প্লীজ , দ্রুত সাহায্য করুন, অপেক্ষা করছি !!!!

কোন ভুমিকা ছাড়াই আসল কথায় চলে আসি ।
মাথা প্রচণ্ড খারাপ হয়ে আছে । আজ আমার পোর্টেবল ড্রাইভ টা একটা ল্যাপটপ এ লাগিয়েছিলাম । ব্যাস, আর পাই কে ! এমন এক ভাইরাস ধরল যে ড্রাইভ এর কোন ফাইল আর শো করে না 🙁 eset nod 32 দিয়ে বেশ কয়েকবার scan মারলাম । ভাইরাস ধরল কিন্তু আসল কাজ হল না । কোন ফাইল ই শো করে না । ফাইল গুলো hide হয়ে নাই। অথচ ড্রাইভ স্পেস আগের মতই আছে, কমে নি । বুঝতে পারছি ফাইল গুল জীবিত আছে কিন্তু গা ঢাকা দিয়েছে 🙁 কি করি আমি কি করি ???? প্লীজ প্লীজ প্লীজ , যত দ্রুত সম্ভব আমাকে হেল্প করুন ।
অপেক্ষা করছি ..................

Level 0

আমি inferon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 250 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

am a student of ARCHITECTURE in CHITTAGONG UNIVERSITY of ENG & TECH. i've much curiosity in technology thats why i m here :) am proud to be a bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমাকে কেউ হেল্প করুন !!!
আমার HDD পার্টিশন ভেঙ্গে গেছে।আমি, আমার DATA গুলা পুনরাই পাব কী ?????
কোন RECOVER PROCESS থাকলে দয়া করে বলেন।

যদি drive এর properties এ space/size দেখায়। তাহলে

আপনি Tools\Folder Options এর View ট্যাব এ গিয়ে
Show Hidden files and Folder এ টিক দিন।
Hide protected operating system files (Recommended) এর টিক উঠিয়ে দিন।
Launch folder windows in separate process এ টিক দিন।

তবে অবশ্যই যেই কম্পিউটারে ভাইরাস নেই, তাতে এই পদ্ধতি কাজ করবে।

    Level 0

    @বিমল: আপনাকে অসংখ্য ধন্যবাদ । আসলে অসংখ্য না তার চেয়েও বেশি বেশি ধন্যবাদ 🙂 কিন্তু ফাইল গুলো এখন unhide অবস্থায় আনব কিভাবে সেতা একটু জানান ।

      @inferon:
      এগুলো ভাইরাসযুক্ত। যদি ফাইলগুলো Folder এর ভিতরে থাকে, তাহলে ওগুলো Cut করে নতুন একটা Folder এ Paste করেন। আর যদি ফাইল হয়, তাহলে ওটা Copy করে নতুন ফাইলটা রেখে পুরনোটা Delete করে দেন।
      আপনাকেও ধন্যবাদ

        Level 0

        @বিমল: ভাই 500gb ফাইল কিভাবে কপি করি ??? এত জায়গা তো নাই 🙁 অন্য কোন উপায় আছে কি ?

@বিমল:
ভাই সব একবারে কপি/পেষ্ট করা লাগবে না। আপনার portable disk এ করুন, কিছু কিছু করে।