কিভাবে ব্লগস্পট ব্লগে গুগল ম্যাপ যুক্ত করবেন

ইন্টারনেট ব্যবহার করেন আর গুগল ম্যাপ এর কথা যানেন না এটা অভাবনীয়। তারপরও নতুনদের জন্য গুগল ম্যাপ নিয়ে আংশিক কিছু বলে জাচ্ছি।গুগল ম্যাপ খুবি দরকারি একটি জিনিস। গুগল ম্যাপের মাধ্যমে খুব সহজেই পৃথিবীর বিভিন্ন স্থান সম্পর্কে জেনে নিতে পারবেন। যুগের চাহিদা, প্রযুক্তির ব্যবহার আর বিশ্বের সাথে তাল মেলাতে এটি একটি অনন্য প্রযুক্তি। বিশেষ করে কেনাকাটার জন্যে ওয়েব সাইট গুলোতে এটি বেশ কার্যকারী ক্রেতা এবং কিক্রেতা দের অবস্থান জানতে, এবং কমিউনিটি ওয়েব সাইট গুলতে এখন ম্যাপ বা লোকেশন এর ব্যবহার হচ্ছ। যাই হোক অনেক কিছুই বলে পেল্লাম, আজকে আমার আলোচনার বিষয় "কিভাবে ব্লগস্পটে গুগল ম্যাপ যুক্ত করবেন"।

  • প্রথমে   https://maps.google.com/ এই লিঙ্ক  যান, এরপর সেখানে আপনি যেই স্থান টিকে আপনার ব্লগে দেখাতে চাইছেন সেটা সার্চ করুন।  চিত্র দেখুনঃ

  • এবার আপনি আপনার লোকেশন পেয়ে যাবে একটু নিচে দেখুন সেটিংস্‌ বাটন আছে তাতে ক্লিক করুন এবং সব উপর থেকে "Share or embed map" এ ক্লিক করুন নিচের চিত্রে দেখুনঃ

  • এরপর একটি পেজ আসবে সেখানে দেখুন "Share link" এবং "Embed map" দুটি অপশন আছে তার মধ্যে থেকে আপনি "Embed map" এ ক্লিক করুন করুন এবং ক্লিক করার পর  একটি বক্স পাবেন, সেই বক্সের কোড গুল কপি করে নিন। কপি করার আগে অবশ্যই আপনার প্রয়োজনমত কোড এর সাইজ ঠিক করে নিন। তার পর কোড কপি করুন।   নিচের চিত্রে দেখুনঃ

এরপর আপনার ব্লগার ব্লগ লগইন করুন এবং ড্যাশবোর্ড থেকে Layout → Add a Gadget → HTML/Javascript এ ক্লিক করুন এবং উপরে যে কোড গুলো কপি পেস্ট করেছেন সেগুলো Content ঘরে বসিয়ে Save করে দিন। এক্ষেত্রে অবশ্যই ঠিক করে নিন আপনি কোন যাইগাই ম্যাপটি দেখাতে চান। এরপর না বুজলে  ভিডিও দেখে দেখে করেনঃ  https://www.youtube.com/watch?v=3Epqm5wrgVY

Level 0

আমি কামাল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 53 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সময় পরিবর্তনের সাতে সাতে জীবন জীবীকার ধারনাটা ও পরিবর্তন হয়। বর্তমান সময় তথ্য ও প্রযুক্তি ব্যাবহার করে আমাদের দেশের তরুণরা খোঁজ করে নিচ্ছে নিজেরদের ভাগ্য পরিবর্তন এর চাকা। আর সেটা ইন্টারনেট এর মাধ্যমে সম্ভহব হরচ্ছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস