ইউ. এস. বি. রাইট প্রোটেক্ট

কম্পিউটারে ভাইরাসের আক্রমন সবচেয়ে বেশী হয় ইউ. এস. বি বা পোর্টেবল মেমরি ডিভাইসের মাধ্যমে। যদি আমরা ইউ. এস. বি বা পোর্টেবল মেমরি ডিভাইস কে রাইট প্রোটেক্ট করতে পারি তবে ভাইরাসের আক্রমন অনেকটাই প্রতিহত করতে পারি।

আসুন দেখা যাক তা কিভাবে করবঃ
আমরা বেশ কয়েক ভাবে ইউ. এস. বি. রাইট প্রোটেক্ট করেত পারি। যেমন সফটঅয়্যার, রেজিষ্ট্রি এডিট, হার্ডঅয়্যার।

  • 1. প্রথমে আসি রেজিষ্ট্রি এডিটের কথায়।
    এটি করতে হলে নিম্ন লিখিত স্টেপ গুলো অনুসরন করুন;a. Run Registry Editor (regedit).

    b. Navigate to the following registry key:
    HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control

    c. Create a New Key named as "StorageDevicePolicies" in the tree of Control.

    d. Highlight StorageDevicePolicies, and then create a New DWORD (32-bit) Value named
    as "WriteProtect"

    e. Double click on WriteProtect, and set its value data 1.

  • পরবর্তীতে আবার রাইট করতে একই ভাবে উপরের স্টেপ গুলোর মত অনুসরন করুনa. Run Registry Editor (regedit).

    b. Navigate to the following registry key:
    HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies

    c. Double click on WriteProtect, and set its value data 0.

  • 2. এবার আসি সফটঅয়্যার এর কথায়;এ পর্যায়ে শুরুতে আমি ধন্যবাদ দেব টিউনার কামরুল ইসলাম রুবেল ভাইকে। তাঁর পোষ্টটি একবার পড়ুন
    https://www.techtunes.io/download/tune-id/3664/
    সফট টা দারুন কাজের জিনিষ। সেটআপ না দিয়ে পোর্টেবল সফট হিসাবে ব্যাবহার করতে চাইলে ডাউনলোডের জন্য এই লিংকে ক্লিক করুন।
    http://www.filehosting.org/file/details/21466/uld.rar
    "রুবেল ভাই" আমাকে ক্ষমা করবেন আপনার অনুমতি ছাড়াই কাজটা করলাম বলে।

    এছাড়া আরো একটি সফট আছে, এটাও পোর্টেবল।
    http://www.filehosting.org/file/details/21470/usbwp.rar

  • 3. উপরোক্ত পদ্ধতি গুলি প্রয়োগ না করে কি লক ব্যাবহার করে রাইট প্রোটেক্ট করা যায়। পুরোনো কিছু পেন ড্রাইভে ও মেমোরী কার্ডে এই সুবিধা বিদ্যমান আছে।

উপরোক্ত পদ্ধতি গুলির মধ্যে 1. ও 2. পদ্ধতি দুটি নিজ কম্পিউটারের বেলায় কাজ করে। 3. নম্বর পদ্ধতি সকল কম্পিউটারে এনাবল বা ডিজেবল করে ব্যাবহার করা যায়। এখন কার পেন ড্রাইভ গুলিতে এই লক সিস্টেম নেই।

এবার কথা হল আমরা যারা বিভিন্ন প্রয়োজনে আমাদের নিজ নিজ পেন ড্রাইভ থেকে কোন ফাইল / ফোণ্ডার অন্য কম্পিউটারে কপি বা শেয়ার করতে যাই তখন সেই কম্পিউটার থেকে পেন ড্রাইভে ভাইরাসের আমদানি হয়ে যায় ( যদি সেটাতে আগেই ভাইরাসের আক্রমন হয়ে থাকে )।

উপরোক্ত 2. নং পদ্ধতির মত এমন কোন পদ্ধতি কারো জানা থাকলে দয়া করে জানাবেন। যেটা নিজ কম্পিউটার বাদে অন্য কম্পিউটারে রাইট প্রোটেক্ট করে আমাদের নিজ নিজ পেন ড্রাইভকে ভাইরাসের হাত থেকে রক্ষা করবে। অবশ্য নিজ কম্পিউটার ফ্রেশ থাকলে অন্যের কম্পিউটারও এতে করে আক্রান্ত হবে না। আবার অন্য কম্পিউটার থেকেও নিজ কম্পিউটারে ভাইরাসের আক্রমন হবেনা। এটাই ভাল নয় কি? সবাইকে ধন্যবাদ।

Level 2

আমি HEERA_81। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 286 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

My web http://heera81.wordpress.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

