ডুয়েল বুটে windose7 ও উবুন্টু চালাতে সাহায্য চাই

আমি বর্তমানে windose7 ultimate sp1 64bit অপারেটিং সিস্টেম ব্যবহার করছি। এখন এটার পাশাপাশি ডুয়েল বুটে উবুন্টু ব্যবহার করার জন্য Ubuntu-11.10 64bit ডাউনলোড করে বুটেবল সিডি তৈরী করে নিয়েছি। কিন্তু ইন্সটল করতে নিয়ে দেখি বলছে এই মেশিনে অন্য কোন অপারেটিং সিস্টেম নাকি দেয়া নাই । আবার যদি Windows চালু অবস্থায় মেনুয়ালী ইন্সটল দেই তাহলে হচ্ছে।কিন্তু রিস্টার্ট দেয়ার পরে উবুন্টু সিলেক্ট করলে বলছে no root file system is defined please correct this from the partitioning menu. আমি গুগুলে ও লিনাক্স ফোরামে অনেক খোজাখুজি করে দেখি অনেকেই এই সমস্যায় পড়েছেন কিন্তু এর সঠিক সমাধান কোথাও পেলামনা।আশা করছি এখানে কেও আমাকে এই সমস্যার সমাধান করতে সাহায্য করবেন। এর স্কিনসর্ট ও আমি দিয়ে দিলাম।

Level 0

আমি Shoaib Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, আপনার টিউনের বিভাগ ‘সাহায্য’ দিন।
পার্টিশনে রুট ফাইল না দিলে লিনাক্স ইন্সটল করা যায় না। অর্থাৎ পার্টিশনে ‘/’ এই চিহ্ন বিশিষ্ট ফাইল সিস্টেম অ্যাড করা লাগে। এটাই রুট ফাইল সিস্টেম। আপনি এই অপশনটি পাবেন bin,usr,home ইত্যাদি সিস্টেমযুক্ত ড্র্যাগ এ্যান্ড ড্রপ লিস্টে। কিভাবে উবুন্টু, মিন্ট ইত্যাদি ইন্সটল করবেন তা জানতে এই পোস্টটি দেখুন ধন্যবাদ। 🙂

ধন্যবাদ। বিভাগ বদলে দিলাম ।আমি কখন টিউন করিনি ত তাই বুঝতে পারিনি।