কিভাবে ফ্রিলেন্সার মার্কেটে ভিজিটিং কার্ড ডিজাইন করে আপলোড করতে হয়।এসো গ্রাফিক্স ডিজাইন শিখি।

হ্যালো বন্ধুরা আশা করছি ভালো আছেন

আজ আমি ভিজিটিং কার্ড কিভাবে ফ্রিলেন্সার মার্কেটে আপলোড করতে হয় তা  নিয়ে কথা বলবো এবং কিভাবে অ্যাডবি ফটোশপ দিয়ে নিজে এবং কিভাবে নিজের আইডিয়া ভিজিটিং কার্ড  ডিজাইন করতে হয় তা আপনাদের কে জানবো।(ভিডিও)

আপনারা যারা উপরের পিকচার টা দেখছেন।পিকচার টিতে ৫ স্টার পাওয়া একটি ভিজিটিং কার্ড ফ্রিলেন্সার মার্কেট প্লেসে দেখা যাচ্ছে।আজ আমি তা নিয়ে কথা বলবো।

প্রথমে ফ্রিলেন্সার আকাউন্ট থেকে - ব্রাউজ কন্টেস্ট গিয়ে একটা বিজনেস কার্ড কন্টেস্টে পার্টিসিপেট করবেন।আমি একটা সেম্পল দেখাচ্ছি।

তারপর,ডিসক্রিপশন গোলো মনোযোগ দিয়ে পড়বেন।যে যত ভাল ভাবে ডিসক্রিপশন পরতে ও বুজতে পারবে তার জন্য কাজ করা তত সহজ হবে।

 

তারপর  কিছু ভাল আইডিয়া খুজুন।আপনি গুগলের সাহায্য নিতে পারেন।তবে কোন কাজ একদম কপি না করে কিছু টা ভিন্ন ভাবে চেষ্টা করেন তাতে আপনারই লাভ হবে।নতুন ডিজাইন তারাতারি মাথা আসতে থাকবে।

আমি উপরের ডিসক্রিপশন পরে ৫টা ডিজাইন করি,সব গুলিই ভালো রেটিং পাই।তবে একটা কথা বলি।আনকে বলে ক্লায়েন্ট আমকে ৫ স্টার দিয়ে অন্ন্যকে win করে দেয় বা দিচ্ছে।আমার কথা হলো দেখ না ভাই।এভাবে সব সময় অন্য কে win করাবে না।আপনাকে একবার না একবার win করাবে ইনশা-আল্লাহ।

নিচের লিংটা তে ক্লিক করে উপরের ভিজিটিং কার্ড ডিজাইন করাটা একবার দেখে নিন।কিভাবে আমি এই ডিজাইন টা করেছি।

ভিডিও

http://bit.do/dYhDy

 

উপরের লিঙ্ক টাতে কিল্ক করলে একটি ইউটিউব চেনেল আসবে। প্লিজ আমার ইউটিউব চানেল টা সাবস্ক্রাইব করবেন।এবং আমাকেউৎসাহ দিবেন যাতে আমি আরো বেশি বেশি টপিক্স আপনাদের সামনে নিয়ে আস্তে পারিআমার ইউটিউব চেনেলের নাম হচ্ছে (design studio 4 online). এই চেনেলে আরো শিখতে পারবেন,ভিজিটিং কার্ড,লগো দিজাইন,ফেইসবুক কভার ফটো,ওয়েভ বেনার ক্যালেন্ডার ডিজাইন,

আশা করি আপনারা  ভিজিটিং কার্ড ডিজাইন কিছুটা হলেও বুঝতে পেরেছেন।ভুল হলে টিউমেন্ট করে জানাবেন।কারন আমি নিজে এখন ও শিখি ভুল গুলো ধরে দিলে আমার জন্য খুব ভাল হবে।এবং বেশি খারাপ লাগলে ক্ষমার চোখে দেখবেন।

ভাল থাকবেন।দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল টপিক্স আপনাদের কে দিতে পারি

Level 0

আমি কায়সার আহমেদ। Owner, Designs Layers বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 71 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি কায়সার আহমেদ পড়াশুনা করছি IUBAT (International University of Business Agriculture and Technology) এর Electrical & electronics technology এ। আমি একজন ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার।আমি NihalIT তে জব করছি এবং গত দুই বছর যাবত ফ্রিল্যান্সিং পেশাতে আছি। শিখতে ভালো লাগে, ভালো লাগে শেখাতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস