থ্রীডি শিখুন,ক্যারিয়ার গড়ুন,আয়ের পথ সহজ করুন।

থ্রীডি শিখে ওডেস্ক,ফ্রীল্যান্স,৯৯ডিজাইন,এনভাটোমার্কেট সহ অনলাইন অনেক প্লাটফর্ম এ আছে আয়ের বিশাল সুযোগ।বাইরের দেশে থ্রীডি এনিমেশন সহ আরো অনেক থ্রীডি পন্য উৎপন্য করে তারা মোটা আয় করছে।শুনে অবাক হবেন আমাদের দেশের টেলিভিশনে যে এড গুলা দেখেন সেগুলোর বেশীরভাগ এড থ্রীডি মাল্টিমিডিয়ায় অভিজ্ঞ বাইরের কোন প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে তৈরী করে আনা হয়।থ্রীডি প্রফেশনাল ভাবে পারে আমাদের দেশে এমন মানুষ ১০০০ এ ১/২ জন আছে কিনা সন্দেহ।বুঝতেই পারছেন তাহলে থ্রীডি এর চাহিদা দেশে কেমন!

আস্তে আস্তে ইনশাআল্লাহ অ্যাডভান্সড টিউটোরিয়াল নিয়ে আসব।বেসিক লেভেল থেকে শুরু করি।কেমন হয় যদি আপনার পড়ার টেবিল টা সহজে আপনি নিজেই থ্রীডি তে করে ফেললেন কিংবা মন মত একটা টেবিলের ডিজাইন করে মিস্ত্রি দিয়ে পরে বানিয়ে নিবেন।ভাবছেন এতে আবার আয় কি???ভাই হাতিল,পারটেক্স,অটোবির মত প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের ডিজাইন গুলো প্রথমে থ্রীডিতেই করে পরে বাস্তবে বানায়।এরকম অনেক কাজ ই প্রথমে থ্রীডিতে করে পরে বাস্তব রুপ দেয়া হয়।পদ্মা সেতু হলই না,সেতুর ওপর গাড়ি চলতে শুরু করেছে, একমাত্র থ্রীডির কল্যাণেই এটা সম্ভব হয়েছে।

কথা না বাড়িয়ে কাজে আসি।থ্রীডি শেখার এটি প্রথম পর্ব।বাংলাতে খুব কম ই থ্রীডি টিউটোরিয়াল আছে।শিখুন কাজে দিবে।তবে আজ পদ্মা সেতু বানাব না,আপনার পড়ার টেবিল টা আজ বানাব চলুন শুরু করা যাক……….

ব্যাবহ্রত সফটওয়্যারঃ

অটোক্যাডের ২০০৭ থেকে ২০১৬ এর মাঝে যে কোন একটা ভার্শন হলেই হবে।

আমি অটোক্যাড ২০১৪ ভার্শন ব্যবহার করছি।

আপনি বাজার থেকে অথবা নেট থেকে সফটওয়্যার টি নামিয়ে নিয়ে ইন্সটল করে নিন।

 

ক্যাড কমান্ডঃ

1/Line

2/Extrude

3/Rectangle

4/Offset

কাজের সময় আপনি নিজেই বুঝতে পারবেন থ্রীডির মজা।

প্রথমে অটোক্যাড এর ড্রিইং ইউনিট ও লিমিট ঠিক করে নিতে হবে

ভিডিও টা দেখলে একেবারে পরিষ্কার হয়ে যাবে,না বুঝলে আমি তো আছি ই,যা কোন সমস্যা হলেই ফেসবুকে ইনফর্ম করুন,আপনাদের সাথেই আছি,

 

চিত্রের মত টেবিলের মত আজ একটি টেবিল বানানোর চেষ্টা করব।

Level 0

আমি Mahfuz Biswas। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Nice & awesome Writing . I hope u can also enjoy this video
================================================
https://www.youtube.com/playlist?list=PLG7kPokyvN-UogGdGqMJC9oMw4qRkabIo

আপনার মূল্যবান কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ@রেজা ফয়সাল।আপনার ভিডিও গুলোও অনেক সুন্দর হয়েছে

thanks for reply