নেটওয়ার্কিং এর ব্যাপার এ সাহায্য লাগবে।

আস-সালামু-আলাইকুম।

কেমন আছে?আশা করি সবাই আল্লাহ তায়াল্র রহমতে ভালো আছে।

আমার একটা ব্যাপার এ সাহাজ্য লাগবে।আমি নেটওয়ার্কিং নিয়ে জানতে ও শিখতে চাই।নেটওয়ার্কিং এর উপর কোনো ই-বুক কি আছে?অথবা ওয়েবসাইট?এছারা বাজারে নেটওয়ার্কিং নিয়ে বই থাকলে সেটাও জানাবেন প্লিজ।

আপাতত ২টা অফিস এর মধ্যে কিভাবে সার্ভার বসানো যায়,সার্ভার পিসি এর দাম কত পরবে,রিয়েল আইপি দিয়ে সার্ভার বসালে এর উপকারিতে কি তা জানতে চাই।

সবাইকে ধন্যবাদ।

আল্লাহ হাফেজ

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই লিংকটি ভিজিট করতে পারেন………
https://www.techtunes.io/networking/tune-id/73357

তিতাস ভাই তো এলাহী কারবার করে ফেলেছেন। উনার টিউটো গুলো বেসিক হিসেবে ভালই।

আমার মনে হয় CCNA এর কোর্সটা করে নিলেই ভাল। যদি বই পড়ে শিখতে চান মনে হয় সময় লাগবে বুঝতে। তার চেয়ে প্র্যাকটিকালি কাজ করলে শেখাটা ভালমত হয়।

রিয়েল আইপির ব্যপারটা যতটুকু জানি কোম্পানি বা অর্গানাইজেশনের জন্য সিকিউরিটি হিসেবে কাজ করে। কেননা ডায়নামিক আইপি দিয়ে কাজ করতে গেলে সিকিউরিটি হোল থাকতে পারে।

আমি নেটওয়ার্কিং বিষয়ে খুব অজ্ঞ। 🙁

তিতাস ভাই এর লেখা দেখলাম।খুব ভালো লিখেছেন কিন্তু সমস্যা হলো আমি এর আগা মাথা কিছুই বুঝিনাই।যাই হোক,এর মাধ্যমে বুঝতে পারলাম আমাকে দিয়ে এসব হবেনা।।হেহেহহে

সবাইকে ধন্যবাদ।

আমার কাছে CCNA’র উপর একটি ইংরেজি ভিডিও টিউটোরিয়াল এর ডিভিডি আছে। ডিভিডির দোকানে অন্য কিছু কিনতে গেছিলাম, এই জিনিসটা হঠাৎ করে চোখে পড়লো তাই শখের বশে কিনে ফেললাম। এখনও দেখা হয় নাই। আমার বন্ধু CCNA’র কোর্স করে, সে আমাকে এর study material এর সফট কপি দিবে বলছে। ভবিষ্যতে শেখার ইচ্ছা আছে