Samsung মনিটরের কালার প্রবলেম ঠিক করুন ।

Samsung মনিটর ভিজিয়ে কেবল খারাপ থাকলে কালার ঠিক মত আসে না , সে জন্য সিপিও এর লেগে থাকা কেবল কেটে ছবির মত কানেকশন করে লাগাতে পারলে সমসা সমাধান হয়ে যাবে । যারা ইলৈকট্রনিস্কের কাজ যানেন তারা এই ডায়াগ্যাম দেখে সহজেই এই সমস্য সমাধান করতে পারেন ।
আমি ছবির মত কানকশন করে নস্ট মনিটর ঠিক করেছি । মনিটরের ভিজিয়ে কেবলের কেনেকটর নারাচারা করলে জদি কালার পরবতন হয় তাহলে এই ভাবে ঠিক করা যাবে।

এটা আমার প্রথম পোষ্ট , ২য় টিউনে উএসবি স্পিকার বানানোর পদ্ধতি দেখাব ।

<p

এটার জন্য ১৫ পিন মেল নতুন ভিজিয়ে কানেকটর কিনতে পাউয়া যায় । পুরাতন টাকে নতুন কানেকশন করলে ও হবে ।

Level 0

আমি সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

5'6'' height, 75 kg weight , leave in Narayangonj, Work with Beximco Pharma


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগল। পরবর্তি টিউনের আশায় থাকলাম। তবে আমার মনেহয় টিউনটি অনেক সংখিপ্ত হয়েগেছে।

ভাই,
আমার মনিটর samsung LCD SyncMaster733nw. কেনার ৪/৫ মাস পর থেকে মনিটরে লাল আবরণের মত আসত। তারপর ক্যাবল পরিবর্তন করি। এতে কাজ হয় কিন্তু মনিটরে হালকা ঝিরিঝিরি ভাব আসে। দিন দিন তা বাড়তে থাকে। বাধ্য হয়ে আবার cable চেঞ্জ করি। এবারও ঠিক একি গল্প। এভাবেই চালাই। মাঝে মাঝে vga cable খুলে প্রান্ত বদল করে লাগাই, টাইট করে লাগাই, হালকা করে লাগাই, এতে কিছুদিন ভালো চলে। কিন্তু আবার ধীরে ধীরে তা বাড়তে থাকে…………।

মনিটরের কোনো সমস্যা নাই আমি নিশ্চিত কারণ বন্ধুর পিসির সাথে সব কিছুই অদল বদল করে লাগিয়ে দেখেছি(যেখান থেকে কিনেছি সেখানেও পরীক্ষা করে্ছি)। আমার সমস্যার কি সমাধান হবেনা?

আপনি কি connector টা কেটে কেবল ছোট করে তা আবার জোড়া লাগানোর কথা বলছেন? আমি বুঝিনি।

    আপনি যদি গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন তাহলে DVI-D কেব্‌ল ব্যবহার করুন । কারন VGA cable এ সিগন্যাল লস বেশি । LCD মনিটর এই loss সহজেই প্রদর্শন করতে পারে বলে ঝিরিঝিরি দেখায় । তবে এ জন্য আপনার মনিটর এবং গ্রাফিক্স কার্ডে DVI port থাকতে হবে ।

    সমস্যাটি আপনার ক্যাবলে নয় – আপনার মাদারবোর্ডে । আপনার মাদারবোর্ডের VGA সিগন্যাল Low . LCD যেকোন Low VGA সিগন্যালে ঝিরঝির করে । আপনি আপনার মাদারবোর্ডটি পরিবর্তন করুন অথবা কোন গ্রাফিক্স কার্ড ব্যবহার করুন ।

Level 0

ভাল লাগল

এ্‌ই পদ্ধতিতে Samsung CRT ঠিক করা যায়, এল, সি,ডি র vga cable আলাদা থাকে , যা কিনতে পাওয়া যায়, CRT র vga cable মনিটরের সাথে লাগান থাকে, তাই নতুন কিনে লাগান যায় না , ঠিক করতে হয়।

Level 2

Bhai amar monitor ti full screen silo kintu akhon monitorer dui dike chape kalo hoye gase. screen choto hoye gase kintu color kisu hoi nai. amar View Sonic crt monitor. amake plz help korun…….
kothai niye gele ami valo service pabo ta janaben.

please contract with this address, he is expert and price is reasonable
showdesh electronices
k.z.h manson . 83 labratory road . new elephant road , 01199013509