টিভি কার্ড রিভিউঃ যারা টিভি কার্ড কেনার কথা ভাবছেন।

বাংলা ব্লগগুলোতে আমরা রিভিউ জিনিষটা খুব বেশ চালু করতে পারিনি। এখনো পণ্যের রিভিউ পেতে ইংরেজী সাইটে নির্ভর করতে হয়। আমি মনেকরি সবার উচিত তাদের ব্যবহৃত পণ্যগুলোর রিভিউ দেয়া এতে ভবিষ্যতে নতুন যারা কিনতে যাবেন ‍উপকৃত হবেন।

কোন ধরণের টিভিকার্ড নেবেন?

প্রথমে বিবেচনা করুন আপনার প্রয়োজন। আপনি কি অনুষ্ঠান রেকর্ডিং এর জন্য কার্ড নেবেন নাকি শুধু টিভি দেখবার জন্য। রিমোটের প্রয়োজন আছে নাকি নেই?

টিভি কার্ডের তিন ধরনের হয়।  ১. ইন্টারনাল (Internal) ২. এক্সটারর্নাল (External) ৩. ইউএসবি (USB)

ইন্টারনাল কার্ডঃ এগুলোর ভিডিও কোয়ালিটি অন্যগুলোর চেয়ে ভাল পাবেন। রেকর্ডিং সুবিধাও পাবেন তবে সমস্যা হল এগুলো চালাতে হলে আপনাকে পিসি অন করতে হবে। কার্ডটি লাগানো থাকবে মাদারবোর্ডের সাথে PCI স্লটে, অর্থাৎ গ্রাফিক্সকার্ড এর একটি স্লট দখল করে নেবে। আবার টিভি হুট করে চালু করতে পারবেননা, পিসি অন হবার জন্য অপেক্ষা করতে হবে। পিসি নষ্ট হলে শুধু মনিটর ব্যবহার করে চালাতে পারবেন না। এসব সমস্যার কারণেই ইন্টারনাল কার্ডগুলো ক্রমশ অজনপ্রিয় হয়ে উঠছে। তবে ছবির কোয়ালিটির ব্যাপারে আপনি যদি আপোষহীন হোন এবং রেকডিং এর চিন্তা মাথায় থাকে তবে ইন্টারনাল কার্ড হবে আপনার প্রথম চয়েস। এভারমিডিয়া (Avermedia) এর কার্ড ৩,১০০ টাকায় পাবেন, বাজেট কম হলে কেওয়ার্ল্ড (Kworld) এর কার্ড ২,৬০০ টাকায় নিতে পারেন।

এক্সটারনাল কার্ড: এই কার্ডগুলো সবচেয়ে বেশী জনপ্রিয়। এগুলো সরাসরি মনিটরের সাথে যুক্ত থাকে, ব্যবহারের জন্য পিসির প্রয়োজন হবেনা। রেকর্ডিং সুবিধা নেই তবে কিছু কার্ডে VGA out এর মাধ্যমে রেকর্ডিং করা সম্ভব হবে যদি আপনার গ্রাফিক্স কার্ড থাকে। বাংলাদেশে গেডমি (Gadmei) ব্রান্ডেরগুলো ১,৪০০ টাকা থেকেই পাওয়া যায়, তবে উপদেশ থাকবে গেডমি ব্যবহার না করবার জন্য। বিশেষত আপনি যদি ছবির মাননিয়ে খুতখুতে হোন এবং দীর্ঘস্থায়ী সমাধান চান তবে বাজেট একটু বাড়িয়ে Kworld (কেওয়ার্ল্ড) নিতে পারেন। এগুলোর দাম ২,৫০০ এর মত পড়বে। বাজেট একেবারে বেশী হলে (৪,০০০) এভারমিডিয়া নিন। এছাড়াও পার্ফেক্ট (Perfect) ১,৮০০ টাকা ও রিয়েলমিডিয়া (Real Media) ১৭,০০ টাকা ও রিয়েলভিউ (Real View) ১,৬০০ টাকার থেকেই পাবেন তবে এগুলোর কোয়ালিটিও গেডমির মতই।

ইউএসবিঃ ইউএসবি কার্ডগুলো পিসির ইউএসবি পোর্টে সংযোগ দিতে হয়। এই কার্ডে আপনি রেকর্ডিং সুবিধা পাবেন। তবে ইউএসবি  পোর্টের অন্যন্য সীমাবদ্ধতার মতই এটিও ঝামেলা করে। বিশেষত স্পিড, কোয়ালিটি। ইউএসবি এর পরিবর্তে এক্সটারনাল বা ইন্টারনাল কেনাটাই বেশী বিবেচকের কাজ হবে। USB গুলোর মধ্যে এভারমিডিয়া ৩,৬০০ টাকা, গেডমি ২,২০০ টাকা, পার্ফেক্ট ১,৯০০ টাকা, রিয়েল ভিউ ২,১০০ টাকা থেকে পাবেন।

ব্রান্ডঃ

পণ্যের ক্ষেত্রে ব্রান্ড বড় বিষয়। দামে কম সিম্ফনীতে বেশী ফিচার থাকলেও দামে বেশী সনিএরিকসনে সাথে কোয়ালিটির পাল্লায় তা মিলবেনা। প্রথমে বাজেট বিবেচনা করুন। যদি ১,৫০০ এর নিচে হয় তবে চায়না ব্রান্ড গেডমি এর প্রোডাক্ট নিতে হবে। গেডমি এর সমস্যা হল এর লো কোয়ালিটি ইমেজ আর দ্রুত নষ্ট হবার প্রবণতা। চাইনিজ জিনিষ ফেভার করে লাকে। আপনার লাক ভাল হলে বহুদিন টিকবে লাক ফেভার না করতে বছর পেরুতেই নষ্ট হবে, তবে সমস্যা নেই ১ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন গেডমি এর সাথে। ব্যক্তিগতভাবে আমি দুটো গেডমি ব্যবহার করেছি, প্রতিটিই দেড় বছরের মত টিকেছে, এর কোয়ালিটি মোটামুটি, তবে এটি পিসির গ্রাফিক্সে প্রভাব ফেলে। টিভি কার্ড এর সাথে পিসি লাগালে পিসির ক্লিয়ারিটি কিছুটা কমে যায়। পারফেক্ট (Perfect), রিয়েলভিউ (Real View), রিয়েলমিডিয়া (Real Media) গুলোও একই ঘরানার। সবগুলোর ওয়ারেন্টি থাকছে ১ বছর।

আপনার বাজেট যদি হয় ২,০০০+ তবে কেওয়ার্ল্ড (Kworld) নিন। চীনের হলেও তাইওয়ানের বেশ সুনাম রয়েছে ইলেকট্রনিক্স দুনিয়ায়। তাইওয়ান ভিত্তিক এই ব্রান্ডের কার্ডগুলোর কোয়ালিটি বেশ ভাল। বড়কথা পিসির গ্রাফিক্সে কোন প্রভাব ফেলেনা। পিসি টিভিকার্ড দুটোই সমতালে চালাতে পারবেন। বড় কথা এটি HD সাপোর্ট দেবে। এর ওয়ারেন্টি পাবেন ১ বছর।

বাজেট খুব বেশী হলে (৪,০০০+) এভারমিডিয়া নিয়ে নিন। টিভিকার্ডের দুনিয়ায় এভারমিডিয়ার স্থান অপ্রতিদ্বন্দী। এর প্রতিটি পণ্য কোয়ালিটি সম্পন্ন। আর ওয়ারেন্টি পাবেন টানা তিন বছর!

--------------------

ভাল থাকুন, সুস্থ থাকুন

নেট মাস্টার।
Developer: Zils Drug Database

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সুন্দর টিউন, আরো আগে দরকার ছিল।।। যাইহোক গেডমী usb- প্রবলেম হল WIN-8 এ কথা আসে না তবে রেকর্ড করলে সাউন্ড আসে ।।। কিছু করতে পারলে বলেন ।।।

    @Shetu: গেডমীর সাপোর্ট ভালনা। ওদের ওয়েবে তেমন কিছু নেই। আপাতত আপনার কোন সমাধান আমার জানা নেই। একমাত্র মাইক্রোসফট পারে গেডমীর জন্য ডিজিটাল সাইন ড্রাইভার এসাইন করতে যা আপনার সমস্যার সমাধান করবে।

    Level 0

    @Shetu: try honestech tvr 2.5. hope it will solve ur prob.

চরম হয়েছে রিভিউ। আমি একটা কিনতে চাই, তবে আমি একটু ভিডিও কোয়ালিটি ভাল ও রেকর্ড চাই। দাম ২৫০০-৩০০০ এর মধ্যে কোনটা নিলে ভাল হবে।

    @Kh ফয়সাল: এভারমিডিয়া ইন্টারনাল যদি খুব বেশী টিভি দেখার অভ্যাস না থাকে। বেশী টিভি দেখলে কেওয়ার্ল্ড নিন। কেওয়ার্ল্ড এর কোয়ালিটি ভাল তবে অন্যন্য সব কার্ডের মতিই এর 1.5 W এর স্পিকার ভাল না। অবশ্য টিভিকার্ডের স্পিকারে খুব কম মানুষই টিভির আওয়াজ শুনে, সবাই পিসির উফার ব্যবহার করে।

ভাই ল্যাপটপ এ ইউ এস বি পোর্টের WIN-8 এর জন্য , রেকর্ডিং সুবিধা সহ কোনটা আমার জন্য ভাল হবে ? দাম নিয়ে ব্যাপার না আমার দরকার ভাল প্রোডাক্ট । আপনি সাজেশন দেন কোনটা কিনব 🙂

Level New

laptop er jonno konta better?

    @sobujmd: USB ছাড়া ল্যাপটপে অন্য কোন ডিভাইস ব্যবহার করতে পারবেন বলে মনেহয়না। অন্তত ল্যাপটপের জন্য ইন্টারনাল কার্ড পাওয়া যায় এমন তথ্য জানা নেই। এভারমিডিয়া এর ইউএসবি ট্রাই করুন।

”টিভি কার্ড এর সাথে পিসি লাগালে পিসির ক্লিয়ারিটি কিছুটা কমে যায়” aktu clear kore bolben ki

    @সবুজ ভাই: এক্সটার্নাল টিভিকার্ড থাকে পিসির বাইরে। পিসির VGA পোর্ট থেকে একটা কেবল কার্ডে লাগে, কার্ড থেকে একটা কেবল মনিটরে যায়, অর্থাৎ সরাসরি পিসি মনিটরের সাথে লাগানো থাকেনা। ভালমানের কার্ড ব্যবহার না করলে পিসি ব্যবহারের সময় গ্রাফিক্স কোয়ালিটি কমে।

helpful

ভাই আমি গেডমি একটি ইউএসবি কার্ড 380e কিনেছি কিন্তু windows 7 ultimate এ কাজ করছে না। সবকিছু ঠিক আছে শুধু একটি এরর মেসেজ দেখায় যে, ড্রাইভার নাকি সঠিক ভাবে ইনষ্টল হয়নি। আমি রি ইনষ্টল করেছি কিন্তু কোন কাজ হচ্ছে না। আবার আরেকটা ল্যাপটপে win 7 চলতেছে। আমার পিসি হচ্ছে এইচ,পি ওমনি। দয়া করে একটা সমাধান দেবেন। ধন্যবাদ।

Level 0

হেল্পপুল পোষ্ট
অনলাইনে সব ভাড়া ভিত্তিক তথ্য পেতে অাসতে পারেন

varabd.com

onek sundor tune…go ahead

আমি প্রায় ৩ বছর যাবত পারফেক্ট ব্র্যান্ডের টিভি কার্ড ব্যবহার করছি।এটা ডুয়েল সিস্টেম।সিআরটি এবং এলসিডি/এলইডি মনিটরে কাজ করে।আগে সিআরটি ব্যবহার করতাম।এখন এলইডি মনিটর ব্যবহার করি।কার্ড একটাই।কম্পিউটার সোর্স থেকে কিনেছিলাম ১৯০০টাকা দিয়ে।২০১০সালের জুন মাসে কিনেছিলাম।এখন মাঝে মাঝে ঝামেলা করে।বাকি সব ঠিক আছে।

আপনার সাথে একমত।কেওয়ার্ল্ড (Kworld) ভালো।
টিউনের জন্য ধন্যবাদ।

    @মুকুট: স্বাগতম! এখন সম্ভবত সবগুলো টিভিকার্ডই কম্বো। তবে CRT তে টিভি দেখে বেশী শান্তি। LCD/LED তে টিভি দেখে কেনজানি শান্তি লাগেনা।

Level 0

আমি কি আমার ল্যাপটপ টিভি দাখতে পারব?এ সিস্টেম আসে নাকি?

