is it possible to route internet from banglalion wimax dongle?

সাহায্য চাওয়ার best জয়গা তো tt।
আমি জানতে চাচ্ছিলম যে, আমি বাংলা লায়ন wimax dongle user। ওই dongle ব্যবহার করে কোনও ভাবে কী আমি পোর্টেবল অর বাসায় wifi hotspot তৈরি করতে পারি কী না? আর যদি করা যায় তো কিভাবে করব আর কী কী ডিভাইস এক্সট্রা লাগবে আর আনুমানিক কত খরচ পড়তে পারে তার জন্যে। আর router ব্যবহার করে যদি route করা যায় তাহলে কী ডেস্কটপ ওন রাখতে হবে? প্লিজ ভাই যে জানেন একটা tutorial দেন। আর যদি আগেই হয়ে থাকে তাহলে তার লিংক দেন। আমার বাসায় ডেস্কটপ নোটবুক আর ওয়াইফাই ডিভাইস আছে। যদি dongle-এর connection দিয়ে করা যায় তাহলে বাসায় সব যেমন কানেকটেড থাকবে তেমনি দরকার পড়লে dongle সাথে carry করে বাইরে নেওয়া যাবে। আর যদি পোর্টেবল wifi সম্ভব হয় তাহলে তো great। আর যদি এমন router পাওয়া যায় তো কোথায় পাব জানাবেন। i mean wimax will work. not cdma or edge.

অগ্রিম ধন্যবাদ। সাহায্যের অপেক্ষায় রইলাম।

Level 0

আমি সামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস