ফটোশপ এর যাদু [পর্ব-০৩] :: ফটোশপে আর ইলাস্ট্রেটর এর মাধ্যমে সহজে ডিজাইন করুন ভিজিটিং কার্ড

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

ডিজাইন জগতে অন্যতম কাজ ভিজিটিং কার্ড ডিজাইন। আজ আমি আপনাদের দেখাব কিভাবে ভিজিটিং কার্ড নিজে নিজে ডিজাইন করতে হয় ফটোশপে আর ইলাসট্রেটর মাধ্যমে তো শুরু করা যাক।

প্রথমে এডোবি ফটোশপ চালু করতে হবে, তারপর File>new এ ক্লিক করলে একটা ডায়ালবক্স আসবে এখানে ভিজিটিং কার্ড এর মাপ দিতে হবে...

ভিজিটিং কার্ড মাপ হল Width এর ঘরে হবে 3.1 আর height এর ঘরে হবে 2, Resolution -300 দিয়ে Ok দিন। নিচের মত সাইজ হবে। Save করে রাখতে হবে পরে PSD File টা ইলাষ্ট্রের নিতে হবে তাই।

এবার আমরা ভিজিটিং কার্ড-এ ছবি জনিত কাজ করব যে ছবি ভিজিটিং কার্ড এর মধ্যে দিব প্রথমে ছবিটা ফটোশপে আনতে হবে তারপর Cut/Copy করে ভিজিটিং কার্ড এর মধ্যে Paste করতে হবে, নিচে আমি একটা ছবি নিলাম...

এবার আমার ভিজিটিং কার্ড-এ উপর লিখতে হবে সেজন্য আমাদের PSD ফাইলটা ইলাসট্রেটর নিতে হবে।

ইলাসট্রেটর চালু না থাকলে চালু করে নিন তারপর File> new এ ক্লিক করে একটা A4 সাইজের পেইজ নিন বুঝতে সমস্যা হলে নিচের ছবিটা দেখুন...

ভিজিটিং কার্ড-এর যাবতীয় লেখার কাজ আমরা ইলাসট্রেটর এই করব, এজন্য আপনাকে ফটোশপের Save করা PSD ফাইলটা ইলাসট্রেটর আনতে হলে File> Place এ ক্লিক করে Save করা PSD ফাইলটা সিলেক্ট করে Place> করতে হবে।

সাপজ বুঝার জন্য আমি আমার একটা কম্পিউটার প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড তৈরি করব।

এবার নিজের ইচ্ছামত ডিজাইন মনের মতন করুন । নিচে আমার ডিজাইন করা ভিজিটিং কার্ড...

পরিশেষে সব কাজ ঠিকঠাক করে Save করে রাখুন।

ভুল হলে ক্ষমা করবেন আর কমেন্ট করতে ভুলবেন না।

ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউন পড়ার জন্য।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল হয়েছে তবে খুব সংক্ষেপে লিখেছেন।ধন্যবাদ

Thank u. Vi adobe illustrator er upor valo kono ebook hobe?

ধন্যবাদ @ Emrul islam আর adobe illustrator এর উপর কোন বই আমার কাছে নেই, আর বই কিসের জন্য নিজে নিজেই adobe illustrator চালু করে কাজ করুন দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। (মনোযোগ সহকারে) আর আমি তো সাথে আছি।

Level 0

ওয়াইলুকুম আসসালাম। ধন্যবাদ। adobe illustrator এর উপর কিছু টিউন করেন।

Level 0

থ্যাঙ্কস

Level 0

আসলেই আমি ঋণী টি টি র কাছে আপনার কাছে এবং সকল টিউনার দের কাছে কারন কারো কাছে জানতে চাইতে কেমন জানি লাগে যদি এটা বলে তুমি এটা জাননা ?????? কিন্তু আপনাদের জন্য অনেক কিছু শিখতে পারছি । আমি ফটোশপ চালাই প্রায় ৭/৮ বছর কোন ট্রেনিং ছাড়া শুধু মাত্র টিউটেরিয়ালের সি ডি আর আপনাদের মত পরোপকারী বড় ভাইদের জন্য । যত টুকু পারি তাতে আমি আমার প্রয়োজন মেটাতে পারি । ধন্যবাদ সবাইকে

Level 0

ভাল

Level 0

উপকারী টিউন।

Level 2

আমার কাছে একটু কঠিন মনে হল। আরেকটু বড় করে বর্ণনা দিয়ে লিখলে ভাল হত।

চেস্টা করে দেখবো

Level 0

কষ্ট করে যেহেতু পোষ্ট করলেন, তাহলে আরো একটু বড় করতে পারতেন।

লেখা মোটেও ভালো লাগলো না

সুন্দর

vai photoshop er kon version ta diye valo kaj kpra jay..