Level New

nice.shobar qus: er ans: regular dile amader upokar hoy.plz 🙂

Level 0

ভালো লাগলো, আমার ইউএসবি কার্ড টি আরতিং করায় এখন পানির মত ডেউ আসে তবে ক্লিয়ার, কি করতে পারি বলেন তো ভাই যদি যানা থাকে।

    @sultan27: আরতিং বলতে কি বুঝিয়েছেন, আরথিং? USB তে আরথিং করলেন কেন এবং কিভাবে জানান।

Kworld এর টিভি কার্ড আমি একটা কিনেছিলাম বিশ্বকাপের আগে। অনেক ভাল পারফর্ম্যান্স। 😀
ধন্যবাদ এমন চমৎকার রিভিউ দেয়ার জন্য। 🙂

অনেক সুন্দর টিউন হইছে। আমি 5বছর যাবত রিয়াল ভিউ এর এক্সট্রানাল ব্যবহার করছি। কোয়ালিটি ভালই। প্রথমে আমি সিআরটিতে চালাতাম সব ঠিক ছিল যখন সেটা বিক্রি করে এলসিডি নিলাম তখন থেকে টিভি কার্ডের রেজুলেশন আমার মনিটরের সাথে মিলে না। ছবি কিছুটা বড় হয়ে গেছে তাই খেলার স্কোর ও খবরের স্ক্রল দেখেতে পারিন, এর কোন সমাধান আছে।

তাই আমি একটা নতুন টিভি কার্ড নিব ভাবছি। আচ্ছা ভাইয়া আমার মনিটার স্যাসস্যাংন SyncMaster720, 17″ LCD আমার জন্য এক্সট্রানাল কোনটা ভাল হবে। আর ভাই এক্সটারনাল কার্ডে কি এই ধরনের কি কোন সিসটেম আছে যে আমি পিসিতে কাজ করতেছে আর টিভি ও দেখতেছি মনিটরের পর্দায় এক কর্নারে ছোট করে।

    @Reaz Ul Islam: রেজুলেশন জনীত সমস্যা টিভিকার্ডের অপশন থেকে করা সম্ভব হতে পারে। আপনার টিভিকার্ড কত স্ত্রিণ রেজুলেশন সাপোর্ট করে তা জানতে হবে। সর্বোচ্চ যত সাপোর্ট করে তত সেট করে দিন।

    (টিভি ও দেখতেছি মনিটরের পর্দায় এক কর্নারে ছোট করে।) ফাংশনটির নাম PIP (Picture In Picture)। এটা আধুনিক প্রায় সব টিভিকার্ডেই থাকে (1,700 টাকা+) টিভিকার্ড কেনার আগে জেনে নিন PIP সাপোর্ট করে কি না। আর রিমোটেও দেখুন PIP নামের আলাদা বাটন আছে কি না। এগুলো দেখে নিলেই আপনি যা চাচ্ছেন তা করতে পারবেন।

Level 2

ami pc er jonno internal tv card kinte chai buget kom kinto valo service chai.Gadmei(extarnel) use kortam but nosto hoye gese…..
Thanks for the helpful post.

