কম্পিউটার কনফিগারেশন For graphics design

প্রকাশিত
জোসস করেছেন

বিসমিল্লাহির রহমানির রাহীম, বন্ধুরা সবাই কেমন আছেন?  আশাকরি মহান রাব্বুল আলামিনের দয়ায় সবাই নিজ নিজ স্থানে অনেক অনেক ভালো ও সুস্থ আছেন।

আজ আমরা কথা বলব
১. ল্যাপটপ,
২. কম্পিউটার

  • ল্যাপটপ নাকি কম্পিউটার কোনটি ভালো

কোন ধরনের ল্যাপটপ বা ডেক্সটপ হলে আমারা গ্রাফিক্স ডিজাইনের কাজ গুলো করতে পারব এবং ফ্রিল্যান্সিং করতে পারব। বন্ধুরা ল্যাপটপ বা ডেক্সটপ দুটি দুই ধরনের।  পাশাপাশি কাজ করলেও দুটি কিন্তু দুই ধরনের।  ডেস্কটপে আপনি অনেক বড় কাজ খুব সহজেই করতে পারবেন, কিন্তু ল্যাপটপে সেই কাজ করা যায় তবে কিছু ব্যবধান আছে। একটা ল্যাপটপে 8GB Ram যতটা লোড নিতে পারে ডেস্কটপে 4GB হলেই ততটা নিতে পারে। আমি আমার নিজেরটা বলছি কিন্তু বাকি আপনাদের ইচ্ছা। আমার মনে হয় এসব কাজের জন্য ডেস্কটপ ব্যাটার হবে। এখন বলতে পারেন একটি ডেস্কটপে কি ধরনের কনফিগারেশন প্রয়োজন? আপনি একটি ডেস্কটপে মিনিমাম 4GB RAM নিবেন।  যদি হাই গ্রাফিকাল কাজ গুলো করতে চান তাহলে অবশ্যই ভালো সাপোর্ট পাওয়ার জন্য আপনি 4GB অথবা 8GB গ্রাফিক্স কার্ড নিতে পারেন। আপনি যদি আরও বেশি RAM বাড়াতে চান তাহলে নিতে পারেন 8GB, 16GB, 32GB যার যত সামর্থ আছে নিতে পারেন। কিন্তু মনে রাখবেন এর সাথে অবশ্যই একটি ভালো উন্নত মানের মনিটর নিবেন। যদি আপনি একটি ভালো উন্নত মানের মনিটর নেন তাহলে কাজ করতে আপনার উৎসাহ লাগবে। আর আপনি যদি ল্যাপটপ নিতে চান তাহলে আমিও সাপোর্ট করব কারণ আমাদের দেশে বিদ্যুৎ সমস্যা আছে অনেক সময় বিদ্যুৎ না থাকার কারনে আমাদের কাজ করা অসম্ভব হয়ে পড়ে। তবে আপনি যদি ল্যাপটপ নেন তাহলে অবশ্যই 7 Generation plus+ নিবেন তাহলে ভালো আউটপোট পাবে, ইন্টারনেট স্পিড থাকবে। বর্তমানে যে ল্যাপটপ গুলো বাজারে আসছে সেগুলো খারাপ না। তবে আপনি যে দোকান থেকে বা যে মার্কেট থেকে কিনবেন সেখানে গিয়ে আপনার কাজের মান অনুযায়ী বুঝে কিনবেন। আরও ভালো হবে যদি আপনি একজন ফ্রিলান্সার
এর কাছে গিয়ে যদি ভালো আইডিয়া নেন।

আশাকরি করি আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। মহান প্রতিপালকের দয়ায় ও রহমতে সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

Level 5

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস