ছবির অপ্রয়োজনীয় অংশ নিমেষেই দূর করুন কন্টেন্ট এওয়্যার ফিলের সাহায্যে(ভিডিও)

এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা জানব ফটোশপের Content Aware Fill অপশনটি সম্পর্কে। এটি CS5-এর নতুন এবং খুব দরকারী একটি অপশন। এই টিউটোরিয়ালে আপনারা দেখবেন কিভাবে Content Aware Fill অপশনটি ব্যবহারের মাধ্যমে ছবি থেকে যে কোন অপ্রয়োজনীয় অংশ খুব সহজে এবং অল্প সময়ে দূর করে ফেলা যায়। আর এই টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা আমাদের ভিডিও টিউটোরিয়ালের কাজ শুরু করলাম। কেমন হল, প্লিজ জানাবেন…

যাদের ইন্টারনেট স্পীড স্লো, ইউটিউবে দেখতে গিয়ে ঝামেলায় পড়ে যান, তাদের জন্য

ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?97tff70wf8fwm69

Level 0

আমি ছবির ছেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শেখার চেষ্টা করছি অনেক কিছুই।কিন্তু শেষ পর্যন্ত শেখা হয় না কিছুই।তারপরও যতটুকু শিখতে পারি তা শেয়ার করতে ভালোবাসি অন্যদের সাথে।পড়াশোনা অন্য বিষয়ে হলেও কম্পিউটারের প্রতি রয়েছে অদম্য আগ্রহ।মাঝে মাঝে মনে হয় এরচেয়ে আর ভালো কোনো বন্ধু হতেই পারে না।স্বপ্ন অনেক, তার মধ্যে একটি হলো গ্রাফিক্স ডিজাইনার হওয়া।তাইতো আজকে আমার এই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

থ্যংকস ফর ইওর টিউটোরিয়াল। আই নীড সি এস ৩ টিটি।

টিউনের জন্য ধন্যবাদ। তবে ১১এমবি এর ভিডিও টিউটোরিয়াল টির পাশাপাশি যদি কয়েকটি স্ক্রীন শর্ট দিয়ে টেক্সট আকারে দিতেন তাহলে আমাদের মতো সীমিত ডাটা ব্যবহারকারী দের জন্য সুবিধা হবে।

    @মোহাম্মদ খালিদ হোসাইন: ভাইয়া আমি আপনি যেভাবে বলছেন,সেইভাবেই পোস্ট লিখতাম।কিন্তু কিছু চোর আছে আমার কস্ট করে লেখা পোস্ট কপি পেস্ট করে নিয়ে নিজের নামে চালিয়ে দেই।অনেক কস্ট পেয়েছি এতে।তাই ঠিক করেছি এবার থেকে ভিডিও পোস্ট করব।
    একটা পোস্ট লিখা যে কি কস্ট সেটা চোরেরা বুঝেনা। ঃ৯

    আপনি আমার বাকি পোস্ট গুলো দেখতে পারেন ওগুলো স্ক্রীন শর্ট দিয়ে টেক্সট আকারে

চমৎকার!!! আমি বহুদিন যাবৎ এই ট্রিক্সটা খুঁজছিলাম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এমন আরো সুন্দর সুন্দর টিউন করবেন। আর খালিদ ভাইয়ের সাথে আমি একমত।

ভাই অনেক অনেক সুন্দর হয়েছে, চোরদের ঠেকাতে দারুন একটি কাজ, ভাই আরও পোস্ট চাই এই রকম তবে দেশের মানুষ অনেকেই অনেক কম স্পীড নেট ইউস করেন তাদের জন্য কষ্ট হবে ভিডিও দেখা

    @অর্জন: কি করব ভাইয়া বলেন।২-৩ রাত জেগে টিউটোরিয়াল লেখার পর যদি দেখি, ১ সেকেন্ডে কেও চুরি করে নিয়ে গেছে তখন কেমন লাগে বলেন ? …

ভাই কাজ তো হয় না ।
content aware দিলে ছবি তো নাই হয় ঠিকই, কিন্তু আশে পাশের ছবির প্রতিচ্ছবি তৈরী হয় ।
কি করি ।
ধন্যবাদ ।

    @এহসান: ভাইয়া আমি আপনার সাথে একমত।কমপ্লেক্স ছবির ক্ষেত্রে এটা হবেই।এর কারন এবং সমাধান ও আছে।এই টিউটিরিয়াল বিগিনার লেবেলের।আমি এটার উপর ইন্টারমিডিয়েট ও এডবান্স লেবেলেও পোষ্ট করবো খুব তারাতারি।উত্তর পেয়ে যাবেন…ধন্যবাদ।

ভাইয়া, আপনার ভিডিও টিউটোরিয়ালটি খুব সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। এ রকম ভিডিও টিউটোরিয়াল এর পাশাপাশি আমরা যারা নতুন, ফটোশপ শিখতে চাই, তাদের জন্য বিগিনার থেকে এ্যাডভান্স লেভেলে শিখার জন্য কি কোন চেইন টিউন আপনি করবেন? অথবা কোথা থেকে আমি এগুলো সহজে পেতে পারি?