লিখুন কম্পিউটারের যেকোন স্ক্রিনে (EPIC PEN)

টেকটিউস এ এটাই আমার প্রথম টিউন। আশা করি সবাই ভালই আছেন। আমি আজ আপনাদেরকে একটি সফটয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব। যার সাহায্যে আপনি আপনার স্ক্রিনের উপর লিখতে ও আকতে পারবেন। যারা টিউটরিয়াল বানান তাদের জন্য এটা খুবি সহায়ক হবে। চলুন তাহলে শুরু করা যাক...

১. যেকোন একটা ওয়েব ব্রাউজার ওপেন করুন এবং সার্চ করুন EPIC PEN.

২। অন্য সব সফটয়্যারের মত এটা ডাউনলোড এবং ইনষ্টল করুন। এটা খুবি ছোট  মাত্র ৩ এম বি এরং ফ্রী।

এটার মাধ্যমে আপটি কম্পিউটারের যেকোন স্ক্রিনি লিখতে পারবেন, আপনার ইচ্ছে মত পেন সাইজ ছোট বড় করতে পারবেন, কালার পরিবর্তন করতে পারবেন। এছাড়াও আরও অনেক সুবিধা আছে, যারা টিউটিরিয়াল বানান তাদের জন্য এটা খুবি কাজের, বিশেষ করে ম্যাথ বা ইনস্ট্যান্ট কিছু লিখে বুঝানোর জন্য। প্রথম টিউন হিসেবে ভূল ত্রূটি হলে ক্ষমা চেয়ে নিচ্ছি।

বি: দ্র: যারা ওয়েব ডিজাইন শিখতে আগ্রহি সময় নিয়ে ঘুড়ে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলে আশা করি সবার ভাল লাগবে আর দয়া করে শেয়ার করতে ভূলবেন না। আবার দেখা হবে, সবাই ভাল থাকবেন।

আমার চ্যানেল লিঙ্ক: https://www.youtube.com/watch?v=RQ-GT0H7pfY

Level 0

আমি রাজিব রাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস