Clipping Magic ব্যবহার করে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন খুব সহজে !!

আপনার ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমোভ করতে চান? ছবিতে একটু ফোকাস করুন এবং ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন। ওহ! ফটোশপ জানেন না? আপনার জন্য আছে সহজ একটি সমাধান, সেটি হল Clipping Magic। এর মাধ্যমে সেকেন্ডের মধ্যে আপনার ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এই টিউনটি পড়ে আপনি জানতে পারবেন কিভাবে আপনি ফটোশপ ব্যবহার না করেই, Clipping Magic দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন।

আলফা স্টেজে থাকাকালীন Clipping Magic ফ্রী ছিল। তবে বর্তমানে এটি ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কিছু টাকা খরচ করতে হয়। আপনারা যারা ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ল্যাসো টুল ব্যবহার করে অভ্যস্হ; তারা তাদের কাজ সহজ করার জন্য এই Clipping Magic ব্যবহার করতে পারেন।

ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রক্রিয়া:

শুরু করার জন্য প্রথমে ব্রাউজারে Clipping Magic ওয়েবসাইটে প্রবেশ করুন। এবং আপনার কম্পিউটার থেকে যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তা Choose করুন। ছবির সাইজ অনুযায়ী আপলোড হতে কিছু সময় লাগবে অপেক্ষা করুন।

এবার আপনি আপনার আপলোড করা ছবির দুইটি কপি দেখতে পারবেন। একটি Original+Mask এবং অন্যটি Result Preview কপি।

Original+Mask কপিতে আপনি একটি সবুজ ব্রাশ দেখতে পারবেন। সবুজ ব্রাশ সেইসব অংশে আস্তে করে ঘষুন যা আপনি রাখতে চান। আর আরেকটি দেখতে পারবেন লাল ব্রাশ সেইসব অংশে ঘষুন, যেগুলো আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে রিমুভ করতে চান। Spacebar ক্লিক করার মাধ্যমেও এই সবুজ ব্রাশ থেকে লাল ব্রাশে আসা যায়। মনে রাখবেন, এখানে বেশী ঘষার প্রয়োজন নেই। অবজেক্ট বা বিষয়বস্তুর চারিদিক অল্প করে লাল ব্রাশ দিয়ে ঘষলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। বেশী ঘষলে আবার কাংখিত ফলাফল পাবেন না।

আপনি কোন ভুল করে ফেললে Ctrl+Z চাপুন তাহলে Step Backward হয়ে যাবে।আবার Ctrl + X চাপলে নীল ব্রাশ চালু করতে পারবেন, এই ব্রাশ সেই সব স্হানে ঘষবেন যেসব স্হানে ভুল করে ফেলেছেন। Ctrl+Y চেপে আবার Step Forward করতে পারবেন।

পরিশেষে ডাউনলোড করার মুহূর্তে আপনাকে Clipping Magic এর সদস্য হতে সাবস্ক্রিবশন করতে হবে।

সীমাবদ্ধতা :

এটি খুবই বুদ্ধিমান একটি ওয়েবটুল। ব্যাকগ্রাউন্ড রিমুভিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম না থাকলেও; এই Clipping Magic এর যে একটি ক্রুটি আপনার কাছে লাগতে পারে; সেটা হল আপনি ব্রাশ এর সাইজ নিয়ন্ত্রন করতে পারবেন না। সবক্ষেত্রে না হলেও, কিছু ক্ষেত্রে এটি আপনার সমস্যা করলেও করতে পারে।

নি:সন্দেহে ফটোশপ এই কাজের জন্য সবচেয়ে সেরা। তবে যারা ফটোশপ ব্যবহার করতে জানেন না তারা এটি ব্যবহার করতে পারেন। যেহেতু, আলফা স্টেজে থাকা অবস্হায় Clipping Magic ফ্রী ছিল,তবে এখন পেইড তাই এটি ব্যবহার করা সম্পূর্ণ আপনার ব্যাপার।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস