কম্পিউটারের হার্ডওয়্যার, সফ্টওয়ার ও অফিস এপ্লিকেশন সম্পর্কিত সমস্যার সমাধান ১০০ পর্বের ২য় পর্ব দেখুন বাকি ৯৮ পর্ব আসিতেছে খুব শিঘ্রই

 

 

সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার প্রথম টিউন শুরু করছি। আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আর কেউ যদি কম্পিউটার নিয়ে সমস্যায় থাকেন তবে এই টিউনটা পড়ার পর মনে হয়না তিনি আর সমস্যায় থাকবেন।

১. বাসায় ওয়াই ফাই সেটাপ করতে চান নিজেই, তাহলে আপনার জন্য। সমস্যার ধরণ: ইন্টারনেট কানেক্শন
আমাদের সমাধান: আপনি যদি ল্যাপটপে ওয়াইফাই ব্যবহার করতে চান তাহলে শুধু একটা ওয়াইফাই রাউটার কিনলেই হবে। আর ডেস্কটপে ব্যবহার করতে চাইলে ডেস্কটপের জন্য আলাদা এডাপ্টার কিনতে হবে। অথবা চাইলে ডেস্কটপে রাউটার থেকে ল্যান ক্যাবল দিয়েও ইন্টারনেট ও নেটওয়ার্কিং এর কাজ করতে পারবেন। বাজারে দুই ধরনের রাউটার পাওয়া যায়। ৫৪এমবিপিএস এবং ৩০০ এমবিপিএস। মোটামুটি ২২০০ টাকার মধ্যেই ৫৪ এমবিপিএস রাউটার পাওয়া সম্ভব। আর রাউটার সেটাপ করা অনেকটা ক্যাবল ইন্টারনেট সেটাপের মতোই। এটা সংশ্লিষ্ট ম্যানুয়াল দেখে সহজেই আপনি করে নিতে পারবেন।
২. গুগল ক্রোমে নেট ব্রাউজিং সমস্যা, সমস্যার ধরণ: ইন্টারনেট ব্রাউজিং
আমাদের সমাধান: আপনার ক্রোমে যদি কোনো থার্ড পার্টি এড অন ইন্সতল করা থাকে তাহলে তা মুছে ফেলুন। ব্রাউজারের হিস্টরি এবং কুকিস মুছেও দেখতে পারেন। এতেও কাজ না হলে ক্রোমের নতুন এবং সর্বশেষ ভার্সন ব্যবহার করুন। ক্রোম সাধারণত প্রতি সপ্তাহেই নতুন নতুন ভার্সন বের করে।
৩. সিডি ড্রাইভের সমস্যা তাহলে আপনার জন্য, সমস্যার ধরণ: সিডি রম
আমাদের সমাধান: যদি সিডি ড্রাইভটি সাটা হয় তাহলে তার পোর্ট পরিবর্তন করে দেখুন। আর সিডি ড্রাইভ বেশি পুরাতন হলে তার হেড পরিস্কার করাটা জরুরি। অথবা আপনি নিজেই খুলে চেষ্টা করে দে;খতে পারেন আর না পারলে অভিজ্ঞ দের পরামর্শ নিতে পারেন।

টেকটিউনসস এর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আরও নতুন প্রযুক্তির সুরে মেতে উঠার জন্য টেকটিউনসস আছে আপনাদের সাথে। আজ আর নয় আবার কোন এক সময় এসে হাজির হব টেকটিউনস এর সাথে আপনিও থাকবেন আমাদের সাথে।

আমার লেখার মাঝে কোনো ধারনের ভুল থাকলে নিজ গুনে ক্ষমা করবেন আর সঠিকটা ঠিক ভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন।

আপনার হাতে সময় থাকলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।

Level 0

আমি আজিজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আজিজুর রহমান, টেক ব্লগ লিখতে ভালবাসি। ourtechbd.com এর একজন প্রতিষ্ঠাতা অ্যাডমিন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস