গুগল ম্যাপ ব্যবহার করে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গার দূরুত্ব নির্ণয় করবেন? দেখে নিন

আমাদের কাছে এখন ইন্টারনেট মানেই গুগল। যারা আন্ড্রয়েড ব্যবহার করেন তো গুগল এর অপারেটিং সিস্টেম আন্ড্রয়েড ব্যবহার করেন। আর পিসিতে বেশিরভাগ ইউজার গুগল ক্রোমকে ব্রাউজার হিসেবে ব্যবহার করে। আমরা প্রতিদিন গুগল এর নানা ফিচার এর সাহায্য নেই। যেগুলো না থাকলে এখন জীবন কল্পনাই করা যায় না। এই গুগল এর একটি অনেক সার্ভিস হলো গুগল ম্যাপ। যারা ঢাকার রাস্তায় চলেন অনেকেই গুগল ম্যাপ এর সাথে পরিচিত। অনেকেই আবার গুগল ম্যাপ ব্যবহার করেই বিভিন্ন রাস্তা খুঁজে বের করেন।

তবে আজকে আমি গুগল ম্যাপের একটি অন্যতম ফিচার সম্পর্কে সম্পর্কে আপনাদের বলব। এর মাধ্যমে আপনি গুগল ম্যাপ ব্যবহার করে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট এর দূরত্ব নির্ণয় করতে পারবেন। এর ফলে আপনি যেই রাস্তা দিয়ে কথায় যাবেন সেই রাস্তাতে আপনার কত কিলমিটার যেতে হবে সেতি দেখতে পারবেন। আর আপনার যদি নিজের গাড়ি থাকে তবে আপনি প্রয়োজনমত ফুয়েল নিয়ে নিতে পারবেন।

আবার আপনি যদি জগিং করেন অথবা সাইকেল চালান তাহলে বুঝতে পারবেন জে কতটুকু পথ হাঁটলেন বা সাইকেল চালালেন। এতে আপনি হিসাব ঠিক রাখতে পাবেন। এই ফিচারটি আপনার ব্যবহার করার জন্য প্রথমে এই লিঙ্ক ঠিক গুগল ম্যাপ এর ওয়েবসাইটে যেতে হবে। এই ফিচারটি শুধু ওয়েবসাইট এবং আন্ড্রয়েড অ্যাপে কাজ করবে। আইফোনে কাজ করবে না।

তারপরে আপনি যেই এলাকা অর্থাৎ পয়েন্ট থেকে অন্য পয়েন্টের দূরত্ব নির্ণয় করতে চান সেই এলাকা খুঁজে বের করুন। তারপরে ঠিক মত যুম করে নির্দিষ্ট পয়েন্ট ঠিক করে নিন। তারপরে রাইট ক্লিক করে “Measure distance” নামের অপশনটিতে ক্লিক করুন।

আমার ম্যাপে স্যাটেলাইট ইমেজ অন করা। আপনি যেকোনো ম্যাপে করতে পারবেন। তবে আমি স্যাটেলাইট ইমেজ ভাল লাগে তাই আমি এটি ব্যবহার করছি। স্যাটেলাইট ইমেজ অন অফ নিচের অপশন থেকে করতে পারবেন।

এবার যেই জায়গা থেকে যেই জায়গার দূরুত্ব মাপ্তে চান সেই দুই জায়গা সিলেক্ট করুন। এর জন্য শুধু মাত্র জায়গা দুইটির উপর ক্লিক করলেই হবে। আপনি চাইলে একসাথে অনেক পয়েন্ট এর দূরুত্ব নির্ণয় করতে পারবেন। নিচের ছবিটা দেখলেই আশা করি বুঝে যাবেন।

দেখুন নিচে পুরো দূরুত্ব লেখা আছে। এভাবে আপনি চাইলে যেকোনো জায়গা থেকে যেকোনো জায়গার দুরুত্ত নির্ণয় করতে পারবেন। আজকের টিউনটি ছোট হলেও আশা করি আপনাদের কাজের লাগবে। এবং টিউনটি কেমন লাগলো তা অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। আর কোন সমস্যা হলে অবশ্যই টিউমেন্ট এর মাধ্যমে জানাবেন। তাহলে আমি আপনাদের সমস্যার সমাধান দিতে পারব। সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন।

Level 2

আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস