আমার টেকি ভাইয়াদের সাহায্য দরকার,please….

আমার pc তে নিচের চিত্রের মত বার্তা দেয় যখন এটা আমি চালু করি।তারপর এই বার্তা থাকা অবস্থায় pc আর চালু হয় না। প্রতিবার restart মারতে হয়।

আমার হার্ড ডিস্কটি এক ফ্রেন্ড এর পিসি তে যুক্ত করি তারপর ও একই বার্তা প্রদর্শন করে।

বুঝলাম আমার হার্ডডিস্কে সমস্যা। এর জন্য কি করবো এবং কোথায় যাব।

দয়া করে জানালে উপকৃত হব।কেউ কি জানাবেন আমি কি করব। ভীষন সমস্যায় আছি।বার বার restart মারতে ইচ্ছা করেনা।

please কষ্ট করে কেউ যদি একটু উপকার করতেন। আমার email address : [email protected]

Level 0

আমি ND_exclusive। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

National University[Accounting]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি নতুন করে উইন্ডোজ সেটআপ দিন

দিয়েছিলাম, কোন কাজ হয় না। আমি কি সম্পূর্ন হার্ড ড্রাইভ ফরমেট করবো? কিন্তু এতে আমার সব তথ্য হারিয়ে যাবে। আমি এগুলো হারাতে চাইনা। অন্য কোন উপায় আছে কি???

আপনার বুট ডিভাইস অন্য কিছু সিলেক্ট করা!!!
আপনি BIOS রিসেট করেন। এবং আবার উইন্ডোজ সেটআপ দেন! ! !

Level 0

আমি আপনার সমস্যাটি দেখলাম, প্রথমে আপনাকে BIOS এ যেতে হবে। সেখান থেকে চেক করবেন যে আপনার HDD টি ঠিকমত পাচ্ছে কিনা। এর পর প্রথম বুট সিডিরম এবং ২য় বুট HDD করে সেভ করবেন এবং রিস্টার্ট দিবেন। চালু না হলে আবার উইন্ডোজ দিবেন তবে অবশ্যই সি:\ ড্রাইভ এ হতে হবে। এটা খেয়াল রাখতে হবে। আপনাকে অবশ্য্ই বুঝতে হবে, আপনি যে ড্রইভে উইন্ডোজ দিচ্ছেন সেটা সি ড্রাইভ কিনা। xp দেবার সময় দেখবেন ১০০ মে.বা. এর কোন ড্রাইভ আছে কিনা। থাকলে সেটা ভাঙতে হবে। win7 দেবার পর winxp দিতে গেলে এই সমস্যা হয়। Solve হলে জানাবেন।

Thanks, all. dekhi kaj hoi kina……