Ξভিডিও টিউনΞ ফটোশপ CS6 বাংলা ভিডিও টিউট প্যাকেজ [প্যাকেজ-০১] :: ৫টি ভিডিও – ফটোশপের ইন্টারফেস আলোচনা। Open Image, Bridge, Custom Workspace, Navigating Tabs, Interface, Zoom Tool, Rotating view, Screen Modes

ফটোশপ CS6 বাংলা ভিডিও টিউট প্যাকেজ

কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। আমি নিজে নিজে বাসায় বসে যখন গ্রাফিক্সের কাজ শিখছিলাম তখন বাংলাতে ভাল টিউটোরিয়াল খুজেছিলাম অনেক। তখনি আমার ইচ্ছা হয়েছিল বাংলাতে গ্রাফিক্সের উপর টিউটোরিয়াল তৈরি করবো। তারই ধারাবাহিকতায় আমি এখন থেকে নিয়মিত ফটোশপের উপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করবো।

ফটোশপের ভিডিও টিউটোরিয়ালের এই চেইন টিউনের প্রতি পর্বে ৫টি করে ভিডিও শেয়ার করা হবে। প্রতিটা ভিডিও ৫-১০ মিনিটের মধ্যে সীমাবদ্ধ। একেবারে বিগেনার লেভেল থেকে শুরু করা এই ভিডিও ধীরে ধীরে এডভান্স লেভেলের ভিডিও টিউটোরিয়ালে গিয়ে শেষ করবো ইনশাল্লাহ। অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল হবে। যাকে বলে A টু Z।  🙂

যেহেতু এটা আমার প্রথম ভিডিও টিউটোরিয়াল তাই অনেক ভুল ভ্রান্তি থাকবে এবং থাকাটাই স্বাভাবিক তাই মন্তব্য করে ভুলগুলো বা আরো কিভাবে ভাল টিউটোরিয়াল তৈরি করা যায় তা পরামর্শ দিলে উপকৃত হই। এছাড়া আপনাদের রেসপন্স থেকেই বুঝতে পারবো আমার টিউটোরিয়াল আসলেই দরকার কিনা। :)

ভিডিও টিউটোরিয়াল গুলো টিউটোহোস্টের ব্যানারে প্রকাশিত হবে। অর্থাৎ স্পন্সর করেছে টিউটোহোস্ট।

যে পাঁচটি ভিডিও এই প্রথম প্যাকেজ চেইন টিউনে প্রকাশিত হবে তা হচ্ছেঃ

  1. ফটোশপ CS6 ভার্শনের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল-০১(Open Image,Bridge)
  2. ফটোশপ CS6 ভার্শনের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল-০২(Custom Workspace)
  3. ফটোশপ CS6 ভার্শনের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল-০৩(Navigating Tabs, Interface )
  4. ফটোশপ CS6 ভার্শনের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল-০৪(Zoom Tool)
  5. ফটোশপ CS6 ভার্শনের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল-০৫(Rotating view, Screen Modes)

Bangla Photoshop Tuto 01-open image,bridge

আমার প্রথম টিউটোরিয়ালে আমি শেয়ার করেছি কিভাবে ইমেজ ওপেন করতে হয় এবং Brige এর ব্যবহার।

Bangla Photoshop Tuto 02- Custom Workspace

এই পর্বে কাস্টম ওয়ার্কস্পেস কিভাবে তৈরি করা যায় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে।

Bangla Photoshop Tuto 03- Navigating Tabs, Interface

এই পর্বে ট্যাবগুলো কিভাবে সাজানো যায় এবং ব্যাকগ্রাউন্ড ইন্টারফেসের কালার কিভাবে পরিবর্তন করা যায় সেটা নিয়ে আলোচনা করবো।

Bangla Photoshop Tuto 04-Zoom Image

এই পর্বে আলোচনা করা হয়েছে Zoom টুল নিয়ে। অর্থাৎ বিভিন্ন মাধ্যমে কিভাবে ইমেজ জুম করা যায় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Bangla Photoshop Tuto 05- Rotating view, Screen Modes

ধীরে ধীরে চেষ্টা করছি টিউটোরিয়ালগুলো বড় করার। প্যানেলগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়া হলো এই পাঁচ পর্ব থেকে।পরের পর্বে থাকবে ইমেজ সাইজ নিয়ে কিছু আলোচনা। এর পর থেকেই গুরুত্বপূর্ণ অংশ যেমন লেয়ার নিয়ে আলোচনা করবো। যাদের নেট স্পীড ভাল তারা অবশ্যই চেষ্টা করবেন 720p অর্থাৎ HD প্রিন্ট ভিডি দেখতে বা ডাউনলোড করতে। 🙂  আর হ্যা আপনি যেখানে খুশি এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন। কোন অনুমতি নেয়ার প্রয়োজন নেই।

সব শেষে আমার ফেসবুক ফ্যানপেজের সাথে পরিচয় করে দিচ্ছি। নিয়মিত আমার সকল পোস্টের আপডেট পেতে আমার ফ্যানপেজে জয়েন করুন। আপনাদের যদি কোন উপকার করে থাকি তাহলে আমার ফ্যানপেজে একটা লাইক আশা করতেই পারি। 😀 আশা করি নিরাশ করবেন না। 😛

প্রযুক্তি পাতা

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Oshadaron Vhai, ami boraborer mot apnar kothain vokto.

very nice,

দারুন ভাইয়া ।

নিয়মিত গ্রাফিক্স ডিজাইনের উপর পোষ্ট করবেন আশা করি। আপনার মতো একজন দক্ষ টিউনার এত দেরিতে টিউন করলে কার ভালো লাগে বলুন? ভাল থাকবেন।

স্যার . আজ থেকে আমি আপনার বাধ্য ছাত্র. নিয়মিত ক্লাস করব
. খুব সুন্দর . হয়েছে চালিয়ে জান . সব সময় সঙ্গে ছিলাম . এখন আরো বেশী করে সঙ্গে থাকব .
কথা দিল্যাম তো !

ফটোশপ CS6, এখানে যেটা ব্যবহার করা হয়েছে, সেটার লিঙ্ক দেয়া যাবে? এইটাতেই শিখতে চাই।

ভাল উদ্যোগ নিয়েছেন। চালায় যান

খুব সুন্দর হয়েছে চালিয়ে জান ভাই।

ভালা বুদ্ধি! ভালা বুদ্ধি! 😉 😉 😉

আপনি দেহি সবাইরে এক্সপার্ট বানাইয়া ছাড়বেন… হে হে হে চালাইয়া যান, জোশ হচ্ছে !

হাসান ভাই এমনিতেই আপনার টিউনের প্রতি দুর্বল। সেখানে মাত্র একটি লাইক চেয়েছেন? সম্ভব হলে ১০০টি লাইক দিতাম 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀

Level 0

khub valo lg lo

যোবায়ের ভাই শেখার জন্য লাইনে দাঁড়ালাম 🙂

যোবায়ের ভাই আমি ফাইলগুলো আইডিএম দিয়ে ডালো করেছি ডালোর পর ফাইল নেইম বাংলায় অনেক বড় দেখাচ্ছে এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষন করছি। আগামীতে ফাইলনেইম এমন ভবে দিয়ে আপলোড করবেন যেন ডাউনলোডের পর আর রিনেইম করে ক্রম সাজানোর জন্য নাম্বারিং করতে না হয় এবং ফাইল নেইমটা যেন শর্ট হয় যেমনটা টিউনে ইংরেজীতে দেখা যাচ্ছে। অবশ্য Bangla Photoshop Tuto কথাটা বাদ দিয়ে শুধু 05- Rotating view, Screen Modes এমন ফাইল নেইম হলে আর রিনেইম করে সাজানোর প্রয়োজন পড়তোনা।আগামী টিউটোরিয়ালের অপেক্ষায় 😛

অনেক ধন্যবাদ হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই।

Thank u so much…. Ami eto din dhore emon 1ta vedio khujsilam…… hasan vai apni puro photoshop er vedio upload korben please……………..

হাসান যোবায়ের (আল-ফাতাহ্)
আমি আপনাকে খুব ভালো করে চিনি। মানুষের উপকারের জন্য তো কত কিছু লিখেন, কত কিছু করেন । কিন্তু প্রতিহিংসাপরায়ণ হয়ে যে ক্ষতি করতে পারেন তা তো কাউকে বলেন না..?! এটা তো জানানো উচিত…!!
আপনি কতটা প্রতিহিংসা পরায়ন তা আমি খুব ভালো জানি।
আপনি কদিন আগে কারো ক্ষতি করেছেন। দুইটা website . একটা Hack আর একটা block করেছেন। মনে পরেছে?
আপনি নিশ্চই আমক চিনতে পেরেছেন। তবে আমি দুইটা website এর জন্য মরে যাব না। আর দুর্নীতি করে কেউ কখনো পার পেয়ে যায় না। আমি হ্যাকের না, হ্যাকিং নিয়ে মাথা গামাই না। তবে আপনাকে চিহ্নিত করতে বেশিদিন সময় লাগবে না। আপনার চেয়ে বড় কেউ থাকতে পারে, যে কিনা আপনাকে চিহ্নিত করতে পারে.!!!
ভাল হয়ে যান। ভাল হতে পয়সা লাগে না!!!!

@Next Scientist: আপনি সম্ভবত কোন ভুল করছেন। আমি কোন ওয়েব সাইট হ্যাক করিনি। জানলেতো হ্যাক করবো। 😛
আমি হ্যাকার নই। আর আইডি হ্যাকের কথা বলছেন সেটাও সঠিক নয়। আর এই জাতীয় মন্তব্য করার আগে অবশ্যই প্রমাণ সহ করবেন।
ধন্যবাদ।

@Next Scientist: আপনি ইচ্ছে করে এই সব আবল তাবল বকছেন। উদ্দ্যেশ্য ভাল নয় বুঝতেই পারছি।

অন্য টিউনেও এই মন্তব্য করেছেন। এখানেও সেই রিপ্লে দিয়ে দিলাম।

@হাসান যোবায়ের (আল-ফাতাহ্)

আপনার মত দূর্ত লোকেরা কি এসবের প্রমান রাখেন..?
প্রমান করতে পারলে তো প্রথমেই আইনের আশ্রয় নিতাম।
আপনি হ্যাকিং নিয়ে টিউন করেন। আর আমাকে বিশ্বাস করাতে বলতেছেন আপনি হ্যাকিং জানেননা বা করেন না…! হাসালেন..!!!
একটা মুর্খ লোক ও আপনার কথাটা বিশ্বাস করবে না…
একটা কথা মনে রাখবেন অন্যায়কারী যতই বড়, শক্তিশালী হোক না কেন তাকে একদিন না একদিন ধরা পরতে হবেই। পৃথিবীর নিয়মে না হলে ও স্রষ্টার কাছে অবশ্যই….

    @Next Scientist: যদিও আমার নাক গলানো উচিত নয়, তারপরও না বলে পারতেছিনা হাসান যোবায়ের ভাইকে যে হ্যাকিং-এর জন্য দায়ী করতেছেন, সেইটা অবশ্যই প্রমান সহ বা যুক্তি সহকারে বলা দরকার।

হাসান ভাই এগিয়ে যান, আমারা আপনার টোউটোরিয়ালের সাথে আছি 🙂

আমি একজন গ্রাফিক্স ডিজাইনার এখানে যেটা ব্যবহার করা হয়েছে, সেটার লিঙ্ক দেয়া যাবে? এটা শিখতে চাই। দায়া কেরে
https://www.facebook.com/photo.php?fbid=193652537431358&set=at.113258048804141.15554.100003598406204.100003598406204&type=1&theater

Level 0

Hasan vai apnar tuto gulo sob ki ak satha join kora dita parban?sob jano ak bara download dawa jay.

হাসান ভাই, আপনার এই উদ্যোগটা খুবই ভাল হইছে। পাশাপাশি আপনি ফটোশপের একেবারে লেটেস্ট ভার্সনটা ব্যাবহার করছেন এইটা দেখেও খুব ভাল লাগছে। অনেকেই পুরান ভারশন আকড়ে বসে থাকে। কিন্তু লেটেস্ট ভার্শনে শিখা বা কাজ করার মজাই আলাদা।
অনেক ধন্যবাদ আপনাকে। চালিয়ে যান। আমরা আছি।

হাসান যোবায়ের ভাই…… Adobe Photoshop Extended CS6 এবং Adobe Photoshop CS6 কি এক……নাকি পারথক্ক আছে

সকল ভিডিও এখন ডিভিডি আকারে পাওয়া যাচ্ছে।
ফটোশপ নতুন ভার্শন CS6 দিয়ে তৈরি করা এই ভিডিও টিউটোরিয়াল ডিভিডির মাধ্যমে ফটোশপের ব্যাসিক থেকে শুরু করে ধীরে ধীরে এডভান্স লেভেলের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই বাংলা ভিডিও টিউটোরিয়াল দিয়ে খুব সহজেই ফটোশপের ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

চলুন এক নজরে দেখে নেয়া যাক DVD তে কি কি থাকছেঃ

ফটোশপের ৫০টি ধারাবাহিক HD ভিডিও টিউটোরিয়াল।
ফটোশপ CS6 ফুল ভার্শন সফটওয়্যার।
ভিডিওতে ব্যবহৃত সকল সোর্স ফাইল।
১৫০০+ সেরা ইংলিশ ফন্ট।
৭০০+ সেরা বাংলা ফন্ট।
স্পেশাল প্রজেক্ট ভিডিও। ( শুধুমাত্র DVDতে পাওয়া যাবে)
এছাড়াও টিউটোরিয়ালের জন্য প্রয়োজনীয় কিছু সফটওয়্যারও রয়েছে।

বাংলা ফটোশপ DVD সংগ্রহ করুন এখন আরো সহজে! Rokomari.com, IDB ভবন, মাল্টিপ্ল্যান সেন্টার থেকে সরাসরি নিতে পারবেন ডিভিডি! প্রবাসীদের জন্যও থাকছে ব্যবস্থা!
বিস্তারিত জানুন এখানে।
https://www.techtunes.io/adobe-photoshop/tune-id/190241