Level 2

আমি একটা ভাল ইন্টারনাল কার্ড টিভি কার্ড কিনতে চাই।আমি High quality Recording,পিসিতে কাজ করার পাশাপাশি টিভি দেখা যাবে এবং দীর্ঘদিন টিকবে এমন টিভি কার্ড কিনতে চাই।বাজেট ২০০০-২৫০০ টাকা PLEASE Suggest করুন কোনটা কিনব।

আমি এভারমিডিয়া এক্সটারনাল টিভি কার্ড কিনেছিলাম ২০০৫ সালে ৩৯০০ টাকা দিয়ে এখনো চলছে।

আমি একটা সমস্যায় পরেছি সমস্যাটা হল আমি এভারমিডিয়া ইউএসবি টিভিকার্ড কিনেছিলাম ২০১০ সালে ৩৪০০ টাকা দিয়ে।যখন আমি রেকর্ড করি তখন পিসির পিছনে ইউএসবিতে পেনড্রাইভ লাগিয়ে ফাইল ট্রান্সফার করলে পিসি হাং হয়ে যায় অথচ সামনে দিয়ে কাজ করলে সমস্যা হয়না।এটা কি থেকে হতে পারে কেউ যদি আমাকে বলেন আমার খুব উপকার হবে।আমার ইউএসবি টিভিকার্ড এর মধ্যে কোন সমস্যা নেই।ভালই চলছে

    @গেমস মাস্টার: সমস্যাটা ইউএসবি বাসের পাওয়ারে। টিভিকার্ড, মডেম, স্ক্যানার এগুলো বেশী পাওয়ার নেয়। দীর্ঘদিন এসব একই পোর্টে ব্যবহার করলে সমস্যা করে। আপনি আপাতত ফ্রন্ট ইউএসবি দিয়েই কাজ চালিয়ে যান।

আমি ছোট মামাকে পটিয়ে একটা গেডমি টিভি কার্ড এনেছিলাম। আজ ৪ বছর ধরে বিরামহীন সার্ভিস দিচ্ছে।

Level 0

vai ami ekta gedmi (External) kinchilam bosor khanek agey… ekhono cholteche.. Kintu eitate sob channel clear dhorena. AXN, starmovies hbo eigula khub jhir jhir kore. Etar ki somadhan.. Jodi Avermedia Kini taholeo ki eki problem thakbe??

    @rakib.rana: শুনে মনে হচ্ছে সমস্যা আপনার লাইনে। ডিসের লোকদের ডেকে লাইন ঠিক করান, টিভিকার্ড পরিবর্তন করে লাভ হবেনা।

Vai Amar Kache AverMedia e best. 11.03.2010 a kinechilam. usb port a use kori. Ami quality er bepare kono compromise korina. Tai aver amar 1st choise.

অসংখ্য ধন্যবাদ , আপনার সুন্দর টিউনের জন্য। আমি একটি LCD মনিটর ও Kworld টিভিকার্ড কিনে শুধুমাত্র টিভি দেখতে
চাই । বাজারের টিভির চেয়ে কোয়ালিটি খারাপ হবে না তো ?

    @রেজুয়ান আহমদ: টিভিকার্ড কখনোই TV এর সমতূল্য নয়। TV হল ডেডিকেটেড যন্ত্র যা শুধু টিভি দেখবার জন্যই বানানো হয়। পিসির মনিটর বানানো হয় অনেক উদ্দেশ্য মাথায় রেখে। Kworld টিভিকার্ড লাগিয়ে ভাল পারফর্মেন্স পাবেন এটা ঠিক তবে টিভি কখনোই হবেনা।

ভাই আমার perfect usb tv box আছে । কিন্তু color হাল্কা লালচে আসে । আর এত ভাল connection তাও হাল্কা ঝির ঝির করে । record করতে গেলে অন্য কোন channel দেখা যায় না । নতুন একটা কিনতে চাই যেটায় খুব ভাল color পাওয়া যাবে ।সুবিধাও বেশি ।আর পিসি তে tv card ব্যবহার করলে কোন ক্ষতি হয় কিনা জানাবেন ।

Level 0

help full

Level 0

:/

আম্মারে পটাইতে পারলেই একটা কিনে ফেলব।

Level 0

ভাই আমি (Gadmei) use করি color setting reset করব কি করে।

আমার এভারমিডয়া ইন্টারনাল টিভি কার্ড Avertv express 009 M798 এর ড্রাইভার পাচ্ছিনা। ওদের ওয়েব সাইটে এখন নেই। দয়া করে সাহায্য করুন।