অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের টাচ স্ক্রিন/ডিসপ্লে সমস্যা ও সমাধান মোবাইল হার্ডওয়্যারের উপর কাজ শিখুন ঘরে বসে A2Z Engineering-Mobile Repairing and servicing-[পর্ব ০৪]

আমাদের স্মার্ট ফোন বা টাচ ফোনে অনেক সময় অনেক গুঁতাগুঁতি করেও কাজ করে না। কেন করে না বা সমস্যা কি বা এর সমাধান নিয়ে আজকের টিউটোরিয়াল। আমরা আজ এটি নিয়েই দেখবো, আর কিভাবে সহজে সমাধান করা  যায়। এখানে উদাহরণ হিসাবে জিডিএল ব্যবহার করা হয়েছে। আপনারা যারা অলরেডি কাজ শুরু করে দিয়েছেন, তারা প্র্যাকটিসের জন্য অন্য কোন ফোনের সেম প্রবলেম সমাধান করুন। Mobile servicing-KFPlanet.com

এখন সরাসরি টিউটোরিয়ালের দিক মনোযোগ দেয়া যাক।

অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের টাচ স্ক্রিন/ডিসপ্লে সমস্যা ও সমাধান। মোবাইল হার্ডওয়্যারের উপর কাজ শিখুন ঘরে বসে। A2Z Engineering-Mobile Repairing and servicing-[পর্ব ০৪]

https://www.youtube.com/watch?v=YDuK2Q4Vhjo

কিছু কথাঃ
শিক্ষার্থীদের চাওয়া থেকে আমাদের এই ছোট প্রচেষ্টা।
আমাদের লার্নিং এর বড় প্লাটফর্ম। এই প্রথম মোবাইল সার্ভিসিং কোর্স টেকটিউনসে প্রকাশ করতে পেরে আনন্দিত আমাদের টিম। সাড়া পেলে আধুনিক উপায়ে পূর্নাজ্ঞ টিউটোরিয়াল মেক করার পরিকল্পনা রয়েছে, কারন বিশেষজ্ঞ প্যানেল আমাদের সাথে রয়েছেন।

মূলত টিউমেন্ট বা মেইল এর অনুরোধের ভিত্তিতে ভিভিন্ন সমস্যার সমাধান সহ জটিল সমস্যার সমাধান করা হচ্ছে যা কিনা টেকটিউনসের মাধ্যমে বাংলাদেশ সহ সকল দেশের আগ্রহী ও পরিশ্রমী শিক্ষার্থীদের প্রতি উৎসর্গ করা হয়েছে। নিয়মিত ফ্রিতে ক্লাস বা টিউটোরিয়াল প্রকাশ করা করা হবে।

আমাদের টিউটর রয়েছেন মোঃ জামান হোসেন, মোঃ কামাল হোসেন, জামেরুল ইসলাম। খুব ব্যাস্ততার মাঝে আমাদের সময় দিচ্ছেন। তাদের সাস্থ্য ও সাফল্য এর জন্য দোয়া করবেন।

আর যে কোন প্রব্লেম ফেস বা মতামতের জন্য টিউমেন্ট এ জানাবেন।

এফবিতে পেজ Group একটিভ থাকতে পারেন বা মতামত জানাতে পারেন।

A2Z Enginnering -অফিসিয়াল ইউটিউব চ্যানেল

পূর্বের টিউনঃ কিভাবে নোকিয়া মোটা চার্জার পিন থেকে চিকন কমন চার্জার পিনে(চার্জার কানেক্টর) রুপান্তর করতে পারি। A2Z Engineering-Mobile Repairing and servicing-পর্ব ০১

খুব সহজে আপনার ফোনের স্ক্রিন-প্রটেক্টেড পেপার লাগিয়ে নিন। খরচ বাঁচিয়ে নিজে নিজের কাজ করুন। A2Z Engineering-Mobile Repairing and servicing-পর্ব ০২

মোবাইল ফোনের স্ক্রিন/ডিসপ্লে সমস্যা ও সমাধান। মোবাইল হার্ডওয়্যারের উপর কাজ শিখুন ঘরে বসে। A2Z Engineering-Mobile Repairing and servicing-[পর্ব ০৩]

টেকটিউনসের সাথেই থাকুন।

কেও কেও বলতেও পারেন বিজ্ঞাপণ দিচ্ছেন আপনি! ভাই এগুলা কেন আপনি ও জানেন। তাই আজাইরা টিউমেন্ট করে নিরুৎসাহিত করবেন না। দেখবেন আর কি শিখলেন আর কি অর্জন করলেন বা এখানে আমাদের কেমন প্রচেষ্টা বা পরিশ্রমটা উপলব্ধি করবেন।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি মোঃকামাল হোসেন ফুয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি,খুলনা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস