টোটাল গ্রাফিক্স ডিজাইন (পর্ব – ৫)

এই পর্বে মূলত ছবি এডিটিং এর জন্য কিছু টুল নিয়ে আলোচনা করা হবে। সম্পূর্ণ বাংলায় Video Tutorial সহ।

Topics: Layer Style, Clone Stamp Tool, Spot Healing Brush Tool, Dodge Tool & Burn Tool

Layer Style:

আমরা বিভিন্ন বই বা ব্যানার এ খুব সুন্দর সুন্দর টেক্সট বা ছবির ডিজাইন দেখতে পাই। এই সবই গ্রাফিক্স ডিজাইন এর কাজ। Photoshp এর Layer মেনুর Layer Style দিয়ে আমরা যে কোন লেখাকে বা ছবিকে বা বিভিন্ন আকৃতিকে খুব সুন্দর ইফেক্ট দিয়ে ফুটিয়ে তুলতে পারি। বিস্তারিত ব্যবহার জানতে ভিডিওটি দেখুন।

পর্ব – ৪ এ বলেছিলাম যাদের সীমিত Space (মডেম ব্যবহারকারী) তারা কিভাবে Youtube থেকে Resolution কমিয়ে Download করতে পারবেন। যার জানেন না তারা দেখে নিন। পর্ব – ৪

Layer Style ব্যবহার এর Video Tutorial (7.09 min) দেখুনঃ 240p- 16 mb/320p- 16mb/480p – 20mb/720p – 53mb (HD)

Clone Stamp Tool:

এর মাধ্যমে আমরা খুব সহজে যে কোন জিনিসের ক্লোন তৈরি করতে পারি। ছবি এডিটিং করার জন্য ও ডিজাইন করার বিভিন্ন ক্ষেত্রে এই টুল ব্যবহার করা হয়। বিস্তারিত ব্যবহার জানতে Video(1.56 min) টি দেখুন।240p- 4mb/320p- 6mb/480p – 7mb/720p – 16mb (HD)

Spot Healing Brush Tool:

এই টুল বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু এটি সব চেয়ে বেশি ব্যবহার করা হয় ছবি এডিটিং করার জন্য। যেমনঃ যেকোনো ছবির মধ্যে ব্রন বা দাগ খুব সহজে মুছে দিয়ে ছবিটি কে সুন্দর করা যায়। বিস্তারিত ব্যবহার জানতে Video(2.39 min) টি দেখুন।240p- 4mb/320p- 7mb/480p – 8mb/720p – 21mb (HD)

Dodge Tool & Burn Tool:

Dodge Tool এর মাধ্যমে যে কোন ছবির নির্দিষ্ট অংশ বা সম্পূর্ণ অংশের উজ্জলতা (Brightness) বাড়ানো যায়। Burn Tool এর মাধ্যমে যে কোন ছবির নির্দিষ্ট অংশ বা সম্পূর্ণ অংশের Darkness বাড়ানো যায়।

পদ্ধতিঃ Layer এ একটি ছবি আনে Dodge Tool & Burn Tool এর মধ্যে যেটি প্রয়োজন যেটি সিলেক্ট করে ছবির উপর মাউস দিয়ে ড্রাগ করলেই দেখবেন এর Brightness অথবা Darkness বেড়ে যাচ্ছে।

বিঃদ্রঃ আমি কিছু mail পেয়েছি। যাতে কিছু কিছু মানুষ বিশেষ কোন Topics নিয়ে টিউন করতে বলেছে। তাদের জন্য বলছিঃ এটা একটি চেইন টিউন সব কিছু ধাপে ধাপে যেতে হবে। তা না হলে যারা নতুন তাদের কাছে ঐ পর্ব মূল্যহীন মনে হবে। এতে চেইন টিউনের মান নষ্ট হয়ে যাবে। তাই ঐ সকল মানুষের কাছে অনুরোধ করছি Serial Break করে অন্য বিষয়ে টিউন করতে বলবেন না। আমার কথাতে কেউ কিছু মনে করবেন না। অপেক্ষা করুন আস্তে আস্তে সব পাবেন।

Tutorial এর কোন অংশ যদি না বুঝেন তবে FaceBook এ Friend হলে Online এ Problem solve করে দেওয়া হবে। প্রায় প্রতিদিন রাত ১০.৩০ থেকে রাত ১২.৩০ এর মধ্যে Online এ Problem solve করে দেওয়া হবে।

কোন ভুল হলে জানাবেন। ধন্যবাদ।

টিউন টি ভালো লাগলে একটা FB Like দিন ।

টিউন টি সর্বপ্রথম “মৌমাছি” তে প্রকাশিত। সময় থাকলে ঘুরে আসুন জানার আছে অনেক কিছু – মৌমাছি

 

Level New

আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Bhaia, Tune ta valo chilo. Apni adobe Illustrator dia LoGo bananor kono post dite parle valo hoto.

বেশ কাজের টিউন রাহাত ভাই। আমি এই টিউনটা কে প্রিয় টিউনসে নিলাম। 🙂 পরের পর্বের অপেক্ষায় আছি…

পরের পর্বে “3D ইফেক্ট” নিয়ে আলোচনা করবো।

আমি মনে করি আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার। আপনার কাছে কি QuikSeps Professional সফ্‌টওয়্যারটা আছে? যদি থাকে তবে শেয়ার করেন। এটার ব্যাপারে প্রবাসী ভাইয়ের কাছে সাহিয্য চেয়েছি। ওনি চেষ্টা করছেন। সকল গ্রাফিক্স ডিজাইনারের উদ্দেশ্যে বলছি। দেখবেন একক্লিকে ২০,০০০ সফ্‌টওয়্যার কেউ দিয়ে দিচ্ছে, কেউ ৫০,০০০ হাজার এগুলো পেয়ে খুশিতে আর্তহারা। যানিনা তারা কি সফ্‌টওয়্যার সংগ্রহ করে নাকি এগুলো দিয়ে কাজ করে। নেট সার্চ করলে এরকম অসংখ্য লিংক পাওয়া সম্ভব। কাজের জিনিস কেউ দিতে পারেনা। ১০ বৎসর যাবত ডিজাইন করছি। ফটোশপ, ইলাষ্ট্রেটর এর বিকল্প কিছু লাগেনি। QuikSeps Professional হচ্ছে একটা ফটোশপ ইন্টারনাল ফাইল এটা একশন প্লেটের মাধ্যমে লোড দিতে হয়। বিস্তারিত পাবেন
http://www.quikseps.com/order_qsp.php and click View manual

    @িমরাজ:
    মিরাজ ভাই প্রথমেই বলি আমি কোন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার না। আমি আপনার মেইল পেয়েছি।আপনি যেটা চেয়েছেন আমি এটা খুঁজে যদি পাই তবে আপনাকে দিব। আসলে আমার ব্রডব্যান্ড লাইন টা কিছু ধরে বন্ধ। আমি মডেম দিয়ে কাজ করতেছি। সীমিত Space তো তাই ঘাটাঘাটি বেশি করি না। তবে ৫ তারিখ থেকে ঠিক হয়ে যাবে আসা করি তখন আপনার সফটওয়্যার টা খুঁজতে পারব। ইনশাল্লাহ আপনি সফটওয়্যার টা পাবেন।
    ধন্যবাদ।

Level 0

darun vaia………chalie jan………..

ভাইজান, চালাইয়া যান।

কিছুদিন আগে এক ভাই OmniPage.v17.Professional.Multilingual নামক সফ্‌টওয়্যার নিয়ে টিউন করেছিল। এগুলো হচ্ছে গ্রাফিক্স ডিজাইনারদের টিউন। আমি অবশ্য এটা ব্যবাহার করি ২০০৭ হতে। তারপরও বিশাল ফাইলটা ডাউনলোড করেছি। এক ভাই লিংক পাঠিয়েছে কুইক সেপস্ এর ৩ টা লিংক গিয়ে দেখি
Downloading: Sorry, this file has been removed
This file was deleted

ভাইরে এগুলো অনেক আগেই শেষ করে ফেলেছি। প্রবাসী ভাই চেষ্টা করছেন। ব্যাপারটা খুবই সহজ নয়। তারপরও দেখি কোন ভাগ্যবান নেট সার্চার সফ্‌টওয়্যারটা দিতে পারে। সকল টিউনারদের উদ্দেশ্যে একটা কথা বলি। ষ্টিল ছবি এডিটিং এর জন্য আলাদা কোন সফ্‌টওয়্যার নিয়ে টিউন করবেন না । সবাইকে বলছি যারা গ্রাফিক্সে ক্যারিয়ার গড়তে চান। তারা অবশ্যই ফটোশপ দিয়ে কাজ করবেন। অন্য সফ্‌টওয়্যারগুলো শুধুই টিউন করার জন্য কাজের জন্য নয়। প্রথমে ফটোশপ দিয়ে শুরু করুন তারপর এক্সপার্ট হলে অন্য ইন্টারনাল ফাইল বা প্লাগিন অথবা অন্য যে কোন সফ্‌টওয়্যার ব্যবাহার করবেন। আর হোসেন রাহাত ভাই যে টেকনিকে শুরু করেছেন ভালই লাগল চালিয়ে যান। ভালো টিউন পেলে প্রশংসা করতে যেমন ভুলবনা তেমনী খারাফ টিউনের বেলাও তার নিয়মেই ভুল ধরিয়ে দেব।

Level 0

অসাধারন বেশ কাজের টিউন। সাজানো গোছানো ।
অসংখ্য ধন্যবাদ।

Boss,,
porer post gula kobr diben. waiting for exclusive post.