মোবাইল চালু হচ্ছেনা : শিখতে চান নাকি মোবাইল সার্ভিসিং? হাতেখড়ি নিন।

আজকে আপনাদের একটি গুরুত্বপুর্ণ বিষয় লিখবো। আমাদের সবারই কমপক্ষে একটি মোবাইল আছে। হঠাৎ করে একদিন দেখলেন আপনার সাধের মোবাইল খানা ক্লিনিক্যালি ডেড। (আবার অনেক সময় দেখা যায় কথা বলতে বলতে বন্ধ হয়ে যায়) সেটা বিভিন্ন ভাবে হতে পারে। হয়ত চার্জ শেষ হয়েছিলো অথবা মোটামুটি মানের একটি আছাড় খেয়েছিলো অথবা পানিতে পড়েছিলো। এখন আপনার প্রয়োজন মোবাইলের প্রাথমিক চিকিৎসা করা আমরা যেটাকে বলি ফার্স্ট এইড।

তো মোবাইল বন্ধ হবার পর প্রথমেই যেটা করবেন সেটা হলো আপনার ব্যাটারি চেক করা। আমার কাছে এরকম বহু কেস আসে মোবাইল বন্ধ হয়ে গেছে এখন চার্জ দিয়েও চালু হচ্ছেনা। এধরনের সমস্যায় পড়লে আপনার করনীয় :

১। আপনার ব্যাটারিটি চেক করে দেখুন। কারন আমি অনেক দেখেছি ব্যাটারি সম্পুর্ণ ডিসচার্জ হয়ে গেলে সেটা আর চার্জ হতে চায়না। তখন আপনি সেট চার্জে দিলেও চার্জ হবেনা আর সেটও চালু হবেনা।  আপনি একই ধরনের অন্য ব্যাটারি সেটে লাগিয়ে দেখুন। যদি সেট চালু হয় তবে আপনার ব্যাটারিটি অন্য সেটে লাগান দেখবেন সেট চালু হবেনা। ব্যাটারিটি অটোচার্জার/কুইক চার্জার দিয়ে চার্জ করে আবার ব্যাবহার করুন।

২। কোন ব্যাটারি লাগিয়েই সেট চালু হচ্ছেনা। তাহলে ব্যাটারির কানেক্টর পরীক্ষা করুন। অনেক সময় মোবাইলের ব্যাটারীর টার্মিনালে এবং সেটের কানেক্টরে গাঢ় হয়ে ময়লা জমে যায় এবং ফলশ্রুতিতে সেট চালু হয়না। কিছু একটা দিয়ে ব্যাটারি এবং কানেক্টর এর ময়লাগুলো পরিষ্কার করে দেখুন।

৩। সমস্যা একই। সেট চালু হচ্ছেনা। সেটটি দক্ষতার সাথে খুলুন। এবার আপনার পাওয়ার বাটন (যেটা টিপে সেট চালু করেন) চেক করুন। এটা যদি মাদারবোর্ডের সাইডে আলাদাভাবে লাগানো থাকে তবে দেখুন সেটা ভেঙ্গে গেছে কিনা। কারন অনেক সময় দেখা যায় বেকায়দা চাপ দেয়ার কারনে বাটনটি ভেঙ্গে যায়।

যদি সেটাই হয় তবে বাটনটির সাথে মিলিয়ে একটি বাটন কিনে আনুন। দাম নিবে ৫-১০ টাকা। এবার ভালো করে আবার বলছি ভালোভাবে সোল্ডারিং করে সেটা লাগিয়ে দিন। আর যদি আপনার সেট লাল বাটন চেপে অন হয় তবে চিত্রের মতো করে স্টিকার উঠিয়ে সে জায়গাটি পরিষ্কার করে দিন। এই কাজটি আপনার সেটের অনান্য বাটন না করলে সেক্ষেত্রেও প্রযোজ্য। এবার দেখুন সেট চালু হয় কিনা।

৪। নাহ! কাজ হলোনা। সেটটিকে থিনার দিয়ে ভালো করে পরিস্কার করুন। পরিস্কার করার নিয়ম আমার এই টিউনে লিখেছি।

৫। চালু হচ্ছে না? তাহলে দেখুন তো? আপনার সেটের রেবনগুলো, ডিসপ্লে ভালোভাবে কানেক্ট আছে কি না? আছে।

৬। ধ্যাত্তেরি!  যত্তসব উদ্ভট টিপস।   এতক্ষনের খাটুনিই বৃথা। এর চাইতে আরেকটি নতুন কিনে নিলেই ভালো ছিল। যদি এটা আপনার মনের কথা হয় তবেতো অভিনন্দন। আপনার নতুন সেট ক্রয় শুভ হোক।

কি? এখনও আশা করছেন? তাহলে আপনার সেটটি ফ্লাশ দিয়ে দেখতে পারেন। যদি সেটি নোকিয়া হয় তবে এক্ষুনি বাজারে গিয়ে একটি HWK অথবা JAF ব্ক্স কিনে আনুন।

দাম নিবে দুই থেকে আড়াই হাজার টাকা (আমার শিউর জানা নাই। কমবেশি হতে পারে)। এবার ফ্লাশ দেয়ার পালা। আর একটি কথা। বক্স কেনার সময় ভুলবেন না আপনার সেটের কেবল কিনতে।

প্রয়োজনীয় সফটওয়ার আপনি বিক্রেতার কাছ থেকেই পাবেন। হোক সেটা সিডিতে বা পেনড্রাইভে।

৭। দৌড় দিয়েছেন নাকি? একটু থামুন।

আপনার সেটটি কি নরমাল? না অডিও ভিডিও সাপোর্ট করে, মেমোরি চিপস আছে আইমিন symbian অপারেটিং সিষ্টেম

Level 0

আমি Maruf Hosen। Photocopier Engineer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালোই আছি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপুনি তো দেখি মোবাইল এর কাজ শিখিয়ে ছাড়বেন।ধন্যবাদ আপনাকে।

    শিখতে না পারি অন্তত কিভাবে কাজগুলো হয় সেটাতো জানতে পারবো। এটাও অনেক। কারন সবাই সবকাজ পারেনা। কিন্তু কিভাবে হয় সেটা জানা উচিৎ।

এই টিউনটি আপনার টিউনের পূর্ণতা আনতে পারে…
https://www.techtunes.io/mobileo/tune-id/33035/

    অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার টিউনটি দেখলাম। সেটা নি:সন্দেহে ভালো হয়েছে। তবে আমারটির সাথে বোধহয় আপনারটি মিলবেনা। আমি অন্য একটি সফটওয়ার নিয়ে টিউনটি লিখছি। এটাতে ২০মেগাবাইটের মধ্যে ডাউনলোডের কাজ শেষ করবো।

Level New

খুবি ভালো হয়েছে, আপনি চালায় যান।
পোস্ট প্রিয়তে নিলাম। তবে শেষটা যেন কেমন হলো অসমাপ্ত।

এগিয়ে যান বস,
শুভ কামনায় সব সময় পাশে পাবেন।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

    অনেক আগেই হয়তো আপনার কমেন্টস পেতাম। কিন্তু আমি খেয়াল করিনি কমেন্টস অপশনটা ডিজএবল ছিল। আর ব্যাস্ততার কারনে নেটেও আসা হয়নি। হঠাৎ মেইল চেক করতে গিয়ে দেখলাম আমাকে কয়েকজন মেইল করে জানিয়েছে কমেন্টস করা যাচ্ছেনা। ধন্যবাদ সবাইকেই।

Level 0

MANY MANY THANK YOU BHAIYA, CHALIE JA SATHE A6I, THAKBO + PRIOTE.

thank thanksssssssssss asa kore kesu sekte parbo doa korben

Level 0

Hi Hi sob fas kora dilen business ato lal bati jolbo…..