আমার একটা ওয়েব সাইট এর লিঙ্ক খুব প্রয়োজন। কেউ দিতে পারেন?

আমি ইংরেজি বিভাগের ছাত্র। আমার English Department এর যে বইগুলু (যেমনঃ Robinson Crusoe, Merchant of Venice, Hamlet, Macbeth etc) আছে, নেটে তার সবগুলোরই English Version টা পাওয়া যায় এবং Download-ও করা যায়। এই বই গুলুর বাংলা অনুবাদ Friends Book Corner-এ পাওয়া যায়।

 

ইংরেজি সাহিত্তের বই গুলোর বাংলা Version পাওয়া যায় এমন কোন Website কি আছে? অথবা ইংরেজি সাহিত্তের বিষয় গুলু নিয়ে বাংলাতে কোন Website কি আছে?

 

খুব প্রয়োজন এমন একটা Website। Techtunes একটা বিশাল প্ল্যাটফর্ম। আমি জানি এর মাঝে যদি একজনও এমন কোন Website এর লিঙ্ক জানেন তবে আমি পেয়ে যাব। কারন Techtunes-এ হেল্প চেয়ে কখনই খালি হাতে ফিরতে হয়নি। কারন এরা ফেরায় না। টেকি ভাইদের উত্তরের অপেক্ষায় থাকলাম।

Level 2

আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার একটা ওয়েবসাইট আছে, টেকটিউনসে আমার করা পোস্ট গুলো দেখলেই লিঙ্ক পেয়ে যাবেন, তবে উপরের বইগুলা এখনো স্ক্যান করা হয় নি, তবে আপনার কাঙ্খিত শেকস্পিয়ারের বইগুলা আমি বাংলায় দিতে পারব, কিন্তু সেটা এই সপ্তাহের শেষে, কারন আরও কিছু বই স্ক্যান এর জন্য তৈরি আছে!!!
আপনার জন্য শুভকামনা রইল!!

ধন্যবাদ ভাই। আপনার সাইট টি ঘুরে দেখলাম। খুব সুন্দর হয়েছে।

ভাই, আমার মেইল আই ডি ঃ [email protected]
আপনার মেইল এর অপেক্ষায় থাকলাম। বই গুলু পেলে খুব উপক্রিত হব।
ধন্যবাদ।