টেকটিউনস এর ব্যপারে জানতে চাই ! অ্যডমিন একটু দেখুন !

টেকটিউন এর ব্যপারে কিছু তথ্য দরকার ছিল ।
১. টেকটিউনস এর টোটাল কতটুকু জায়গা বর্তমানে লাগছে । অর্থাত এই পূর্যন্ত কতটুকু ওয়েব স্পেস খরচ হয়েছে ।
২. টেকটিউনস এর ডেটাবেস সার্ভারের কতটুকু স্পেস খরচ হয়েছে ।
৩. এই রকম অন্য কোন দরকারী তথ্য । যেমন থিমটা কি ক্রয় করা নাকি তৈরী করা ইত্যাদি ।

তথ্যগুলো পেলে উপকৃত হব । মিনিমাম ওয়েব স্পেস এর তথ্যটা দিলেও চলবে । ধন্যবাদ । আর একটু জলদি দিবেন আশা করি ।

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইসব তথ্য সাধারন ভাবে কাউকেই জানানোর কথা নয়, আমি জানিনা এডমিন কি উত্তর দেবেন এতে। তবে যেসব তথ্য চেয়েছেন তাতে মনে হচ্ছে আপনিও এমন একটি ওয়েবসাইট বানাতে চান? যদি তাই হয়, তাহলে সামান্য বেসিক কিছু কথা বলি (একান্তই আমার ব্যাক্তিগত মতামত এটা) – যে ওয়েবসাইটে অনেকেই একসঙ্গে থাকবেন সেখানে unlimited webspace with unlimited bandwidth নেওয়াই ভালো। কেনার আগে জেনে নেবেন যে প্রতি মিনিটে কতো ইউজার আসতে পারবে আপনার ওয়েবসাইটে। অনেক কোম্পানি আছে যারা প্রতি মিনিটে ১,০০০ ইউজারের বেশি হলেই হোস্টিং বন্ধ করে দেয়। সেক্ষেত্রে VPS কিম্বা Dedicated Server নিতে হবে। Database server’এর কথা বলছেন, MySQL সাইজ অনেক কোম্পানি ২০০ মেগাবাইটের বেশি দেয়না (প্রতি ফাইলে)। এইসব জেনে নিয়ে কিনবেন, তাহলেই সমস্যা হবেনা। বুঝতে সমস্যা হলে আগে সাধারন প্যাকেজ নিন, কিন্তু কথা বলে নেবেন যেন লিমিট ক্রশ করলে হোস্টিং বন্ধ না করে, প্যাকেজ আপগ্রেড করে নেবেন তখন। ব্যাস, তাহলেই হল, কোন ওয়েবসাইটে কতো জায়গা লেগেছে, ডেটাবেস সাইজ কতো এইসব জানতেই লাগবেনা।

Vai ay website are theme amar kase ase ! wordpress theme