি লগইন করেছেন)। আর এই এক্সটেনশটি অনেক উপকারীও বটে, কেননা প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতে ভিজিট না করেই আপনি সবগুলো সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন চেক করতে পারবেন একটি জায়গা থেকেই।

LinkedIn এর ভাল জব অফার,  Facebook-এ বন্ধুর জন্মদিন, আরও গুরুত্বপূর্ণ সব নোটিফিকেশন এখন থেকে আর মিস হবে না। তাহলে আর দেরি কেন,  এক্সটেনশনটি ব্যবহার করে দেখুন আর জানুন ক্রোম ব্রাউজারে এটি কিভাবে কাজ করে।

আপনার ব্যবহার করা সমস্ত সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন এক জায়গাতে পাওয়ার জন্য, আপনি ক্রোমের এই এক্সটেনশনটি ব্যবহার করতে পারেন। Notyfy হচ্ছে ক্রোম ব্রাউজারের জন্য ফ্রি এক্সটেনশন, যা আপনি আপনার ক্রোম ব্রাউজারে ইন্সটল করতে পারবেন। আর এই সার্ভিস ব্যবহার করে প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতে ভিজিট না করেই আপনি সবগুলো সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন চেক করতে পারবেন একটি জায়গা থেকেই।

আমি আগেই আপনাদের কে বলেছি যে,  Notyfy এক্সটেনশনটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন গুলি একটি জায়গায় দেখায় তার মধ্যে উল্লেখযোগ্য,  Gmail, Facebook, Quora, Twitter, Reddit, Medium, StackOverflow, LinkedIn, Product Hunt, এবং GitHub।

আপনি যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লগইন করে থাকেন তবে আপনি যে ওয়েব পেইজে বা ট্যাবে থাকেন না কেন এই এক্সটেনশানটি সকল নোটিফিকেশন গুলো এক জায়গাতে দেখাবে।

তবে নোটিফিকেশন গুলো দেখার জন্য, আপনাকে অ্যাড্রেস বারের একদম পাশেই এক্সটেনশন আইকনে ক্লিক করতে হবে। আর এক্সটেনশন আইকনে ক্লিক করা মাত্রই একটি সাইডবার দেখতে পাবেন যেখানে আপনি আজকের, গতকালকের, এই সপ্তাহের এবং এর থেকেও পুরোনো সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন দেখতে পাবেন।

কিন্তু আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে, নোটিফিকেশন গুলি একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে মিলেমিশে আসছে। তবে আরেকটু খেয়াল করলে দেখবেন যে, প্রতিটি নোটিফিকেশন এর জন্য সোশ্যাল মিডিয়ার রঙ এর সাথে মিলিয়ে একটি নির্দিষ্ট রঙ নির্ধারণ করা হয়েছে। উদাহরণস্বরূপ, নীল রঙ LinkedIn এর জন্য, গাঁড় নীল Facebook এর জন্য, কমলা Reddit এর জন্য, ইত্যাদি।

আর আপনি যদি নোটিফিকেশন এর উপর ক্লিক করেন তাহলে নতুন একটি ট্যাবে লিংকটি ওপেন হবে। কোন নোটিফেকেশন যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে উক্ত নোটিফিকেশন এর উপর ক্লিক করুন অন্যথায় ইগনোর করতে পারেন।

যেভাবে ব্যবহার করবেন

আশা করছি আপনারা গুগল ক্রোমে এক্সটেনশন ইন্সটল করতে হয় কিভাবে তা জানেন। তারপরেও ছোট্ট করে বলে দিচ্ছি Notyfy এর এই লিংকে ক্লিক করে সরাসরি Notyfy ইন্সটল পেইজে নিয়ে যাবে অথবা আপনি চাইলে গুগল ওয়েব স্টোরে গিয়ে সার্চ বক্সে Notyfy লিখে সার্চ করলেও Notyfy ইন্সটল পেইজে যেতে পারবেন। তো Notyfy ইন্সটল পেইজে গেলে আপনি নিচের মত একটা ইন্টারফেস দেখতে পারবেন।

এখন Notyfy ইন্সটল করতে উপরের ডানদিকে Add to chrome বাটনে ক্লিক করলে, একটি পপআপ বাটনে আপনার ব্রাউজারে এক্সটেনশনটি ইন্সটল করার জন্য পারমিশন চাইবে তখন Add extension বাটনে ক্লিক করুন।

এখন কিছুক্ষন অপেক্ষা করুন, অটোমেটিক্যালি ইন্সটল হয়ে যাবে। এরপরে আপনাকে আর কিছুই করতে হবে না (যদি আপনি সোশ্যাল মিডিয়াতে লগইন অবস্থায় থাকেন), তারমানে  Notyfy এক্সটেনশনটি আপনার হয়ে সবকিছুই করে দিবে।

Notyfy এক্সটেনশনটি ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা চেক করতে অ্যাড্রেস বারের একদম ডান পাশেই Notyfy এর আইকন দেখতে পাবেন। আইকনের উপর ক্লিক করলে উপরের মত একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং দেখবেন যে আপনার লগইন করা সমস্ত সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন গুলি অটোমেটিক্যালি কালেক্ট করে নিবে আর আপনারকে আর কষ্ট করে প্রত্যেকটি ওয়েব সাইটে ভিজিট করতে হবে না।

শেষ কথা

একের ভিতর সব, Notyfy এক্সটেনশনটি আপনাকে জনপ্রিয় সব সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন এক জায়গায় খুঁজে পেতে সাহায্য করবে। আর এইভাবে আপনি সোশ্যাল মিডিয়ার ওয়েব পেইজে ভিজিট না করেই খুবই দ্রুত সকল নোটিফিকেশন গুলো দেখে নিতে পারেন এক পলকে। এজন্য আপনাকে ক্রোম ব্রাউজারে যে সব সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন দেখতে চান সেগুলোতে লগইন করা থাকতে হবে অন্যথায় আপনি একজায়গাতে সকল সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন দেখতে পারবেন না।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 175 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 72 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস