অল্প টাকায় যে ব্যবসা করতে পারেন – ১ম পর্ব

আমরা যারা আমাদের আয় বাড়াতে চাই, তারা প্রতিনিয়ত নতুন কিছু করতে চাই, বা যারা এখনো কিছু করতে পারছেন না, তারা কিছু শুরু করতে চান অল্প টাকায়, তাদের জন্য আমার কিছু অল্প টাকায় ব্যবসার আইডিয়া মাথায় গুর পাক খাচ্ছে, (আমি চাকুরির পাশা পাশি করি) ---- তাই আজ আপনাদের সাথে শেয়ার করতে আসলাম, প্লিজ ঠাণ্ডা মাথায় একটু পড়ে বুঝে দেখুন, আপনার না হলেও আপনার আসে পাশের কারো কাজে লাগতে পারে।

আপনি প্রথমেই অল্প টাকায় ২০ - ৩০ হাজার টাকায় শুরু করতে পারেন - ইলেকট্রিক + ইলেকট্রনিক্স এর ব্যবসা।

-> যেমন -> টর্চ লাইট, চার্জ লাইট, চার্জার ফ্যান, এমপ্লিফায়ার সার্কিট, সুপারগ্লু, সিলিং ফ্যান এর ক্যাপাসিটোর, ভলিয়ম সার্কিট, LED লাইট, মোটর সাইকেলের বেয়ারিং, সিলিং ফ্যানের বেয়ারিং, সুইচ, ভোল্টেজ স্ট্যাবিলাইজার, মিনি IPS ইত্যাদি ->

এই দরনের প্রোডাক্ট এর কেনা দাম এর চেয়ে প্রায় ২ -৩ গুন বেশি দামে বিক্রি করা যায়। প্রথমে আপনার আত্মীয় স্বজন দের কাছে বিক্রি করা শুরু করেন, পরে আস্তে আস্তে আপনার এলাকায়, তার পরে বিভিন্ন দোকানে বিক্রি শুরু করতে পারেন। এতে আপনার ও ভালো কিছু ইনকাম হবে।

 

আমাদের দেশে যে হারে লোড শেডিং হচ্ছে, বার বার কারেন্ট আসার কারনে অতিরিক্ত হাই ভোল্টেজ হচ্ছে এতে করে আমাদের ইলেকট্রিক ডিভাইস গুলোর অনেক ক্ষতি হচ্ছে, এর হাত থেকে বাচতে হলে আমাদের এই ডিভাইস গুলোর সুরক্ষার জন্য Voltage Stabilizer ব্যবহার করা অতি গুরুত্ব পুর্ন।

তাই আপনার আত্মীয় স্বজন দের কাছে এই Voltage Stabilizer বিক্রি করতে পারেন। ভালো ইনকাম করতে পারেন।

এনার্জি লাইট

আমাদের দেশের বিভিন্ন বাজারে রাস্তা ঘাটেই এখন দেখতে পাওয়া যায় অল্প টাকায় এনার্জি বাল্ব বিক্রি করতে, ওরা নাকি কোম্পানির প্রচারের জন্য ৭০% ডিসকাউন্টে ৩০০ টাকার বাল্ব মাত্র ১০০ টাকায় দিচ্ছে, অনেকে আবার ২০০ টাকার বাল্ব কিনলে ১টার সাথে আরেকটি বাল্ব ফ্রি দেয়, এতে বিক্রিও হচ্ছে অনেক, তাই আপনিও শুরু করতে পারেই এই ব্যবসা। লাইট গুলো খুভি অল্প দামে কিনতে পাওয়া যায়। তাই বিক্রি করে আপনি ভালোই আয় করতে পারেন।

আপনি ইচ্ছে করলে প্রতি দিন কম পক্ষে ২০ থেকে ৪০ টা বাল্ব বিক্রি করতে পারবেন, সারা দিনে।

প্রতি দিন যদি ২০ টি বাল্ব বিক্রি করেন প্রতি দিন, আপনি ২০ টাকা করে আয় করেন -

তাহলে প্রতি দিন ২০ গুন ২০ সমান ৪০০ টাকা

তাহলে মাসে  ৪০০ গুন ৩০ সমান ১২০০০ হাজার টাকা, ওয়াও

বেকার বসে না থেকে আজি শুরু করতে পারেন এই ব্যবসা।

 

 আপনি প্রথমেই অল্প টাকায় ২০ - ৩০ হাজার টাকায় শুরু করতে পারেন - সাইকেল এর মোটর সেটআপের এর ব্যবসা।

অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও এখন সাইকেলে মটর লাগানোর দুম পরে গেছে। এখন অনেকেই কম খরছে তার বাই সাইকেল কে ইলেকট্রিক সাইকেলে রূপান্তরিত করে ফেলছেন।

এতে করে চলা ফেরায় অনেক সুবিধা হচ্ছে, এই মটোর সেটাপের জন্য একটি মটর ও ব্যাটারি লাগালেই কাজ শেষ, সেটাপ ও সহজ, একবার চার্জ দিলে চলেও ৪০-৫০ কিলোমিটার। চার্জ খরচ ও অনেক কম, মাত্র ৫-১০ টাকা।

আপনি প্রথমেই অল্প টাকায় ২০ - ৩০ হাজার টাকায় শুরু করতে পারেন - রিক্সা এর মোটর সেটআপের এর ব্যবসা।

নরমাল রিক্সা গুলোতে এখন ইলেকট্রিক মোটর লাগানোর ব্যাবসাও হচ্ছে, সহজেই সেট আপ করতে পারেন এই মোটর।

এছারা রিক্সার বিভিন্ন লাইট, টিট হর্ন, মিউজিক হর্ন, লেচু লাইট, মিউজিক লাইট, ব্যাটারি, পিনিয়াম, চার্জার, মোটর ইত্যাদি বিক্রি করতে পারেন, লাভ ভালোই।

এছাড়া আরও অনেক কিছুই বর্তমানে করতে পারেন, বর্তমান চাহিদা অনুযায়ী অনেক ব্যবসাই আছে আমাদের চারি দিকে, একটু খুঁজ নিলেই করতে পারেন কম টাকায় ব্যাবসা, আরও কিছু জানার থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যতদূর পারি সাহায্য করবো।

মেহেদি- ০১৯৭৭৮৮৬৬৬০, ফেইজবুকে আমি

আমি mahadi hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

all kinds of computer & software ----- virus


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাইকেল রিক্সায় মোটর লাগানো বর্তমানে অবৈধ। রাস্তাঘাটে পুলিশ অনেক ঝামেলা করে।

    তবুও এই ব্যবসা চলবে, সরকার তাদের কে চুক্তির মাধ্যমেই বাংলাদেশে ব্যবসা করতে দিয়েছেন, সেই চুক্তি রক্ষা করতে হলে এই ব্যবসা থাকবেই, শহরে গ্রামে গঞ্ঝে ব্যবসা চলবে, চলছে,

Vai Cycell a Motor And Battery Setup Korar jonno koto taka lagba And Setup Korar jonno Jodi Kisu Picture dete daktam ar ki pls Reply Me Or E-Mail—–[email protected]

Price Koto Bola jaba brother?

Vay Moza Paylam……. Valo Business Plan……

    এইখানে মঝা পাওয়ার কি হইলো? ভালো প্লান কি করে মজার হয়?

Level 0

Valo laglo a rokom tune aro korben. keu na keu uppokkirito hobey. dhonnobad vai.

আপনাকেও ধন্যবাদ কস্ট করে পড়ার জন্য

খুব ভাল, কিন্তু এইসব পাকইকারী কোথায় পাওয়া যাবে?

    আমাদের কাছেও পেতে পারেন.

যশোর কুষ্টিয়া

Bhai video ti download korta gala ai lekha ase
This video is unavailable.
Sorry about that.