সাহায্যঃ অয়ার্ডপ্রেসে নতুন পেজ/পাতা তৈরি কি ভাবে করতে হয় দয়া করে একটু জানান

আমি রনি পারভেস ভাইয়ের একটি উপকারি টিউন থেকে কি ভাবে অয়র্ডপ্রেসের মাধ্যমে ফ্রি ব্লগ অপেন করা যায় তা জানলাম। কিন্তু অয়ার্ডপ্রেসে কি ভাবে নতুন পাতা তৈরি করতে হয় তার সঠিক সমাধান দিলেয় অ আমি আমার ব্লগ সাইটে তা প্রর্দশন করতে পারিনি। তাই আপনারা যে কেউ এই বিষয়ে সাহায্য করবেন। বাংলা হ্যাকস সাইটে লিখা ছিল এই রকম ওয়ার্ডপ্রেসের একটি বিশেষ ও অসাধারণ সুবিধা হল যে এটাতে আলাদা আলাদা পেজ (Page) তৈরি করা যায়। এতে আপনি আপনার ব্লগটিকে ওয়েব সাইটের (Web Site) মতো করে ব্যবহার করতে পারেন। সাধারণত 'প্রচ্ছদ' (Cover), 'আমার সম্পর্কে' (About me), 'বাংলা সহায়তা' (Bangla help), 'প্রিয় লিংকস' (Favorite links), 'আমার ছবি' (My picture), 'ডাউনলোড করুন' (Download) ইত্যাদি শিরোনামের পেজ তৈরি করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস সিস্টেমের কোন বিকল্প নেই।

নতুন পেজ (New Page) তৈরি করার জন্য প্রথমে ওয়ার্ডপ্রেসে লগইন (Login) করুন। এরপর সরাসরি লিখুন বাটন প্রেস করুন। সরাসরি নতুন পোস্ট লেখার বক্স আসবে। কিন্তু লিখুন শব্দটির ঠিক নিচে লেখা * পোস্ট * Page * Link এই তিনটি শব্দের মধ্যে Page লেখার উপরে ক্লিক করুন। নিচের ছবির মতো একটি অংশ আসবে। কিন্তু আমি আমার সাইটে লিখুন নামে কোন বাটন পাইনি । তাই আমাকে একটু সাহায্য করবেন এই ব্লগ সাইটি তৈরি করতে। এ আশা রইলাম টেকি ভাইদের কাছে।

Level 0

আমি Adnan Bari। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

http://ronyiut.wordpress.com/2008/12/17/creating-new-page-in-wordpress-html/
এখানে আপনার জন্য নতুন পোস্ট দিলাম। কোন সমস্যা হলে মন্তব্যের ঘরে জানান। আর আমার নাম রনি পারভেস না, “রনি পারভেজ”।

    😀 খুব সুন্দর রনি, ধন্যবাদ। আশাকরি টিউনার এখন নতুন পাতা বানাতে পারবেন।

ইনশাল্লাহ রিয়া আপু।