HEERA_81,
এই পদ্ধতির সুবিধা অসুবিধা দুটোই আছে।
সুবিধাঃ এই পদ্ধতিতে কোন ডেটা আপনার পিসি থেকে বিনা অনুমতিতে কেউ নিতে পারবে না (অ্যাডভান্সড ইউজারের ক্ষেত্রে প্রযোজ্য নয় যদি তিনি 1নং পদ্ধতি জানেন) কিন্তু আপনি নিমেষেই ডেটা ফ্লাশ ড্রাইভ থেকে পিসিতে নিতে পারবেন।
অসুবিধাঃ এতে করে ভাইরাস সম্বলিত ফাইল অথবা আলাদা ফাইল যেমন autorun.inf থাকলে আপনি ইচ্ছা করলেও ডিলিট করতে পারবেন না। তার উপর আপনার “যেটা নিজ কম্পিউটার বাদে অন্য কম্পিউটারে রাইট প্রোটেক্ট করে আমাদের নিজ নিজ পেন ড্রাইভকে ভাইরাসের হাত থেকে রক্ষা করবে” অন্য কম্পিউটারে রাইট প্রোটেক্ট করলে সেখান থেকে ডেটা নেবো কিভাবে !!! (অবশ্য এ ক্ষেত্রে আপনি ফ্লাশ ড্রাইভ ব্যবহার করে শুধু অন্যের পিসিতে কাজ করতে পারবেন এর বেশি কিছু নয়/ অর্থাৎ আপনি একজন দাতা মাত্র…গ্রহীতা নন )
শুধুমাত্র নিজ পিসির তথ্যাদি রক্ষার জন্য পদ্ধতিটি বেশ সুবিধাজনক।

Level 2

পদ্ধতিটির সুবিধা / অসুবিধা দুটোই জানা আছে। আমার অন্য কম্পিউটার থেকে ডেটা নেয়ার দরকার নেই, থাকলে অন্য কোন মিডিয়া ব্যাবহার করার ব্যাবস্থা আছে।
শুধু মাত্র নিজ পিসির তথ্যাদি রক্ষার জন্য এবং নিজ পিসিতে রাইটেবল কিন্তু অন্য পিসিতে রাইট প্রোটেক্ট ফিচার যুক্ত কোন পদ্ধতি জানা থাকলে জানান।

ভাইরাসযুক্ত কম্পিউটার এর হাত থেকে নিজ পেন ড্রাইভকে রক্ষা করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে পেন ড্রাইভে ডামি ফাইল তৈরী করে ফ্রী স্পেস 0 করে দেয়া। যাতে নতুন কোন ফাইল কপি হবার জায়গা না থাকে। আর করা যায় খুব সহজে আলাদা কোন সফটওয়্যারও লাগেনা। প্রথমে Pen Drive properties থেকে free space এর পরিমান byte এ দেখে নিন। মনে করি এটা 123,456,000 byte. এবার আপনার পেনড্রাইভটি যদি D:\ হয় তাহলে Command Prompt এ গিয়ে টাইপ করুন fsutil file createnew d:\Dummy 123456000 এরফলে D: ড্রাইভে Dummy নামে 123456000 byte এর একটা ফাইল তৈরী হবে এবং আপনার পেন ড্রাইভের Free Space হবে 0 এখন এই পেন ড্রাইভে নতুন কিছুই কপি হবেনা অর্থাৎ Write Protected। খালি জায়গা ফেরৎ পেতে Dummy ফাইল টা মুছে দিলেই হবে।

Level 2

মাসুম ভাই আপনাকে ধন্যবাদ।

আমি আমার মেসিনে অ্যন্টিভাইরাস ছাড়াও টুইক ইউ আই লোড করেছি। তা থেকে পেন ড্রাইভকে অটোরান অফ করেছি। এর পর আর কোনো ঊপদ্রব হয়নি। অন্য মেসিন থেকে অটোরান।ইনফ + ভিরাল ইএক্সি কপি হলেও আমার মেসিনে রান করে না। স্লো মেসিনেও অ্যন্টিভাইরাস ছাড়া চালাতে হলে এটা করে প্রত্যেকবার অটোরান।ইনফ নোটপ্যাডে (সবথেকে ভালো ডসে)খুলে ভিরাল ইএক্সি বা স্ক্রিপ্ট এর পাথ দেখে দুটোকেই মুছতে হবে। আর কিছু হবে না। সুইচ ছাড়া অন্যের মেসিনের কন্ট্রোল থাকে না। বিকল্প পদ্ধতি ব্ল্যাঙ্ক অটোরান।ইনফ ফাইল পেন ড্রাইভ এ রাখা। তবে এটা বেসিরভাগ ক্ষেত্রেই অচল।

Level 0

Thanks for your suggestion. I will try this and after than i will tell u details.

আমার পেনড্রাইভ রাইট প্রোটেক্ট করেছিলাম।এখন রাইট প্রোটেক্ট রিমুভ করব কিভাবে?

    Level 2

    @Monjur Morshed: প্রায় পাঁচ বছর পূর্বের এই টিউনে কমেন্ট করার জন্য ধন্যবাদ। আপনি কি সুইচ ব্যাবহার করেছিলেন?