গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-৩৪] :: নতুন Graphic Designer হিসাবে কোন মার্কেটপ্লেসে কাজ করবেন? ফাইবারে, গ্রাফিক্সরিভারে নাকি ফ্রিল‌্যান্সারে?

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আবারো হাজির হলাম নতুন একটি টপিক নিয়ে। যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখছে বা মুটামুটি ফটোশপ ইলাস্ট্রেটর এর কাজ শেষ করেছেন তো তাদের মনে সব সময় একটা প্রশ্নই থাকে সেইটা হলো আমি নতুন হিসাবে কোন মার্কেটপ্লেসে কাজ করবো বা নতুন হিসাবে কোন মার্কেটপ্লেস টা ভাল হবে যেইখানে সহজেই কিছু করা যাবে। তাদের এই প্রশ্নের উত্তরটা অনেক বড় হয়ে যায় তারপরও তাদের উদ্দেশ‌্য একটি কথায় বলা কোন মার্কেটপ্লেস ই সহজ না (আমি আপনাদের ভয় দিচ্ছিনা) আপনি যদি ভাল কাজ জানেন তাহলে আপনার জন‌্য সকল মার্কেটপ্লেস ই সহজ।

নতুন থাকা অবস্থায় আমরা না জেনে না বুঝে সকল মার্কেটপ্লেসে ঘুরে বেড়ায় ইনকামের আশায় কিন্তু এটা কখনোই করা যাবেনা নতুন হিসাবে আপনাকে আগে ভাল করে কাজ শিখতে হবে এবং সকল ধরনের ডিজাইন করার উপর দক্ষ থাকতে হবে যেন যেকোন ক‌্যাটাগরির ডিজাইন সহজে তৈরি করতে পারবেন  এমন। তো নতুন হিসাবে আগে আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে এই সকল মার্কেটপ্লেসের উপযুক্ত করে। টাকা ইনকামের জন‌্য কখনো যেকোন মার্কেটপ্লেসে জয়েন করাটা ঠিক নয় একটি মার্কেটপ্লেসে জয়েন করার  পূর্বে মার্কেটপ্লেসে নিময়াবলী সম্পূর্ন পড়ে নেয়া উচিত তাদের গাইডলাইন দেখা উচিত তাহলেই বুঝে যাবেন কি করতে পারবেন আর কি করতে পারবেন না।

নতুন হিসাবে আগে আপনার কাজ বিহান্স বা বিভিন্ন পোর্টফলিও সাইটে নিজের পোর্টফলিও তৈরি করা নতুন থাকা অবস্থায় নিজের করা সকল ডিজাইন ই ভাল লাগে তাই নিজের করা ডিজাইন এর খুব একটা ভুল খুঁজে পাওয়া যায়না এই জন‌্য পোর্টফলিও বিভিন্ন ডিজাইনার গ্রুপে শেয়ার করবেন বড় ভাইদের দেখাবেন তাহলে তারা আপনার ডিজাইনের ভুল ধরিয়ে দিতে পারবে। এইভাবে আগে ইউনিক ডিজাইন তৈরি করতে শিখুন।

এরপর আপনি যেমন কাজ শিখেছেন ঠিক তেমন ই আপনাকে ইংরেজী টাও শিখতে হবে যদি আপনি পারেন তাহলে সেইটা আপনার জন‌্য +পয়েন্ট আর কষ্ট করে ইংরেজী শেখার পিছনে সময় দিতে হবেনা। যদি ইংরেজীতে দুর্বল হন তাহলে কখনোই এই সকল মার্কেটপ্লেসে জয়েন করা ঠিক হবেনা কারন এইখানে বাংলাতে কেউ আপনার সাথে কথা বলবেনা।

এরপর আপনি যখন মুটামুটি ভাল কাজ পারেন বা যখন আপনি নিজেকে যোগ‌্য বলে মনে করবেন তখনই আপনি মার্কেটপ্লেসে জয়েন করেন নতুন হিসাবে আপনি গ্রাফিক্স রিভার বেছে নিবেন কারণ  এই মার্কেটপ্লেসে কাজ করতে ভাল ডিজাইন করা জানতে হবে তাহলেই আপনি এইখানে সফলতা অর্জন করতে পারবেন। এইখানে ইংরেজী খুব একটা না জানলেও কাজ করতে পারবেন।

তারপর আপনাকে ফাইবারে গিগ করতে হবে এবং ফাইবারে কিছু বায়ার রিকুয়েস্ট পাবেন সেইগুলি পাঠাতে থাকুন এবং গিগ মাকেটিং করতে থাকুন। ফাইবারে যেহেতু নতুন তাই খুব একটা কাজ পাবেন না তাই সময় নষ্ট না করে আপনি পাশাপাশি ফুল টাইম ফ্রিল‌্যান্সারে কনটেস্ট করতে থাকুন কখনোই নতুন হয়ে বিড দেওয়া ঠিক নয় কারন আপনার ফ্রিল‌্যান্সার প্রোফাইলে যদি রেটিং না থাকে তাহলে বিড দিয়ে কখনোই ফ্রিলান্সারে কাজ পাবেন না।

তাই প্রতিদিনের একটি রুটিন করে ফেলুন যেমন সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত গ্রাফিক্সরিভারের জন‌্য টেমপ্লেট তৈরি এবং বিকাল থেকে রাত পর্যন্ত ফ্রিল‌্যান্সারে কনটেস্ট করা এবং ফাইবারে বেশি কাজ পাওয়া যায় মধ‌্যে রাতের দিকে তাই সেই সময়টুকু ফাইবারের জন‌্য কাজে লাগাতে পারেন।

যখন আপনি এইভাবে আগাবেন দেখবেন ভাল কিছু করতে পারবেন।

আরো অনেক কিছু বলার ছিল আমি হয়তো বুঝিয়ে লিখতে পারিনি তাই আপনি নতুন হয়ে কোন মার্কেটপ্লেস ভাল হবে কিভাবে আগাবেন এইটার জন‌্য  আমার একটি ভিডিও দেখে আসতে পারেন।

ভিডিওটি দেখুন : Click এখানে ক্লিক করুন

Level 0

আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i'm professional graphic designer,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস